Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 3:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 এবার থেকে তাঁর মহত্ত্ব ক্রমে বৃদ্ধি পাবে আর আমার হবে ক্ষয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তাঁকে বৃদ্ধি পেতে হবে, কিন্তু আমাকে হ্রাস পেতে হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 তাঁকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে, আর আমাকে ক্ষুদ্র হতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 উহাকে বৃদ্ধি পাইতে হইবে, কিন্তু আমাকে হ্রাস পাইতে হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 তিনি উত্তরোত্তর বড় হবেন, আর আমি অবশ্যই নগন্য হয়ে যাব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তিনি অবশ্যই বড় হবেন, আমি অবশ্যই ছোট হব।

অধ্যায় দেখুন কপি




যোহন 3:30
15 ক্রস রেফারেন্স  

তিনিই মণ্ডলীরূপে দেহের মস্তক, তিনিই আদি, মৃতলোক থেকে সর্বপ্রথম পুনরুত্থিত যেন সর্ববিষয়ে তিনিই হতে পারেন অগ্রগণ্য।


আপল্লো কে? আর পৌলই বা কি? প্রভ যাকে যেমন ভাবে নিয়োগ করেছেন সেই অনুযায়ী তাঁরা কাজ করেছেন। তাঁরা তো পরিচারক মাত্র, তাঁদের দ্বারাই তোমরা বিশ্বাসী হয়েছ।


দাউদের কুলতিলক তিনি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাঁর রাজকীয় ক্ষমতা, তাঁর রাজ্যে সতত বিরাজ করবে শান্তি। ন্যায় ও ধর্মনিষ্ঠায় ভিত্তিতে শাসন পরিচালনা করবেন তিনি এখন থেকে অনন্তকাল পর্যন্ত। সর্বাধিপতি পরমেশ্বরের এই হল স্থির সিদ্ধান্ত।


এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”


এই জন্য তাঁকে সম্মানের আসনে বসাব আমি, প্রতিষ্ঠিত করব তাঁকে মর্যাদার আসনে মহান ও বিক্রমশালীদের মাঝে। কারণ তিনি নিজে গ্রহণ করলেন বহুজনের পাপের দায়, করলেন তিনি স্বেচ্ছায় জীবনদান তাদের হয়ে। নিজেকে বসালেন তিনি অপরাধীর আসনে, তাদেরই ক্ষমার জন্য নিয়ত বিনতি তাঁর।


বধূ যার পাশে থাকে সেই-ই হচ্ছে বর। বরের বন্ধু বরের পাশে দাঁড়িয়ে তার কথা শোনে আর আনন্দ উপভোগ করে। আজ আমিও সেই পরিপূর্ণ আনন্দ লাভ করেছি।


ঊর্ধ্বলোক থেকে যাঁর আগমন তিনিই সকলের ঊর্ধ্বে। পৃথিবী থেকে যার উদ্ভব সে পৃথিবীরই অধিবাসী, পার্থিব কথাই সে বলে। স্বর্গ থেকে যাঁর আগমন সবার উপরে তাঁর স্থান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন