Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 2:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 যীশুর জননী তখন ভৃত্যদের বললেন, ইনি তোমাদের যা বলেন, তাই কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তাঁর মা পরিচারকদেরকে বললেন, ইনি তোমাদেরকে যা কিছু বলেন, তা-ই কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তাঁর মা পরিচারকদের বললেন, “উনি যা বলেন, তোমরা সেইমতো করো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তাঁহার মাতা পরিচারকদিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন, তাহাই কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তাঁর মা চাকরদের বললেন, “ইনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই কর।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তাঁর মা চাকরদের বললেন, ইনি তোমাদের যা কিছু করতে বলেন তাই কর।

অধ্যায় দেখুন কপি




যোহন 2:5
12 ক্রস রেফারেন্স  

নোহ ঈশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজই করলেন।


আমার আদেশ যদি পালন কর তাহলেই তোমরা হবে আমার সুহৃদ।


উত্তরাধিকারের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য ঈশ্বর যখন অব্রাহামকে আহ্বান করলেন তখন অব্রাহাম বিশ্বাসে ঈশ্বরের আদেশ পালন করলেন। কোথায় যাচ্ছেন না তা না জেনেও তিনি বেরিয়ে পড়লেন।


এ বিষয়ে পূর্ণ সিদ্ধি লাভ করে তিনি তাঁর সকল অনুগতজনের অনন্ত পরিত্রাণের মূলাধার হয়েছেন।


এখন ওঠ, নগরে যাও। সেখানে তোমাকে বলে দেওয়া হবে, কি তোমাকে করতে হবে।


দ্রাক্ষালতা থেকে উৎপন্ন কোন কিছু সে খাবে না। সুরা কিম্বা উত্তেজক কোন পানীয় সে পান করবে না, কোন অশুচি খাদ্য খাবে না। আমি তাকে যে নির্দেশ দিয়েছি তা-ই সে পালন করুক।


মিশরে খাদ্যাভাব দেখা দিলে প্রজারা ফারাও-এর কাছে খাদ্যের জন্য আবেদন জানাল। ফারাও মিশরীদের বললেন, তোমরা যোষেফের কাছে যাও। তিনি যা করতে বলেন তা-ই কর।


যীশু তখনও জনতাকে উপদেশ দিচ্ছিলেন, সেই সময় তাঁর মা ও ভাইরা এসে পৌঁছালেন। তাঁর সঙ্গে কথা বলার জন্য তাঁরা বাইরে অপেক্ষা করছিলেন।


তখন রূথ সেই শস্য ঝাড়াই করার জায়গায় গেল এবং তার শাশুড়ীর কথা মত কাজ করল।


প্রভু পরমেশ্বর আমাকে যা করতে বললেন, আমি তাই করলাম। আমি সেদিন উদ্বাস্তুদের মত আমার জিনিসপত্র বেঁধে সন্ধ্যার অন্ধকার গাঢ় হবার সঙ্গে সঙ্গে দেওয়ালে গর্ত করে তার ভিতর দিয়ে বেরিয়ে এলাম। সকলের চোখের সামনে দিয়ে পোঁটলাটা কাঁধে ফেলে সেখান থেকে চলে গেলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন