Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 13:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তা সত্ত্বেও সবাই যখন ভোজে বসলেন তখন তিনি উঠে এসে নিজের গায়ের জামা খুলে রেখে একখানা তোয়ালে কোমরে জড়ালেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 জেনে তিনি ভোজ থেকে উঠলেন এবং উপরের কাপড় খুলে রাখলেন, আর একখানি গামছা নিয়ে কোমর বাঁধলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তাই তিনি ভোজ থেকে উঠে তাঁর উপরের পোশাক খুলে কোমরে একটি তোয়ালে জড়ালেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন, এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন, আর একখানি গামছা লইয়া কটি বন্ধন করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তখন তিনি ভোজের আসর থেকে উঠে দাঁড়ালেন, তাঁর উপরের জামাটা খুলে রেখে একটি গামছা কোমরে জড়ালেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তিনি ভোজ থেকে উঠলেন এবং উপরের কাপড়টি খুলে রাখলেন। তারপর একটি তোয়ালে নিলেন এবং নিজের কোমরে জড়ালেন।

অধ্যায় দেখুন কপি




যোহন 13:4
9 ক্রস রেফারেন্স  

তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তাঁর দারিদ্র বরণে তোমরা ধনী হতে পার। এতে তোমাদের মঙ্গলই হবে।


তাহলে বড় কে, যে ভোজে আসন গ্রহণ করে, না, যে পরিবেশন করে? যে ভোজে আসন গ্রহণ করে সে-ই নিশ্চয় বড়। কিন্তু আমি তোমাদের মাঝে সেবকরূপে রয়েছি।


ধন্য সেই ভৃত্য, যাকে প্রভু ফিরে এসে জেগে থাকতে দেখবেন। বাস্তবিকই আমি বলছি, তিনি এসে নিজের কোমর বেঁধে তাদের খেতে বসাবেন এবং পরিচর্যা করবেন।


তোমাদের মধ্যে কারও ভৃত্য মাঠে চাষ করে বা ভেড়া চরিয়ে ঘরে ফিরলে কে এমন আছে যা তাকে বলে, ‘এখনই এসে খেতে বস?’


রাজা যিহোশাফট জিজ্ঞাসা করলেন, এখানে কি কোন নবী আছেন, যাঁর মাধ্যমে আমরা প্রভু পরমেশ্বরের ইচ্ছা জানতে পারব? যোরামের সৈন্যবাহিনীর একজন পদস্থ কর্মচারী বলল, যাফতের পুত্র ইলিশায় এখানে আছেন। তিনি এলিয়র সেবক ছিলেন।


বরং সে তাকে বলবে, ‘আমার জন্য খাবার তৈরী কর এবং খাওয়া-দাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোমরে তোয়ালে জড়িয়ে আমাকে পরিবেশন কর, তারপর তুমি খেয়ো।’


সকলের পা ধোয়ানো হয়ে গেলে যীশু জামা পরে আবার গিয়ে বসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমি কি করলাম বুঝতে পারলে তোমরা?


তোমরা প্রথম থেকেই যে নির্দেশ শুনে আসছ তা হচ্ছে এই, আমাদের পরস্পরকে ভালবাসা উচিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন