Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 12:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 মরিয়ম তখন জটামাংসী লতার বিশুদ্ধ এবং বহুমূল্য আধ সের পরিমাণ সুগন্ধি নির্যাস নিয়ে এল, মাখিয়ে দিল যীশুর দুখানি পায়ে। তারপর নিজের চুল দিয়ে মুছিয়ে দিল পা দুখানি। সারা ঘর ভরে গেল মধুর সুরভিতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তখন মরিয়ম আধা সের বহুমূল্য জটামাংসীর আতর এনে ঈসার পায়ে মাখিয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তাঁর পা মুছে দিলেন; তাতে আতরের সুগন্ধে বাড়ি পরিপূর্ণ হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তখন মরিয়ম আধলিটার বিশুদ্ধ বহুমূল্য জটামাংসীর সুগন্ধি তেল নিয়ে যীশুর চরণে ঢেলে দিলেন এবং তাঁর চুল দিয়ে তাঁর পা-দুখানি মুছিয়ে দিলেন। তেলের সুগন্ধে সেই ঘর ভরে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন মরিয়ম অর্দ্ধ সের বহুমূল্য জটামাংসীর আতর আনিয়া যীশুর চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাঁহার চরণ মুছাইয়া দিলেন; তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তখন মরিয়ম বিশুদ্ধ জটামাংসী থেকে তৈরী করা প্রায় আধ সের মতো দামী আতর নিয়ে এসে যীশুর পায়ে তা ঢেলে দিলেন, আর নিজের মাথার চুল দিয়ে তাঁর পা দুখানি মুছিয়ে দিলেন। তখন সমস্ত ঘর আতরের সুগন্ধে ভরে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তারপর মরিয়ম এক লিটার খুব দামী, সুগন্ধি লতা দিয়ে তৈরী খাঁটি আতর এনে যীশুর পায়ে মাখিয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে পরিষ্কার করে দিলেন; বাড়িটি আতরের সুগন্ধে ভরে গেল।

অধ্যায় দেখুন কপি




যোহন 12:3
16 ক্রস রেফারেন্স  

তাঁর পা দুখানি মুছিয়ে দিয়েছিল নিজের মাথার চুল দিয়ে। এদেরই ভাই লাসারের খুব অসুখ করেছিল।


যীশু যেখানে ছিলেন সেখানে গিয়ে মরিয়ণ যীশুকে দেখার সঙ্গে সঙ্গে সে তাঁর চরণে লুটিয়ে পড়ে বলল, গুরুদেব, আপনি এখানে থাকলে আমার ভাই মারা যেত না।


আমার মাথায় তুমি তেল দিয়ে অভিষেক করলে না, কিন্তু এ আমার পা আতরে অভিষিক্ত করেছে।


এই কথা বলে মার্থা তার বোন মরিয়মকে ডাকতে গেল। গিয়ে গোপনে তাকে বলল, গুরুদেব এসেছেন, তোমাকে ডাকছেন।


তব প্রিয় নাম মোর হৃদয়ে ছড়ায় তব দেহ-সৌরভ, তাই তো তুমি হে নয়ন মোহন ললনার এত প্রিয়।


রাজা আমার শয্যায় শুয়ে থাকেন যখন, ভরে যায় বাতাস তখন আমার অঙ্গের সৌরভে।


স্মরণ কর হে প্রভু পরমেশ্বর, তাঁর প্রতিশ্রুতির কথা, স্মরণ কর সেই শপথের কথা হে যাকোবের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর, যে শপথ তিনি করেছিলেন তোমার কাছে:


তুমি প্রিয়তমা হে বঁধু আমার পরম তৃপ্তি তব প্রেমে মোর, মদিরাও মানে হার তোমার প্রেমের কাছে, দেহ সৌরভ তব—সেও যে সবের সেরা।


কিন্তু একটি বিষয়ই সবচেয়ে দরকারী। মরিয়ম সেই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টিই বেছে নিয়েছে যা কখনও তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না।


নিকদিমও তাঁর সঙ্গে এসে যোগ দিলেন। তিনি সঙ্গে এনেছিলেন প্রায় সোয়া মণ গন্ধরস মেশান অগুরু। ইনিই আগে একদিন রাতের বেলায় যীশুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।


ঝড় যেমন থামানো যায় না হাতের মুঠোয় যেমন তেল ধরে রাখা যায় না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন