Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 8:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তাঁর এই কথা শুনে সবাই একে একে সরে পড়ল। প্রবীণ নেতারাই গেলেন আগে। সেখানে বসে রইলেন একা যীশু আর তাঁর সামনে দাঁড়িয়ে রইল সেই নারী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তখন তারা এই কথা শুনে এবং নিজ নিজ বিবেক দ্বারা দোষীকৃত হয়ে, একে একে বাইরে গেল, প্রাচীন লোক থেকে আরম্ভ করে শেষ জন পর্যন্ত চলে গেল; তাতে কেবল ঈসা অবশিষ্ট থাকলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়িয়েছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যারা একথা শুনল তারা, প্রবীণ থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত একে একে সরে পড়তে লাগল। সেখানে শুধু যীশু রইলেন, আর দাঁড়িয়ে থাকল সেই নারী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তখন তাহারা ইহা শুনিয়া, এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া, একে একে বাহিরে গেল, প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্য্যন্ত গেল; তাহাতে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রীলোকটী মধ্যস্থানে দাঁড়াইয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তারা ঐ কথা শোনার পর বুড়ো লোক থেকে শুরু করে সকলে এক এক করে সেখান থেকে চলে গেল। কেবল যীশু সেখানে একা থাকলেন আর সেই স্ত্রীলোকটি মাঝখানে দাঁড়িয়ে ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যখন তারা এই কথা শুনল, তারা এক এক করে সবাই বাইরে চলে গেল, বড়রাই প্রথমে চলে গিয়েছিল, শেষ পর্যন্ত যীশু একাই অবশিষ্ট ছিলেন এবং সেই স্ত্রীলোকটী যে মাঝখানে দাঁড়িয়েছিল।

অধ্যায় দেখুন কপি




যোহন 8:9
22 ক্রস রেফারেন্স  

তাদের আচরণের প্রকাশ যে বিধানের নির্দেশ তাদের হৃদয় ফলকে উৎকীর্ণ হয়েছে। তাদের বিবেকই তার সাক্ষী, কারণ এই বিবেকই তাদের পক্ষে কিম্বা বিপক্ষে সেইদিন সাক্ষ্য দেবে,


কিন্তু তুমি জান যে, নিজেও তুমি বারবার নিন্দা করেছ অনেকের।


তাঁর কাছে আমরা নিজেদের দোষী মনে করলেও আমাদের হৃদয়কে সান্ত্বনা দিতে পারব, কারণ আমাদের বিবেকের চেয়েও ঈশ্বর মহান, তাঁর অজানা কিছুই নেই।


তুমি বলে থাক, ‘ব্যভিচার করো না’ কিন্তু তুমি নিজে কি ব্যভিচারী নও? তুমি প্রতিমা পূজা ঘৃণা কর কিন্তু তুমি কি তাদের মন্দিরের সম্পদ ঘরে আন না?


যীশু মাথা তুলে তাকে জিজ্ঞাসা করলেন, ওরা কোথায়? কেউ তোমায় শাস্তি দেয় নি?


যীশু আবার লোকদের সম্বোধন করে বললেন, আমি জগতের জ্যোতি। যে আমার অনুসরণ করে সে অন্ধকারে ঘুরে বেড়াবে না। আমার কোন অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না, সে লাভ করবে জীবনের জ্যোতি।


তাঁর এই কথায় তাঁর বিপক্ষ দলের লোকের লজ্জিত হল কিন্তু জনতা তাঁর অলৌকিক কাজের জন্য খুব আনন্দ প্রকাশ করল।


পরাজিত হোক আমার আক্রমণকারীরা, ধ্বংস হোক সমূলে, আমার অনিষ্ট কামনা করে যারা, আচ্ছন্ন হোক তারা নিন্দায় আপমানে।


এই সব অপকর্ম তুমি করে চলেছ তবু তোমায় আমি বলি নি কিছুই, তাই তুমি ভেবেছ, আমি বুঝি তোমারই মত। আর নয়, আমার সহ্যের সীমা পার হয়ে গেছে, এবার আমি তিরস্কার করব তোমায় বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তোমার সব অপরাধ ও তার পরিণাম।


যারা আমার জীবননাশের চেষ্টা করে, লজ্জিত হোক, বিভ্রান্ত হোক তারা। যারা আমার অনিষ্ট কামনা করে, ব্যর্থ হোক তাদের পরিকল্পনা অপদস্থ হোক তারা।


আকাশ তার অধর্মাচরণ প্রকাশ করবে, পৃথিবী সাক্ষ্য দেবে তার বিরুদ্ধে।


দুর্জনের প্রতিপত্তি অল্পকালের জন্য বজায় থেকেছে, তার উল্লাস হয়েছে ক্ষণস্থায়ী।


বিধবা মেয়েটি এলিয়কে বলল, হে ঈশ্বরের ভক্তদাস, আপনি কেন আমার এমন অবস্থা করলেন? আপনি কি ঈশ্বরকে আমার পাপের কথা মনে করিয়ে দিয়ে আমার ছেলের মরণ ডাকতে এসেছেন?


তুমি আমার পিতা দাউদের সঙ্গে যে সব অন্যায় ব্যবহার করেছ, সে সব কথা তুমি খুব ভাল করেই জান। প্রভু পরমেশ্বর তার জন্য তোমায় শাস্তি দেবেন।


লোকেরা তাঁর চারিদিকে এসে জড়ো হল। যীশু এক জায়গায় বসে তাদের উপদেশ দিতে লাগলেন।


এমন সময় শাস্ত্রবিদ এবং ফরিশীরা ব্যভিচারের দায়ে অভিযুক্ত এক নারীকে সেখানে নিয়ে এলেন।


তিনি আবার হেঁট হয়ে মাটিতে লিখতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন