Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 2:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যীশু তাঁকে বললেন, এ ব্যাপারে তোমার আমার কি করার আছে মা? আমার সময় এখনও আসে নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 ঈসা তাঁকে বললেন, হে নারী, এই বিষয়ে তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? আমার সময় এখনও উপস্থিত হয় নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যীশু বললেন, “নারী! কেন তুমি এর সঙ্গে আমাকে জড়াচ্ছ? এখনও আমার সময় উপস্থিত হয়নি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যীশু তাঁহাকে বলিলেন, হে নারি, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনও উপস্থিত হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যীশু বললেন, “হে নারী, তুমি আমায় কেন জিজ্ঞাসা করছ কি করা উচিত? আমার সময় এখনও আসেনি।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যীশু তাঁকে বললেন, হে নারী এই বিষয়ে তোমার সঙ্গে আমার কি কাজ আছে? আমার দিন এখনও আসেনি।

অধ্যায় দেখুন কপি




যোহন 2:4
20 ক্রস রেফারেন্স  

যীশু তাদের বললেন, আমার পক্ষে উপযুক্ত সময় এখনও আসেনি কিন্তু তোমাদের পক্ষে যে কোন সময়ই উপযুক্ত।


এ হল তারণোৎসবের আগের ঘটনা। যীশু জানতেন, এই পৃথিবী ত্যাগ করে তাঁর পিতার কাচে প্রত্যাবর্তনের লগ্ন সমাগত। এ জগতে যাঁরা তাঁর প্রিয়জন ছিলেন, যাঁদের তিনি খুবই ভালবাসতেন, তাঁদের প্রতি তাঁর ভালবাসার চূড়ান্তরূপ প্রকাশ করলেন।


মন্দিরের দান উৎসর্গের কক্ষে বসে কোষাগারে শিক্ষা দেওয়ার সময় এই কথাগুলি যীশু বলেছিলেন। কিন্তু তা হলেও কেউ তাঁকে গ্রেপ্তার করল না। কারণ তখনও তাঁর নির্ধারিত লগ্ন উপস্থিত হয় নি।


এ কথায় তারা যীশুকে গ্রেপ্তার করবার চেষ্টা করল কিন্তু কেউ তাঁর গায়ে হাত দিতে পারল না কারণ তখনও তাঁর নির্ধারিত লগ্ন উপস্থিত হয় নি।


যীশু তখন বললেন, মানবপুত্রের মহিমান্বিত হবার লগ্ন উপস্থিত।


জগতের সব কিছুর জন্যই আছে নির্দিষ্ট কাল, সর্ব কর্মের জন্য রয়েছে নির্ধারিত সময়।


তারা চিৎকার করে বলে উঠল, হে ঈশ্বরের পুত্র, আমাদের কাছে আপনার কি দরকার? নির্দিষ্ট সময়ের পূর্বেই কি আমাদের দন্ড দিতে এসেছেন?


কিন্তু দাউদ সরূয়ার দুই পুত্র অবিশয় ও যোয়াবকে বললেন, তোমাদের মত কে চেয়েছে? আজকের দিনেও তোমরা আমার কাজে বাধা সৃষ্টি করছ? আমি ইসরায়েলীদের রাজা। আমি বলছি, আজকের দিনে তাদের কাউকে প্রাণদণ্ড দেওয়া যাবে না।


অবিশয় ও তার ভাই যোয়াবকে দাউদ বললেন, এ নিয়ে তোমাদের মাথা ঘামাবার কি দরকার? ওকে অভিশাপ দিতে দাও কারণ প্রভু পরমেশ্বর যদি তাকে এই অধিকার দিয়ে থাকেন, তাহলে কার সাধ্য ওকে থামায়।


যীশু তাঁকে বললেন, তুমি কাঁদছ কেন? আর কেকেই বা তুমি খুঁজছ? মরিয়ম যীশুকে বাগানের মালী মনে করে বললেন, মশাই, আপনি যদি তাঁকে সরিয়ে নিয়ে গিয়ে থাকেন তাহলে বলুন কোথায় তাঁকে রেখেছেন, আমি তাঁকে নিয়ে যাব।


তাঁরা তাঁকে বললেন, কেন কাঁদছো তুমি? তিনি বললেন, ওরা আমার প্রভুকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে আমি জানি না।


তিনি তাঁদের বললেন, কেন তোমরা আমায় খুঁজছিলেন? তোমরা কি জানতে না যে, আমাকে অবশ্যই আমার পিতার গৃহেই থাকতে হবে?


যীশু তখন তাকে বললেন, ওগো মেয়ে, তোমার বিশ্বাস সত্যিই সুগভীর! তুমি যা চাইছ তা-ই হবে। সেই মুহূর্তে তার মেয়েটি সুস্থ হল।


সে নিজের পিতামাতার সম্বন্ধে বলেছিল, ‘আমি তাদের মানি না।’ নিজের ভাইদের সে করেনি স্বীকার, আপন সন্তানদেরও করেছে উপেক্ষা কারণ এরা পালন করেছে তোমার বাক্য, রক্ষা করেছে তোমার সঙ্গে সম্বন্ধের শর্ত।


সুতরাং এখন থেকে আমরা আর জাগতিক মানদণ্ডে কারও বিচার করি না। যদিও এক কালে জাগতিক মানদণ্ডে আমরা খ্রীষ্টকে বিচার করেছি কিন্তু এখন আর তা করি না।


বিধবা মেয়েটি এলিয়কে বলল, হে ঈশ্বরের ভক্তদাস, আপনি কেন আমার এমন অবস্থা করলেন? আপনি কি ঈশ্বরকে আমার পাপের কথা মনে করিয়ে দিয়ে আমার ছেলের মরণ ডাকতে এসেছেন?


ভোজের সময় সমস্ত দ্রাক্ষারস শেষ হয়ে যাওয়ায় যীশুর জননী যীশুকে বললেন, এদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে।


তোমরা যাও পর্বে, আমি যাব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন