Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 17:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তুমিই যে একমাত্র সত্য ঈশ্বর এবং তুমিই যে যীশুখ্রীষ্টকে প্রেরণ করেছ-এই উপলব্ধির হল শাশ্বত জীবন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর এ-ই অনন্ত জীবন যে, তারা তোমাকে, একমাত্র সত্যময় আল্লাহ্‌কে এবং তুমি যাঁকে পাঠিয়েছ, তাঁকে, ঈসা মসীহ্‌কে, জানতে পায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আর এই হল অনন্ত জীবন যে, তারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁকে পাঠিয়েছ, সেই যীশু খ্রীষ্টকে জানতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এই হল অনন্ত জীবন; তারা তোমাকে জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর ও তুমি যাঁকে পাঠিয়েছ সেই যীশু খ্রীষ্টকে জানে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আর এটাই অনন্ত জীবন: যেন তারা তোমাকে জানতে পারে, একমাত্র সত্য ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়েছ, যীশু খ্রীষ্টকে।

অধ্যায় দেখুন কপি




যোহন 17:3
52 ক্রস রেফারেন্স  

কিন্তু আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন এবং তিনি আমাদের সত্য ঈশ্বরকে জানার বোধশক্তি দিয়েছেন। যিনি সত্যস্বরূপ আমরা তাঁর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের মাঝে অবস্থিত। তিনিই সত্য ঈশ্বর এবং অনন্ত জীবনের আধার।


হে ধর্মময় পিতা, জগতসংসার যদিও তোমায় জানে না কিন্তু আমি তোমায় জানি এবং এরা জানে যে তুমি আমায় প্রেরণ করেছ।


জগতের বিচারের জন্য নয় কিন্তু জগত যাতে উদ্ধার পায় তারই জন্য ঈশ্বর পাঠিয়েছেন তাঁর পুত্রকে।


এস, আমরা অবগত হই, বিনীতভাবে প্রভু পরমেশ্বরকে আনার চেষ্টা করি, ঊষার আলোকের মতই সুনিশ্চিত তাঁর অভ্যুদয়, বারিধারার মত তিনি নেমে আসবেন আমাদের মাঝে, যা ধরাকে করে সিঞ্চিত।


আমরা ঈশ্বরের প্রজা, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে আত্মা ঈশ্বরের প্রজা নয় সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যাশ্রয়ী ও বিভ্রান্তিকারী আত্মাকে চিনতে পারি।


শলোমনকে তিনি বললেন, পুত্র তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পিতার ঈশ্বরকে স্বীকার কর এবং একনিষ্ঠ হৃদয়ে ও অকুন্ঠ চিত্তে তাঁর সেবা কর। তিনি জানেন আমাদের সমস্ত চিন্তা ও মনোবাসনার কথা। তুমি যদি তাঁর কাছে যাও, তিনি তোমাকে গ্রহণ করবেন, কিন্তু তুমি যদি তাঁর কাছে থেকে দূরে সরে যাও, তাহলে তিনি তোমাকে চিরকালের জন্য পরিত্যাগ করবেন।


তুমি যেমন আমাতে থাক, তেমনি আমি যদি থাকি তাদের অন্তরে, তাহলে তারা হবে সম্পূর্ণ একাত্ম। তখনই জগত জানবে যে তুমিই আমার প্রেরণকর্তা। আমাকে যেমন তুমি ভালবেসেছ তেমনি ভালবাস তাদেরও।


প্রভু পরমেশ্বরের আত্মা অধিষ্ঠিত আমার উপরে, তিনি অভিষিক্ত করেছেন আমায়, প্রেরণ করেছেন, দীনদরিদ্রের কাছে শুভসংবাদ পৌঁছে দিতে, আরোগ্য করে দিতে ভগ্ন হৃদয়ের দুঃখ বেদনা, বন্দীকে শোনাতে মুক্তির বাণী, কারারুদ্ধ মানুষকে শোনাতে কারামুক্তির সুসংবাদ।


হে পিতা, তুমি যেমন আমার মধ্যে বিরাজমান এবং আমি তোমাতে বিরাজিত, তেমনি তারাও যেন আমাদের মাঝে একান্ত হয়ে বিরাজ করে যেন তার দ্বারা তুমিই যে আমাকে পাঠিয়েছ এ কথা জগতসংসার বিশ্বাস করতে পারে।


ঈশ্বর যাঁকে প্রেরণ করেছেন, তিনি ঈশ্বরের বাক্যই উচ্চারণ করেন। কারণ ঈশ্বর তাঁকে তাঁর পবিত্র আত্মার অপরিমেয় আশীর্বাদ দান করেছেন।


কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ


যারা ঈশ্বরকে স্বীকার করে না ও যারা আমাদের প্রভু যীশুর সুসমাচার মানে না, তাদের দণ্ড দেবেন।


তোমার দেওয়া বাণী আমি তাদের দান করেছি, তারা তা গ্রহণ করেছে। নিশ্চিত ভাবে তারা জেনেছে যে আমি তোমারই কাছ থেকে এসেছি এবং বিশ্বাস করেছে যে তুমিই প্রেরণকর্তা।


কিন্তু তোমাদের সহায় সেই পবিত্র আত্মা যাঁকে পিতা আমার পরিবর্তরূপে পাঠাবেন, তিনিই তোমাদের সব কিছু শিক্ষা দেবেন এবং আমার সমস্ত বাণী তোমাদের স্মরণে এনে দেবেন।


তারা তাঁকে জিজ্ঞাসা করল, কোথায় তোমার পিতা? যীশু বললেন, তোমরা না জান আমাকে, না জান আমার পিতাকে। যদি আমাকে জানতে তাহলে আমার পিতাকেও জানতে।


মোহের ঘোর কাটিয়ে ওঠ, সংযত হও, আর পাপ করো না। এমন লোক আছে যাদের ঈশ্বর সম্পর্কে কোন জ্ঞান নেই। তোমাদের লজ্জা দেবার জন্য আমি এইসব কথা বলছি।


দুঃখ-যন্ত্রণাময় এই জীবনের পর তিনি আবার লাভ করবেন আনন্দ, দেখবেন, সার্থক হয়েছে তাঁর এ যন্ত্রণাভোগ। আমার একনিষ্ঠ দাস, যাঁর প্রতি আমি পরম প্রীত তিনি বহুমানবের পাপের বোঝা তুলে নেবেন নিজের কাঁধে, তাঁরই মুখ চেয়ে আমি ক্ষমা করব সকলকে।


কারণ লোকেরা নিজেরাই প্রচার করছে যে আমরা তোমাদের কাছে কিভাবে গিয়েছিলাম। আর তোমরা কিভাবে পৌত্তলিকতা পরিত্যাগ করে ঈশ্বরের কাছে এসেছ। তোমরা এখন জীবন্ময় ও প্রকৃত ঈশ্বরের সেবা-আরাধনা করছ


কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, প্রকৃত ঈশ্বর জীবন্ত, জাগ্রত চিরন্তন রাজা। তুমি যখন ক্রুদ্ধ হও পৃথিবী কেঁপে ওঠে, জাতিবৃন্দ সহ্য করতে পারে না তোমার ক্রোধের দহন।


এবার এস আমার কাছে, শোন আমার কথা: প্রথম থেকেই আমি প্রকাশ্যে বলেছি সব কথা, বলি নি গোপনে এবং সফল হয়েছে সবই। সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে তাঁর শক্তি দান করে প্রেরণ করেছেন।


যারা তোমায় জানে, জানে তোমার পরিচয়, তুমি তাদের একমাত্র ভরসা। হে প্রভু পরমেশ্বর, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি করো না পরিত্যাগ।


তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ আনছ-পিতা পবিত্র উদ্দেশ্য সাধনের জন্যই আমাকে উৎসর্গ করে পাঠিয়েছেন এই জগতে, আর তাই আমি বলছি, ‘আমি ঈশ্বরের পুত্র'-এইজন্যই কি?


আমি তাঁকে জানি কারণ আমি তাঁর কাছ থেকেই এসেছি, তিনিই পাঠিয়েছেন আমাকে।


জীবনময় পিতা আমাকে পাঠিয়েছেন। পিতার জন্যই যেমন আমার জীবন ধারণ, ঠিক তেমনি যে আমায় খাদ্যরূপে গ্রহণ করবে সে আমারই জন্য জীবন ধারণ করবে।


ইসরায়েল জাতি দীর্ঘদিন প্রকৃত ঈশ্বরবিহীন অবস্থায় জীবনযাপন করেছে,তাদের শিক্ষাদানের জন্য কোন পুরোহিত ছিল না, ছিল না কোন বিধান ওঅনুশাসনের শৃঙ্খলা।


একমাত্র ঈশ্বরের কাছ থেকেই ক্ষমতা লাভ করা যায়। সেই ক্ষমতা লাভের চেষ্টা না করে যারা নিজেরাই পরস্পরের স্তুতিবাদে রত, তাদের তোমরা কি করে বিশ্বাস কর।


আমি জানি, সবসময়ই তুমি আমার প্রার্থনা শোন কিন্তু এখন আমি এ কথা এইজন্যই বলছি যে যারা এখানে দাঁড়িয়ে আছে, তারা যাতে বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ।


এবং বললেন, যে এই শিশুটিকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে এবং যে আমাকে গ্রহণ করে, সে আমার প্রেরণ কর্তাকেই গ্রহণ করে, তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই শ্রেষ্ঠ।


এর মত একটি শিশুকে যে কেউ আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে এবং যে কেউ আমাকে গ্রহণ করে সে শুধু আমাকে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই বরণ করে।


প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য সম্পর্কে আমরা জানি এ জগতে প্রতিমার কোন অস্বিত্বই নেই। ঈশ্বর এক এবং অনন্য।


যে আমাকে পায় সে জীবন লাভ করে পায় প্রভু পরমেশ্বরের অনুগ্রহ।


তুমি যেমন আমায় এ জগতে প্রেরণ করেছ তেমনি আমিও তাদের পাঠাচ্ছি জগদ্বাসীর কাছে।


আমার প্রভু খ্রীষ্ট যীশু সম্পর্কিত জ্ঞানের তুলনায় এসব কিছুই আমি তুচ্ছ মনে করি। তাঁর জন্যই আমি সব কিছু পরিত্যাগ করেছি। এ সবই আমার কাছে আজ আবর্জনাস্বরূপ। আমি চাই খ্রীষ্টকে লাভ করতে,


আমি তাঁকে জানতে চাই। জানতে চাই তাঁর পুনরুত্থানের পরাক্রম। আমি হতে চাই তাঁর দুঃখযন্ত্রণার অংশীদার। বরণ করতে চাই তাঁরই মতন মৃত্যু,


তোমরা যারা ঈশ্বরের পরিবারভুক্ত, বন্ধুগণ, তোমরা স্বর্গীয় আহ্বান পেয়েছ, সুতরাং যীশুর কথা বিবেচনা কর। তাঁকেই আমরা প্রেরিতপুরুষ ও প্রধান পুরোহিত বলে স্বীকার করি।


ঈশ্বর এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে তোমরা প্রচুর অনুগ্রহ ও শান্তি লাভ কর।


যিনি আপন গৌরব ও মাহাত্ম্যে আমাদের আহ্বান করেছেন তাঁরই ঐশীশক্তিবলে আমরা তাঁর সম্পর্কে জ্ঞানলাভ করেছি এবং জীবনযাপন ও ধর্মাচরণ সংক্রান্ত সমস্ত বিষয় আমরা জানতে পেরেছি।


কারণ এই গুণগুলি যদি তোমাদের থাকে ও বিকশিত হয়, তাহলে এগুলিই তোমাদের প্রভু যীশু খ্রীষ্ট সংক্রান্ত জ্ঞান লাভে সাহায্য করবে, তোমাদের নিষ্ক্রিয় ও বিফল হতে দেবে না।


চিরন্তন যে বাক্‌ ছিল ঈশ্বরের অভিমুখী, আমাদের কাছে প্রকাশিত সেই বাক্‌-এর পরম উপলব্ধি সঞ্জাত সেই জীবনের কথা আমরা তোমাদের কাছে ঘোষণা করছি।


আমরা যা দেখেছি এবং শুনেছি, তাই তোমাদের কাছে ঘোষণা করছি যেন তোমরাও আমাদের সঙ্গে সেই মিলনের বন্ধনে মিলিত হয়ে থাক, যে বন্ধনে আমরা পরম পিতা এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়ে আছি।


পুত্রকে অগ্রাহ্য করে কেউ পিতার পরিচয় লাভ করতে পারে না। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকে জানে। 24 প্রথম যে স্বীকার করে সে পিতাকে জানে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন