Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোহন 11:53 - পবিএ বাইবেল CL Bible (BSI)

53 সুতরাং সেই দিন থেকেই তারা যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

53 অতএব সেদিন থেকে তারা তাঁকে হত্যা করার পরামর্শ করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

53 তাই সেদিন থেকে তারা যীশুকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

53 অতএব সেই দিন অবধি তাহারা তাঁহাকে বধ করিবার মন্ত্রণা করিতে লাগিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

53 তাই সেই দিন থেকে তারা যীশুকে হত্যা করার জন্য চক্রান্ত করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

53 সুতরাং সেই দিন থেকে তারা তাঁকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতে লাগলো।

অধ্যায় দেখুন কপি




যোহন 11:53
22 ক্রস রেফারেন্স  

এভাবে বেশ অনেকদিন কেটে যাওয়ার পর ইহুদীরা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করল।


এই কথা শুনে তাঁরার রাগে জ্বলে উঠলেন এবং তাঁদের মৃত্যুদণ্ড দিতে চাইলেন।


পুরোহিতদের নেতৃবৃন্দ তখন লাসারকেও হত্যা করার ষড়যন্ত্র করল।


তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা একটি সভায় মিলিত হয়ে বললেন, এখন আমরা কি করব? এই লোকটি ঐশী শক্তিসম্পন্ন সমস্ত কাজ করছে।


তারণোৎসব ও খামিরবিহীন রুটির পর্বের আর দুদিন বাকী। পুরোহিতদের নেতৃবৃন্দ আর শাস্ত্রীরা যীশুকে কৌশলে গ্রেপ্তার করে হত্যা করার উপায় খুঁজছিলেন।


সঙ্গে সঙ্গে ফরিশীরা বেরিয়ে গেল সমাজভবন থেকে এবং হেরোদপন্থী লোকদের সঙ্গে মিলে যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগল।


পুরোহিতেরা ও সমগ্র মহাসভা যীশুর বিরুদ্ধে এমন একটা মিথ্যা সাক্ষ্যের সন্ধানে ছিল যাতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।


এর উত্তরে তারা তাঁকে একটি কথাও বলতে পারল না এবং সেদিন থেকে তাঁকে আর কেউ কোন প্রশ্ন করতেও সাহস করেনি।


যীশু সেই সময় থেকে তাঁর শিষ্যদের স্পষ্টভাবেই বলতে লাগলেন যে তাঁকে অবশ্যই জেরুশালেমে যেতে হবে। সেখানে প্রাচীনবর্গ প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের হাতে নানাভাবে নির্যাতন ভোগ করে মৃত্যুবরণ করতে হবে। তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।


আমি বললাম, মহারাজ, যদি আমি সত্য কথা বলি, তাহলে আপনি আমার মৃত্যুদণ্ড দেবেন। আর, আমি যদি আপনাকে সুপরামর্শ দিই, তাতে আপনি কানই দেবেন না।


পদস্থ কর্মচারীরা রাজার কাছে গিয়ে বলল, এই লোকটির মৃত্যুদণ্ড হওয়া উচিত। কারণ এই সমস্ত কথা বলে এ আমাদের সৈন্যদলের মনোবল ভেঙ্গে দিচ্ছে এবং নগরীতে অবশিষ্ট অধিবাসীদের মনও এভাবে দুর্বল করে তুলছে। মানুষকে সাহস দিয়ে সাহায্য করার কোনও চেষ্টাই নেই তার, বরং সে কেবল তাদের অমঙ্গল করতে চায়।


ধন্য হোক প্রভু পরমেশ্বরের নাম, এখন ও চিরকাল।


শত্রুদল আমার প্রাণনাশের চেষ্টায় তৎপর, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে, আমার প্রাণনাশ করতে চায় যারা তারা একযোগে করে চক্রান্ত।


আমি শুনতে পাচ্ছি, অনেকের কানাকানি, আতঙ্ক ঘিরে ধরেছে আমায়, আমার বিরুদ্ধে ওরা করছে চক্রান্ত, করছে ষড়যন্ত্র আমার জীবন নাশের।


প্রভু পরমেশ্বর ও তাঁর অভিষিক্ত রাজার বিরুদ্ধে পৃথিবীর রাজারা হয়েছে সংঘবদ্ধ, শাসককুল মন্ত্রণা করছে একযোগে।


কিন্তু আমি তাদের সাবধান করে দিয়ে বললাম, প্রাচীরের পাশে তোমরা কেন রাত কাটাও? যদি তোমরা আবার এমন কর তাহলে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তখন থেকে তারা আর বিশ্রামবারে জেরুশালেমে আসেনি।


সেই দিন থেকে আমাদের লোকেদের মধ্যে অর্ধেক লোক কাজ করত, অপর অর্ধেক লোক বর্শা, ঢাল, তীরধনুক আর আত্মরক্ষার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাহারা দিত। যিহুদীয়ার যে সমস্ত লোক প্রাচীর নির্মাণের কাজে নিযুক্ত ছিল, সৈন্যাধ্যক্ষেরা তাদের কাজের তদারকি করছিল।


তারা দূর থেকে যোষেফকে পেল এবং সে তাদের কাছে গিয়ে পৌঁছাবার আগেই তাকে হত্যা করার ষড়যন্ত্র করল।


ফরিশীরা কিন্তু বাইরে গিয়ে কিভাবে তাঁকে ধ্বংস করা যায় তাই নিয়ে ষড়যন্ত্র করতে লাগল।


কি করে যীশুকে কৌশলে বন্দী করে হত্যা করা যেতে পারে।


এরপর যীশু গালীল প্রদেশে পরিভ্রমণ করতে লাগলেন। ইহুদীরা যীশুকে হত্যা করার সুযোগ খুঁজছিল, তাই তিনি যিহুদীয়ায় যেতে চান নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন