Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 6:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 বিরাট এক জনতা তাঁকে অনুসরণ করল। অসুস্থদের সুস্থ করার ফলে যীশুর অলৌকিক ক্ষমতার পরিচয় তারা পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর বিস্তর লোক তাঁর পিছনে পিছনে যেতে লাগল, কেননা তিনি রোগীদের উপরে যেসব চিহ্ন-কাজ করতেন, সেসব তারা দেখতে পেত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 অসুস্থদের ক্ষেত্রে তিনি যে চিহ্নকাজ সাধন করেছিলেন, তার পরিচয় পেয়ে অনেক লোক তাঁকে অনুসরণ করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর বিস্তর লোক তাঁহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল, কেননা তিনি রোগীদের উপরে যে সকল চিহ্নকার্য্য করিতেন, সে সকল তাহারা দেখিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 বহু লোক তাঁর পেছনে পেছনে চলতে লাগল, কারণ রোগীদের সুস্থ করতে তিনি যে সব অলৌকিক চিহ্ন করতেন তা তারা দেখেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর বহু মানুষ তাঁর পিছনে পিছনে যেতে লাগল, কারণ তিনি অসুস্থদের উপরে যে সব চিহ্ন-কাজ করতেন সে সব তারা দেখত।

অধ্যায় দেখুন কপি




যোহন 6:2
19 ক্রস রেফারেন্স  

যীশু ষড়যন্ত্রের কথা জানতে পেরে সেখান থেকে চলে গেলেন। বহু লোক তাঁর সঙ্গে সঙ্গে চলল। তিনি তাদের সকলকে সুস্থ করে দিলেন,


গালীল প্রদেশের কান্না নগরে এটিই ছিল যীশুর ঐশীশক্তির প্রথম নিদর্শন। এতে তাঁর খ্যাতি প্রচারিত হল এবং এই ঘটনায় তাঁর উপরে শিষ্যদের বিশ্বাস দৃঢ় হল।


বহু লোক তাঁদের যেতে দেখল এবং চিনতে পেরে সমস্ত শহরের লোক দৌড়াতে লাগল সেই দিকে। তাঁদের পৌঁছানোর আগেই তারা সেখানে পৌঁছে গেল।


নৌকা থেকে নেমে যীশু এক বিরাট জনতা দেখতে পেলেন। তাদের জন্য করুণায় তাঁর অন্তর বিগলিত হল। যারা অসুস্থ ছিল তিনি তাদের সুস্থ করে দিলেন।


যীশু পাহাড় থেকে নেমে এলেন। বিরাট এক জনতা তাঁর পিছন পিছন চলতে লাগল।


তাঁর চারপাশে ভিড় জমতে লাগল। তখন তিনি একখানি নৌকায় উঠে বসলেন এবং জনতা সাগর পারে দাঁড়িয়ে রইল।


সে কিন্তু একথা সকলের কাছে এমনভাবে বলতে লাগল যে এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। ফলে যীশুর পক্ষে প্রকাশ্যে কোন শহরে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াল। তিনি লোকালয়ের বাইরে নির্জন জায়গায় থাকতেন, লোকেরা চারিদিক থেকে তাঁর কাছে আসত।


তারণোৎসবের সময় যীশু যখন জেরুশালেমে তখন তাঁর ঐশী শক্তির পরিচায়ক অনেক কাজ দেখে বহুজন তাঁকে বিশ্বাস করল।


তিনি একদিন রাত্রিবেলায় যীশুর কাছে এসে বললেন, গুরুদেব আমরা জানি, আপনি ঈশ্বরপ্রেরিত শিক্ষাগুরু। ঈশ্বর সহায় না থাকলে আপনার মত এরকম ঐশীশক্তির নিদর্শন কেউ দেখাতে পারে না।


যীশুর এই ঐশীশক্তির নিদর্শন দেখে লোকেরা বলল, নিশ্চয়ই ইনিই সেই নবী, জগতে যাঁর আবির্ভাব হবার কথা।


সাগরের ওপারে যারা থেকে গিয়েছিল পরের দিন তারা সেখানে একটি মাত্র নৌকাই দেখেছিল। তারা জানত যে যীশু তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে নৌকায় যান নি, শিষ্যেরা তাঁকে বাদ দিয়ে চলে গেছেন।


যীশু বললেন অলৌকিক নির্দশন দেখেছিলে বলেই যে তোমরা আমার সন্ধানে এসেছ, তা নয়, প্রকৃত পক্ষে তৃপ্তি করে আহার করেছিলে বলেই এসেছ।


তারা বলল, আপনাকে বিশ্বাস করার মত কি নিদর্শন আপনি আমাদের দেখাতে পারবেন? এমন কি কাজ আপনি করেছেন?


তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা একটি সভায় মিলিত হয়ে বললেন, এখন আমরা কি করব? এই লোকটি ঐশী শক্তিসম্পন্ন সমস্ত কাজ করছে।


তাঁর এই ঐশী নিদর্শনযুক্ত কাজের কথা শুনেই জনতা গিয়েছিল তাঁকে স্বাগত জানাতে।


সকলের সামনে বহু ঐশী নিদর্শনযুক্ত কাজ করা সত্ত্বেও তারা যীশুকে বিশ্বাস করল না।


শিষ্যদের সামনে যীশু ঐশীশক্তির আরও অনেক নিদর্শন দেখালেন। সে সব এ গ্রন্থে লিপিবদ্ধ হয় নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন