Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 5:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 সেদিন ছিল সাব্বাথ দিন। যে লোকটি সুস্থ হয়েছিল, তাকে ইহুদী নেতারা বলল, আজ সাব্বাথ দিন। আজ তোমার বিছানা বয়ে নিয়ে যাওয়া উচিত নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 অতএব যাকে সুস্থ করা হয়েছিল, তাকে ইহুদীরা বললো, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে উচিত নয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তাই, যে লোকটি রোগ থেকে সুস্থ হয়েছিল, ইহুদিরা তাকে বলল, “আজ বিশ্রামদিন। বিধান অনুসারে আজ শয্যা বয়ে নেওয়া তোমার পক্ষে অনুচিত।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 সেই দিন বিশ্রামবার। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল, তাহাকে যিহূদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তাই যে লোকটি আরোগ্য লাভ করেছিল তাকে ইহুদীরা বলল, “আজ বিশ্রামবার, এভাবে তোমার বিছানা বয়ে বেড়ানো বিধি-ব্যবস্থা বিরুদ্ধ কাজ হচ্ছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 সুতরাং যাকে সুস্থ করা হয়েছিল তাকে ইহূদি নেতারা বললে, আজ বিশ্রামবার, ব্যবস্থা অনুসারে বিছানা বয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার উচিত নয়।

অধ্যায় দেখুন কপি




যোহন 5:10
19 ক্রস রেফারেন্স  

ফরিশীদের মধ্যে কয়েকজন বললেন, এই লোকটি আদৌ ঈশ্বরভক্ত নয়। কারণ এ সাব্বাথ দিনের বিধি পালন করে না। অন্যেরা বললেন, একজন পাপী কি করে এমন অলৌকিক কাজ করতে পারে? এইভাবে ওদের মধ্যে মতভেদ দেখা দিল।


তাই দেখে কয়েকজন ফরিশী তাঁদের বলল, সাব্বাথ দিনে যা করা উচিত নয়, কেন তোমরা তাই করছ?


তাদের বল, যদি তাদের জীবনের প্রতি মমতা থাকে, তাহলে সাব্বাথ দিনে তারা যেন কোন বোঝা বহন না করে। জেরুশালেমের এই সমস্ত তোরণদ্বার দিয়ে কোন কিছু বহন করে নিয়ে না যায়,


কিন্তু সাব্বাথ দিনে যীশু সুস্থ করেছেন বলে সমাজভবনের অধ্যক্ষ খুব রেগে গিয়ে বললেন, সপ্তাহে আরও যে ছটি দিন আছে, সেই সমস্ত দিনে এ কাজ করা উচিত। ঐ দিনগুলিতে এসে সুস্থ হয়ো, সাব্বাথ দিনে নয়।


তারপর তিনি সকলকে জিজ্ঞাসা করেলন, সাব্বাথ দিনে কি করা উচিত? ভাল করা না ক্ষতি করা, কারও প্রাণ বাঁচানো না মেরে ফেলা? সকলে নীরব।


তাই দেখে ফরিশীরা যীশুকে বললেন, সাব্বাথদিনে যা করা উচিত নয়, আপনার শিষ্যেরা সেই কাজ কেন করছে?


সাব্বাথ দিনে এ ধরণের কাজ করায় ইহুদীরা যীশুকে নানাভাবে নিগ্রহ করতে লাগল।


মোশির অনুশাসন মান্য করার জন্য সাব্বাথ দিনে একটি বালকের সুন্নত করায় যদি বিধান ভঙ্গ না হয় তাহলে সাব্বাথ দিনে আমি একটি মানুষকে সুস্থ করেছি বলে কেন তোমরা আমার উপর এক ক্রুদ্ধ হয়েছ?


তারপর তাঁরা ফিরে গিয়ে সুগন্ধি মশলা আর তেল তৈরী করলেন। সাব্বাথ দিনের বিধান অনুযায়ী তাঁরা কর্মবিরতি পালন করলেন।


কিন্তু আমার বাধ্য থাকতে হবে তাদের এবং সাব্বাথ দিনকে পবিত্র দিনরূপে পালন করতে হবে। এই দিনে তারা জেরুশালেমের কোন তোরণ দ্বার দিয়ে কোন বোঝা বহন করে নিয়ে যাবে না। অন্যথায় আমি জেরুশালেমের ঐ সমস্ত দ্বারে আগুন লাগিয়ে দেব। এই আগুন জেরুশালেমের সমস্ত প্রাসাদ-অট্টালিকা পুড়িয়ে ছারখার করে দেবে, কেউ নেভাতে পারবে না সেই আগুন।


প্রভু পরমেশ্বর বলেন, যদি তোমরা সাব্বাথ দিনকে পবিত্রভাবে পালন কর এবং ঐ দিন নিজেদের স্বার্থসিদ্ধির তাগিদে ব্যস্ত না হও, যদি ভ্রমণ, কর্ম ও অযথা বাক্যালাপ না করে আমার এই পবিত্র দিনটিকে উপযুক্ত মর্যাদা দান কর,


সেখানে এমন একজন লোক ছিল যার একখানি হাত শুকিয়ে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনার উদ্দেশ্যে তারা তাঁকে জিজ্ঞাসা করল, সাব্বাথদিনে সুস্থ করা কি বিধানসম্মত?


জেরুশালেমের ইহুদী সমাজের পক্ষ থেকে পুরোহিত ও লেবীয়দের একটি প্রতিনিধি দলকে যোহনের কাছে পাঠিয়ে জিজ্ঞাসা করা হল, তিনি কে? এ বিষয়ে যোহন নীরব রইলেন না, বরং সুস্পষ্টভাবে তাঁর সাক্ষ্য ঘোষণা করে বললেন, আমি খ্রীষ্ট নই।


সে বলল, যিনি আমাকে সুস্থ করেছেন, তিনিই বলেছেন, ‘তোমার বিছানা নিয়ে চলে যাও’।


লোকটি তখন ইহুদীদের কাছে গিয়ে বলল, যীশুই তাকে সুস্থ করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন