Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 5:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 কারণ মাঝে মাঝে স্বর্গদূত নেমে এসে ঐ পুকুরের জলে আলোড়ন তুলতেন। এই আলোড়নের সময় প্রথমে যে জলে নামতে পারত, তার যে কোন রোগ থাক না কেন সে সুস্থ হয়ে যেত।)

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তারা পানি কম্পনের অপেক্ষায় থাকতো। কেননা বিশেষ বিশেষ সময়ে ঐ পুকুরে প্রভুর এক জন ফেরেশতা নেমে আসতেন ও পানি কাঁপাতেন; সেই পানি কাঁপানোর পরে যে কেউ প্রথমে পানিতে নামতো, তার যে কোন রোগ হোক, সে তা থেকে মুক্তি পেত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সময়ে সময়ে প্রভুর এক দূত সেখানে নেমে আসতেন এবং জল কাঁপাতেন। সেই সময় প্রথম যে ব্যক্তি প্রথমে সরোবরের জলে নামত, সে যে কোনো রকমের রোগ থেকে মুক্ত হত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 [তাহারা জলসঞ্চলনের অপেক্ষায় থাকিত। কেননা বিশেষ বিশেষ সময়ে ঐ পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন; সেই জলকম্পের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোন রোগ হউক, সে তাহা হইতে মুক্তি পাইত।]

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 [তারা জলকম্পনের অপেক্ষায় থাকত। কারণ বিশেষ বিশেষ দিনের ঐ পুকুরে প্রভুর এক দূত নেমে আসতেন ও জল কম্পন করতেন; সেই জলকম্পের পরে যে কেউ প্রথমে জলে নামত তার যে কোন রোগ হোক সে ভালো হয়ে যেতো।]

অধ্যায় দেখুন কপি




যোহন 5:4
18 ক্রস রেফারেন্স  

ঐ বাঁধান ঘাটগুলিকে প্রচুর অসুস্থ, অন্ধ, খঞ্জ, পক্ষাঘাতগ্রস্ত মানুষ ভীড় করে শুয়ে থাকত। (পুকুরে জলকম্পনের অপেক্ষায় তারা থাকত।


এদের মধ্যে একটি লোক ছিল, আটত্রিশ বছর ধরে রোগে পঙ্গু হয়ে ছিল।


সে উত্তর দিল, মহাশয়, আমার কেউ নেই, যে জল নড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমায় পুকুরে নামিয়ে দেবে। আমি যেতে যেতেই আমার আগে কেউ না কেউ জলে নেমে পড়ে।


ইলিশায় একজন ভৃত্যকে দিয়ে তাঁকে বলে পাঠালেন, জর্ডন নদীতে গিয়ে সাতবার ডুব দাও। তাহলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।


তোমার আদেশ পালনের জন্য ত্বরান্বিত হই, বিলম্ব করি না আমি।


এ সময় যেন তোমার চোখে ঘুম না থাকে। চোখের পাতায় যেন তন্দ্রা না নামে।


আমায় যারা ভালবাসে আমিও ভালবাসি তাদের যারা একাগ্র নিষ্ঠায় আমার অন্বেষণ করে তারাই আমাকে পায়।


সর্বশক্তি দিয়ে করে যাও তোমার কর্তব্য, কারণ যেখানে তোমাকে যেতে হবে সেই মৃতলোকে কোনও কাজ নেই, নেই কোনও ভাবনা-চিন্তা, সেখানে কোনও জ্ঞান নেই, নেই কোনও প্রজ্ঞা।


তিনি আমাকে বললেন, এই জলধারা দেশের পূর্বদিকে বয়ে চলেছে এবং জর্ডন উপত্যকার মধ্যে দিয়ে গিয়ে মিশেছে মরু সাগরে। এই নদী মরুসাগরের নোনা জলে মিশিয়ে দিচ্ছে মিষ্টি সুস্বাদু জলের ধারা। এতে নোনা জল হয়ে উঠবে সুস্বাদু।


ইসরায়েল বাঁচতে পারত, কিন্তু মূর্খের মত সে সুযোগ নষ্ট করেছে যেমন প্রসব বেদনার সময়ে সন্তান মাতৃজঠর পরিত্যাগ করতে চায় না।


সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।


সেদিন জেরুশালেম থেকে প্রবাহিত হবে এক জলস্রোত, তার অর্ধাংশ পূর্ব সাগরের দিকে এবং অপর অংশ পশ্চিম সাগরের দিকে বয়ে যাবে। শীত ও গ্রীষ্ম উভয় ঋতুতেই সেই স্রোত বইতে থাকবে।


সর্বাগ্রে তাঁর রাজ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হও। তাহলে এ সবই তিনি তোমাদের জুগিয়ে দেবেন।


বাপ্তিষ্মদাতা যোহনের প্রচারের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য প্রবল আক্রমণের সম্মুখীন হচ্ছে এবং পরাক্রমীরা সবলে তা অধিকার করছে।


বললেন, সঙ্কীর্ণ দ্বার দিয়েই প্রবেশ করতে প্রাণপণে চেষ্টা কর। তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকেই প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু পারবে না।


বাপ্তিষ্মদাতা যোহনের আমল পর্যন্ত মোশির বিধান ও নবীদের বাণীর কার্যকারিতা চিল। তারপর থেকে ঈশ্বরের রাজের সুসমাচার প্রচারিত হচ্ছে এবং প্রত্যেকেই সেই রাজ্যে জোর করে প্রবেশ করছে।


তোমরা কেউ কেউ এই ধরণের লোক ছিলে কিন্তু প্রভু যীশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রীকৃত ও ধার্মিকরূপে পরিগণিত হয়েছ।


তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি, তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তাঁর পুত্র যীশুর রক্ত সর্ব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন