Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 12:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 যীশু বেথানিতে আছেন শুনে ইহুদীদের বিরাট এক জনতা সেখানে গেল। তারা যে শুধু যীশুকেই দেখতে গিয়েছিল তাই নয়। সেই সঙ্গে যীশু যাকে মৃত্যুলোক থেকে তুলে পুনর্জীবন দিয়েছিলেন, সেই লাসারকেও দেখতে গিয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 ইহুদীদের সাধারণ লোকেরা জানতে পারল যে, তিনি সেই স্থানে আছেন; আর তারা কেবল ঈসার জন্য আসল, তা নয়, কিন্তু যে লাসারকে তিনি মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন, তাঁকেও দেখতে আসল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ইতিমধ্যে ইহুদি সমাজের অনেক লোক যীশু সেখানে আছেন জানতে পেরে, শুধু যীশুকে নয়, লাসারকেও দেখতে এল, যাঁকে যীশু মৃত্যু থেকে উত্থাপিত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যিহূদীদের সাধারণ লোকেরা জানিতে পারিল যে, তিনি সেই স্থানে আছেন; আর তাহারা কেবল যীশুর নিমিত্ত আসিল, তাহা নয়, কিন্তু যে লাসারকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন, তাঁহাকেও দেখিতে আসিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 বহু ইহুদী জানতে পারল যে যীশু বৈথনিয়াতে আছেন। তারা সেখানে যে কেবল যীশুর জন্য গেল তাই নয়, যে লাসারকে যীশু মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তাকে দেখবার জন্যও তারা সেখানে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 ইহূদিদের একদল লোকে জানতে পারল যে, যীশু এখানে ছিলেন, তারা কেবল যীশুর জন্য আসেনি, কিন্তু তারা অবশ্যই লাসারকে দেখতে এসেছিল, যাকে যীশু মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




যোহন 12:9
8 ক্রস রেফারেন্স  

কিন্তু পিতর ও যোহনের বিরুদ্ধে বলার মত কোন যুক্তি তাঁদের ছিল না কারণ সদ্য সুস্থতা প্রাপ্ত লোকটি তাঁদের পাশে দাঁড়িয়ে ছিল।


দাউদ স্বয়ং তাঁকে প্রভু বলে সম্বোধন করেছেন, সুতরাং কি করে তিনি দাউদের সন্তান হতে পারেন? বিরাট জনতা সাগ্রহে তাঁর কথা শুনতে লাগল।


তারণোৎসবের ছয়দিন আগে যীশু গেলেন বেথানি গ্রামে, সেখানে থাকত লাসার, যাকে যীশু পুনর্জীবন দান করেছিলেন।


পুরোহিতদের নেতৃবৃন্দ তখন লাসারকেও হত্যা করার ষড়যন্ত্র করল।


তারণোৎসবে যোগ দেওয়ার জন্য বিরাট এক তীর্থযাত্রী দল এসেছিল, তারা শুনল যে যীশু জেরুশালেমের দিকে আসছেন।


মৃত্যুলোক থেকে পুনর্জীবন দিয়ে যীশু যখন লাসারকে সমাধির বাইরে ডেকে এনেছিলেন, সেই সময় সেখানে যারা উপস্থিত ছিল তারা যা দেখেছিল ও শুনছিল সেই কথা সকলের কাছে প্রচার করেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন