Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 3:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 নিকদিম জিজ্ঞাসা করলেন, কিন্তু এ কেমন করে সম্ভব?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 নীকদীম জবাবে তাঁকে বললেন, এসব কিভাবে হতে পারে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 নীকদীম জিজ্ঞাসা করলেন, “কীভাবে তা সম্ভব?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 নীকদীম উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, এ সকল কি প্রকারে হইতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এর উত্তরে নীকদীম তাঁকে বললেন, “এটা কেমন করে হতে পারে?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 নীকদীম উত্তর করে তাঁকে বললেন, এ সব কেমন ভাবে হতে পারে?

অধ্যায় দেখুন কপি




যোহন 3:9
9 ক্রস রেফারেন্স  

যীশুর শিষ্যদের অনেকেই তাঁর এ কথা শুনে বলে উঠল, এ সব দুর্বোধ্য কথা। কার সাধ্য এর মর্ম বোঝে?


এ কথায় ইহুদীদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। তারা বলতে লাগল, কি করে এই লোকটা বলে যে সে তার মাংস আমাদের খেতে দেবে?


মরিয়ম তখন দূতকে বললেন, কেমন করে এ সম্ভব হবে? আমি যে কুমারী।


আমি আমার অন্ধ প্রজাকুলকে পরিচালনা করে নিয়ে যাব এমন পথে যে পথে তারা চলে নি কোনদিন। আমি তাদের অন্ধকার আলোয় পরিণত করব বন্ধুর ভূমিকে পরিণত করব সমতলে এই আমার প্রতিজ্ঞা–— পূর্ণ করব আমি প্রতিজ্ঞা আমার, কখনও হব না বিচ্যুত।


নিকদিম জিজ্ঞাসা করলেন, পরিণত বয়সে মানুষের পক্ষে আবার জন্মগ্রহণ করা কি সম্ভব? সে কি আবার জন্মের জন্য মাতৃগর্ভে প্রবেশ করতে পারে?


ঊষালোকের মত উজ্জ্বল ন্যায়নিষ্ঠের পথ, পূর্ণ দিবালোকে সে পথ হয় উজ্জ্বলতর।


বাতাস নিজের ইচ্ছা মতই বয়, তুমি তার শব্দ শুনতে পাও কিন্তু সে বাতাস কোথা থেকে আসে আর কোথায়ই বা যায় তুমি জান না। আত্মা থেকে জাত ব্যক্তি সেইরকম।


যীশু বললেন, তুমি না ইসরায়েলীদের গুরু, তুমি জান না এ কথা?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন