Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 5:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেখানে মেষদ্বারের পাশে একটি পুকুর ছিল। পুকুরটির পাঁচটি ঘাট। হিব্রু ভাষায় এটিকে বলা হত বেথসাথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 জেরুশালেমে মেষ-দ্বারের কাছ একটি পুকুর আছে; ইবরানী ভাষায় সেটির নাম বৈথেস্‌দা, তার পাঁচটি চাঁদনি-ঘাট আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সেখানে মেষদ্বারের কাছে একটি সরোবর আছে। অরামীয় ভাষায় একে বলা হয় বেথেসদা। পাঁচটি আচ্ছাদিত ঘাট সরোবরটিকে ঘিরে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 যিরূশালেমে মেষ দ্বারের নিকট একটী পুষ্করিণী আছে, ইব্রীয় ভাষায় সেটীর নাম বৈথেস্‌দা, তাহার পাঁচটী চাঁদনি ঘাট।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 জেরুশালেমে মেষ ফটকের কাছে একটা পুকুর ছিল। ইব্রীয়তে সেই পুকুরটিকে “বৈথেসদা” বলা হত। এই পুকুরটির পাঁচটি চাঁদনী ঘাট ছিল;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 যিরূশালেমে মেষ ফটকের কাছে একটি পুকুর আছে, ইব্রীয় ভাষায় সেই পুকুরের নাম বৈথেসদা, তার পাঁচটি ছাদ দেওয়া ঘাট আছে।

অধ্যায় দেখুন কপি




যোহন 5:2
14 ক্রস রেফারেন্স  

ইফ্রয়িমের দ্বার, যেশানাহের দ্বার, মৎস্যদ্বার, হনলেলের দুর্গ ও শতকের দ্বার হয়ে মেষদ্বার পর্যন্ত গেলাম। প্রহরীদ্বারের কাছে গিয়ে আমরা থামলাম।


মহাযাজক ইলিয়াশীব ও তাঁর সঙ্গী অন্যান্য পুরোহিতেরা মেষদ্বার পুনর্নির্মাণ করলেন। তাঁরা সেটি উৎসর্গ করলেন এবং দ্বারগুলি যথাস্থানে স্থাপন করলেন। প্রাচীরের উপরে হম্মেয়া মিনার থেকে শুরু করে হননেলের মিনার পর্যন্ত প্রাচীরের অংশটি তাঁরা পুনর্নির্মাণ করলেন।


আর কোণের উপরের দিকে কক্ষ ও মেষদ্বারের মধ্যবর্তী অংশ স্বর্ণকাররা এবং বণিকেরা মেরামত করেছিলেন।


তুমি নগরের ভেতরে একটা বাঁধ তৈরী করলে যাতে পুরানো দীঘি থেকে বয়ে আসা জল ঐ বাঁধে এসে জমা হয়। কিন্তু ঈশ্বরের দিকে তুমি মনোযোগ দিলে না, যে ঈশ্বর বহুকাল আগে এ সবের পরিকল্পনা করেছিলেন এবং এ সব ঘটনা ঘটিয়েছিলেন।


সেনানায়ক তাঁকে অনুমতি দিলে তিনি সিঁড়ির ধাপের উপরে দাঁড়িয়ে জনতার দিকে হাত তুলে ইসারা করলেন। স্তব্ধতা নেমে এলে তিনি হিব্রু ভাষায় বলতে আরম্ভ করলেনঃ


যীশু তাঁকে ডাকলেন, মরিয়ম! মরিয়ম চকিত হয়ে তাঁর দিকে ফিরে বলে উঠলেন, রব্বুণি! (হিব্রু ভাষায় এর অর্থ গুরুদেব)


যীশু নিজেই ক্রুশ বয়ে নিয়ে চললেন তাদের সঙ্গে করোটি পাহাড়ের দিকে। (হিব্রু ভাষায় এই স্থানটিকে বলে ‘গলগথা’।)


এ কথা শুনে পীলাত যীশুকে বাইরে নিয়ে এলেন এবং ‘শিলাস্তরণ'-নামে একটি স্থানে স্থাপিত বিচারাসনে এসে বসলেন। (হিব্রু ভাষায় এই স্থানটিকে বলে ‘গব্বথা')


জেরুশালেমের প্রাচীরের যে সমস্ত স্থান মেরামত করা প্রয়োজন, সেগুলি খুঁজে বার করলে। জেরুশালেমের সমস্ত ঘরবাড়ী পরিদর্শন করলে এবং তার মধ্যে কিছু বাড়ী ভেঙ্গে ফেললে, তার পাথরগুলি নগরের প্রাচীর মেরামতের কাজে লাগাবে বলে। জল ধরে রাখবার জন্য।


যীশুকে যে জায়গায় ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই জায়গাটি শহরের খুব কাছে থাকায় বহু ইহুদীই সেই অভিযোগপত্র পড়েছিল। এটি লেখা হয়েছিল হিব্রু , ল্যাটিন ও গ্রীক ভাষায়।


ঐ বাঁধান ঘাটগুলিকে প্রচুর অসুস্থ, অন্ধ, খঞ্জ, পক্ষাঘাতগ্রস্ত মানুষ ভীড় করে শুয়ে থাকত। (পুকুরে জলকম্পনের অপেক্ষায় তারা থাকত।


যীশু বললেন, একটি কাজ আমি করেছি তাতেই তোমরা সবাই আশ্চর্য হয়ে গেছ।


রসাতলের দূত তাদের অধিপতি, হিব্রু ভাষায় তার নাম আবাদ্দোন, গ্রীকে আপল্লুয়োন।


পরে তারা এক জায়গায় সকলকে এনে একত্র করল। হিব্রু বাষায় এই জায়গাটির নাম হরমাগেদোন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন