Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোনা 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 প্রভু তাঁকে বললেন, তোমার এত রাগ কি ঠিক হচ্ছে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 মাবুদ বললেন, তুমি ক্রোধ করে কি ভাল করছো?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কিন্তু সদাপ্রভু উত্তরে বললেন, “তোমার রাগ করা কি ঠিক হচ্ছে?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সদাপ্রভু কহিলেন, তুমি ক্রোধ করিয়া কি ভাল করিতেছ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তখন প্রভু বললেন, “তুমি কি মনে কর যে, আমি ওই লোকদের ধ্বংস করলাম না বলে তোমার রাগ করা ঠিক হচ্ছে?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সদাপ্রভু বললেন, “তুমি রাগ করে কি ভালো করছ?”

অধ্যায় দেখুন কপি




যোনা 4:4
13 ক্রস রেফারেন্স  

আমার অর্থ ইচ্ছামত ব্যয় করার অধিকার কি আমার নেই? না, আমি উদার লোক বলে তোমার অর্ন্তজ্বালা হচ্ছে?


ঈশ্বর তাঁকে বললেন, লতাটি শুকিয়ে যাওয়ায় তোমার এত রাগ করা কি ঠিক হচ্ছে? যোনা বললেন, হ্যাঁ, রাগ হবারই কথা! এরপর আমি আর কিসের জন্য বাঁচব? আমার মরণই ভাল!


হে আমার প্রজাবৃন্দ, আমি তোমাদের কি ক্ষতি করেছি? কিসে আমি তোমাদের বিরক্তি উৎপাদন করলাম? উত্তর দাও আমাকে।


হারোণ এবার তার পরলোকগত স্বজনদের সঙ্গে মিলিত হবে। ইসরায়েলীদের যে দেশ আমি দিয়েছি, সেই দেশে সে যেতে পারবে না, কারণ মরিবা জলস্রোতের কাছে তোমরা আমার নির্দেশ অমান্য করেছিলে।


প্রভু পরমেশ্বর কয়িনকে বললেন, তুমি কেন ক্রুদ্ধ হয়েছ?


সাবধান, রাগের বশে আপনি যেন ঈশ্বরকে উপহাস করবেন না, ধনসম্পদের প্রাচুর্য যেন আপনাকে বিপথে নিয়ে না যায়।


এই ঘটনায় যোনা খুবই অসন্তুষ্ট হলেন।


কাজেই আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমায় বরং তুলে নাও।


যোনা তখন নগর থেকে বেরিয়ে নগরের পূর্ব দিকে একটা জায়গায় গিয়ে বসলেন। সেখানে তিনি একটা চালা তৈরী করলেন আর নগরের কি দশা হয় তা দেখার জন্য তার নীচে বসে রইলেন।


আহাব প্রাসাদে ফিরে গেলেন। নাবোতের কথায় তিনি খুব ক্ষুণ্ণ হয়েছিলেন, রাগও হয়েছিল তাঁর। তাই তিনি দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রইলেন। খাওয়া-দাওয়া পর্যন্ত করলেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন