Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 13:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 যীশু বললেন, আমি যদি তোমার পা না ধুয়ে দিই তাহলে আমার সঙ্গে তোমার কোন সম্পর্ক থাকবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পিতর তাঁকে বললেন, আপনি কখনও আমার পা ধুয়ে দেবেন না। জবাবে ঈসা তাঁকে বললেন, যদি তোমাকে ধুয়ে না দিই তবে আমার সঙ্গে তোমার কোন অংশ নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 পিতর বললেন, “না, আপনি কখনোই আমার পা ধুয়ে দেবেন না।” প্রত্যুত্তরে যীশু বললেন, “আমি তোমার পা ধুয়ে না দিলে, আমার সাথে তোমার কোনো অংশই থাকবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পিতর তাঁহাকে বলিলেন, আপনি কখনও আমার পা ধুইয়া দিবেন না। যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি, তবে আমার সহিত তোমার কোন অংশ নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 পিতর তাঁকে বললেন, “আপনি কখনও আমার পা ধুইয়ে দেবেন না।” যীশু তাঁকে বললেন, “আমি যদি তোমার পা না ধুইয়ে দিই, তাহলে আমার সঙ্গে তোমার কোন সম্পর্ক থাকবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 পিতর তাঁকে বললেন, “আপনি কখনও আমার পা ধুইয়ে দেবেন না।” যীশু উত্তরে তাঁকে বললেন, যদি আমি তোমার পা ধুয়ে না দিই, তবে আমার সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই।

অধ্যায় দেখুন কপি




যোহন 13:8
28 ক্রস রেফারেন্স  

তখন তিনি আমাদের উদ্ধার করলেন। আমাদের সৎকর্ম বা পুণ্যবলে নয়, তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাদের বাঁচালেন। তিনি আমাদের দীক্ষাস্নানের মাধ্যমে নবজন্ম দিয়ে পবিত্র আত্মার শক্তিতে নবজীবন দান করলেন।


তাহলে আর দেরী কেন? ওঠ, তাঁর নামে বাপ্তিষ্ম গ্রহণ কর। স্মরণ কর তাঁর নাম। ধুয়ে যাক তোমার সর্বপাপ।’


তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।


তিনি মণ্ডলীকে পবিত্র ও নিষ্কলঙ্ক করার রজন্য বাণী উচ্চারণ করে অবগাহন দ্বারা তাকে শুচিশুদ্ধ করে পবিত্র করেছেন, যাতে সর্বপ্রকার কলঙ্ক, বিকৃতি ও কলুষমুক্ত মণ্ডলীকে গৌরবান্বিত করে আপন করে নিতে পারেন।


তোমরা কেউ কেউ এই ধরণের লোক ছিলে কিন্তু প্রভু যীশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রীকৃত ও ধার্মিকরূপে পরিগণিত হয়েছ।


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”


এবং ‘বিশ্বস্ত সাক্ষী, ‘মৃতলোক থেকে প্রথমজাত’ ও ‘পৃথিবীর রাজাধিরাজ’ যীশুখ্রীষ্টের কাছ থেকে,অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।যিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত সিঞ্চন করে আমাদের পাপমুক্ত করেছেন


মনগড়া আচার-বিচার, অহেতুক বিনয় ও কঠোর কৃচ্ছসাধনের জন্য এ সবের মধ্যে প্রজ্ঞার ভাণ আছে কিন্তু দৈহিক প্রবৃত্তি দমনের জন্য এ সবের কোনই সার্থকতা নেই।


ছদ্ম বিনয় ও দেবদূত উপাসনা যারা করে, তোমাদের যোগ্যতা বিচারের অধিকার তাদের নেই। তারা নিজেদের কল্পিত দিব্যদর্শনের উপর আস্থা স্থাপন করে এবং মানুষী ধ্যান-ধারণার বশে অসার আস্ফালন করে থাকে।


যীশু উত্তর দিলেন, আমি সত্যি করে তোমাকে বলছি, জল ও আত্মা দ্বারা জাত না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না।


পিতর বললেন, আপনার জন্য সকলের পতন হলেও, আমি কিন্তু অটল থাকব।


ছেলেটি বলল, ‘আজ্ঞে আমি যাব’। কিন্তু পরে সে গেল না।


সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।


প্রভু পরমেশ্বর মহাপরাক্রমে জাতির বিচার করবেন ও তাকে শোধন করবেন। ধুয়ে দেবেন জেরুশালেমের সমস্ত পাপ ও রক্তের কলঙ্করাশি।


পিতর তাঁকে বললেন, আপনার সঙ্গে যদি আমাকে মরতেও হয় তাহলেও আমি কখনও আপনাকে অস্বীকার করব না। এভাবে অন্য শিষ্যরাও তাঁকে একই কথা বললেন।


পিতর তাঁকে একান্ত অনুযোগ করে বলতে লাগলেন, ঈশ্বর না করুন প্রভু, এমন যেন কখনও আপনার না হয়।


কিন্তু যাকোব বললেন, আমার এই পুত্র তোমাদের সঙ্গে যাবে না। তার ভাই মারা গেছে, সেই শুধু রয়েছে। পথে তার যদি কোন বিপদ ঘটে তাহলে এই বৃদ্ধ বয়সে শোকের বোঝা চাপিয়ে তোমরাই আমাকে কবরে নামিয়ে দেবে।


শিমোন পিতরের পালা এলে পিতর তাঁকে বললেন, প্রভু, আপনি কেন আমার পা ধুইয়ে দেবেন?


তোমাদের পুত্র, কন্যা, দাসদাসী এবং তোমাদের নগর নিবাসী লেবীয়, তোমাদের সম্পত্তিতে যাদের কোন অংশ বা অধিকার নেই, তাদের সকলকে নিয়ে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে।


সেখানে বিন্যামীন গোষ্ঠীর শেবা নামে একটা দুষ্ট লোক ছিল। তার বাবার নাম ছিল বিখ্রি। শেবা তুরী বাজিয়ে ঘোষণা করল, দাউদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই, যেশির ছেলের উপর আমাদের কোন দাবীও নেই। হে ইসরায়েল, তোমরা প্রত্যেকে ফিরে যাও নিজের ঘরে।


প্রজারা যখন দেখল, রাজা তাদের কথায় কান দিলেন না তখন তারা চীৎকার করে বলতে লাগল, দাউদ ও তাঁর বংশ নিপাত যাক্‌। তারা আমাদের জন্য কী করেছে? এস ইসরায়েলী ভাইসব, আমরা ঘরে ফিরে যাই। দাউদের বংশধর নিজের ব্যাপার নিজে সামলাক।


নিঃশেষে ধৌত কর যত অধর্ম আমার, পাপ থেকে শুচি কর আমায়।


এসোব লতা দিয়ে শোধন কর আমায়, তাহলে আমি হব নির্মল। ধৌত কর আমায় আমি হব তুষারের চেয়েও শুভ্র।


শিমোন পিতর তখন বললেন, তাহলে, প্রভু, শুধু আমার পা নয়, আমার হাত আর মাথাও ধুইয়ে দিন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন