Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 21:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেদিন শিমোন পিতর, থোমা (যার অপর নাম দিদুম), নথনেল (গালীল প্রদেশের কান্না নগরে যার বাস), সিবদিয়ের পুত্রদ্বয় এবং আরও দুজন শিষ্য সেখানে একত্র হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর তিনি এভাবে নিজেকে প্রকাশ করলেন। শিমোন পিতর, থোমা, যাঁকে দিদুমঃ বলে, গালীলের কান্না-নিবাসী নথনেল, সিবদিয়ের দুই পুত্র এবং তাঁর সাহাবীদের মধ্যে আর দু’জন, এঁরা একত্রে ছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 শিমোন পিতর, থোমা (দিদুমঃ নামে আখ্যাত), গালীলের কানা নগরের নথনেল, সিবদিয়ের দুই পুত্র এবং অন্য দুজন শিষ্য সমবেত হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 শিমোন পিতর, থোমা, যাঁহাকে দিদুমঃ বলে, গালীলের কান্নানিবাসী নথলেন, সিবদিয়ের দুই পুত্র, এবং তাঁহার শিষ্যদের মধ্যে আর দুই জন, ইহাঁরা একত্র ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 শিমোন পিতর, থোমা যাঁর অপর নাম দিদুমঃ, গালীলের কান্নাবাসী নথনেল, সিবদিয়ের ছেলেরা ও অপর দুজন শিষ্য, এঁরা সকলে এক জায়গায় ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 শিমোন পিতর থোমার সঙ্গে ছিলেন যাকে দিদুমঃ বলে, গালীলের কান্নাবাসী নথনেল, সিবদিয়ের ছেলেরা এবং যীশুর দুই জন অন্য শিষ্যও ছিলেন।

অধ্যায় দেখুন কপি




যোহন 21:2
12 ক্রস রেফারেন্স  

যেখানে যীশু জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, গালীলের সেই কান্না নগরে তিনি আবার গেলেন। কফরনাউম-এ একজন রাজকর্মচারী থাকতেন। তাঁর ছেলে অসুখে ভুগছিল।


নথনেলের সঙ্গে ফিলিপের দেখা হলে ফিলিপ তাঁকে বললেন, বিধানশাস্ত্রে মোশি যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন, আমরা তাঁর দেখা পেয়েছি। ইনি নাসরত নিবাসী যীশু, যোষেফের পুত্র।


থোমার কন্ঠ থেকে উৎসারিত হল, প্রভু আমার, ঈশ্বর আমার!


থোমা যাঁর অপর নাম যমজ, তিনি তাঁর সতীর্থদের বললেন, চল আমরাও ওঁর সঙ্গে যাই। যেন আমরাও তাঁর সঙ্গে মৃত্যুবরণ করতে পারি।


গালীল প্রদেশের কান্না নগরে এটিই ছিল যীশুর ঐশীশক্তির প্রথম নিদর্শন। এতে তাঁর খ্যাতি প্রচারিত হল এবং এই ঘটনায় তাঁর উপরে শিষ্যদের বিশ্বাস দৃঢ় হল।


শিমোনের সঙ্গী সিবদিয়ের দুই পুত্র যাকোব আর যেআহনও তেমনি অবাক হয়ে গেলেন। যীশু তখন শিমোনকে বললেন, ভয় পেয়ো না, এবার থেকে তুমি মনুষ্যধারী হবে।


এব্রোণ, রেহোব, হাম্মোন, কান্নাহ্ এবং বৃহত্তর সীদোন পর্যন্ত প্রসারিত হল।


ফিলিপ ও বার-থলময়, থোমা ও কর আদায়কারী মথি , আলফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়,


কিছুদূর গিয়ে যীশু দেখতে পেলেন সিবদিয়ের পুত্র যাকোব আর তার ভাই যোহনকে। তাঁরা তাঁদের নৌকায় বসে জাল সারাচ্ছিলেন।


এরপর তৃতীয় দিনে গালীল প্রদেশের কান্না নগরে ছিল এক বিবাহ উৎসব। যীশুর জননী সেখানে ছিলেন এবং


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন