Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 12:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যিহুদা ইষ্করিয়োত নামে যীশুর অন্যতম শিষ্য-যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে-এই দেখে বলল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কিন্তু তাঁর সাহাবীদের মধ্যে এক জন, যে তাঁকে দুশমনদের হাতে তুলে দেবে, সেই ঈষ্করিয়োতীয় এহুদা বললো,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কিন্তু তাঁর এক শিষ্য যিহূদা ইষ্কারিয়োৎ, যে পরবর্তীকালে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আপত্তি করল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কিন্তু ঈষ্করিয়োতীয় যিহূদা, তাঁহার শিষ্যদের মধ্যে এক জন, যে তাঁহাকে শত্রুহস্তে সমর্পণ করিবে, সে কহিল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যিহূদা ঈষ্করিয়োত সেখানে ছিল, সে যীশুর শিষ্যদের মধ্যে একজন, যে তাঁকে পরে শত্রুর হাতে ধরিয়ে দেবে। মরিয়মের সেই কাজ যিহূদার ভাল লাগে নি। যিহূদা ঈষ্করিয়োত বলল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তাঁর শিষ্যদের মধ্যে একজন ঈষ্করিয়োতীয় যিহূদা, যে যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সে বলল,

অধ্যায় দেখুন কপি




যোহন 12:4
10 ক্রস রেফারেন্স  

কনানী শিমোন আর যিহুদা ইসকারিয়োথ-যে যীশুকে ধরিয়ে দিয়েছিল।


যীশু বললেন, রুটির টুকরো পাত্রে ডুবিয়ে যাকে দেব সে-ই। তারপর তিনি এক টুকরো রুটি নিয়ে পাত্রে ডুবিয়ে শিমোন ইষ্কারিয়োতের পুত্র যিহুদার হাতে দিলেন।


শিমোন ইষ্কারিয়োতের পুত্র যিহুদার অন্তরে শয়তান ইতিমধ্যেই যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্ররোচনা দিয়েছিল।


যাকোবের পুত্র যিহুদা ইস্কারিয়োথ, যিনি পরে বিশ্বাসঘাতকতা করেছিলেন।


মানুষ কিসের জন্য এত পরিশ্রম করে, তা-ও জেনেছি আমি। এর কারণ প্রতিবেশীর সাথে মানুষের প্রতিদ্বন্দিতা। কিন্তু এ-ও তো অসার আলেয়ার পিছনে ছুটে চলা।


তখন বারো জন শিষ্যের অন্যতম, যিহুদা ইসকারিয়োৎ মহাযাজকের কাছে গিয়ে বলল,


এই সুগন্ধি নির্যাস তিনশো টাকায় বিক্রী করে গরীবদের দান করা হল না কেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন