Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোনা 2:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 অসার প্রতিমার পূজা করে যারা, ত্যাগ করেছে তারা তোমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 যারা মিথ্যা দেবদেবী মানে, তারা নিজের দয়ানিধিকে পরিত্যাগ করে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 “যারা অসার প্রতিমাদের প্রতি আসক্ত থাকে, নিজেদের প্রতি ঈশ্বরের প্রেম তারা পরিত্যাগ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 যাহারা অলীক নিঃসার বস্তু মানে, তাহারা নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 “কয়েক জন লোক মূল্যহীন মূর্ত্তি পূজো করে। কিন্তু ঐ মূর্ত্তিগুলি কখনই তাদের সাহায্য করবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 যারা মিথ্যা মূর্ত্তি দেবতা মানে, তারা নিজের অনুগ্রহকে পরিত্যাগ করে;

অধ্যায় দেখুন কপি




যোনা 2:8
11 ক্রস রেফারেন্স  

অলীক বস্তুর উপাসনা করে যারা তাদের ঘৃণা কর তুমি, কিন্তু আমি করি নির্ভর তোমারই উপর।


দুটি পাপ করেছে আমার প্রজারা; তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, ত্যাগ করেছে নিরন্তর উৎসারিত জলের প্রস্রবণ, আর মাটি খুঁড়ে তৈরি করেছে জলাধার, যাতে ফাটল ধরেছে, জল থাকে না সেখানে।


তারা তাঁর অনুশাসন উপেক্ষা করল। তাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে পবিত্র চুক্তি সম্পাদন করেছিলেন সেই চুক্তি তারা ভঙ্গ করল এবং তাঁর সাবধান বাণী অগ্রাহ্য করল। এবং অলীক প্রতিমার পূজা করে নিজেরাও অন্তঃসারশূন্য হয়ে পড়ল। পরমেশ্বর তাদের প্রতিবেশী জাতিগুলিকে অনুকরণ করতে নিষেধ করা সত্ত্বেও তারা তাদের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করত।


সকলেই তারা অজ্ঞ মূর্খ, কাষ্ঠ প্রতিমার কাছে কি শিখতে পারে তারা?


অসার বস্তুর পিছনে যেও না, তারা কোন উপকার করতে পারে না বা উদ্ধারও করতে পারে না, কারণ তারা অলীক।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার শক্তি,আমার রক্ষক, বিপদে আপদে তুমিই আমার সহায়। পৃথিবীর প্রান্ত থেকে লোকে তোমার কাছে আসবে এবং বলবে, ‘আমাদের পিতৃপুরুষদের অলীক দেবতা ছাড়া কিছুই ছিল না। এগুলি অসার প্রতিমা ছাড়া কিছু নয়।’


আমাকে উদ্ধার কর পঙ্ক থেকে, ডুবে যেতে দিও না আমায়। শত্রুদের হাত থেকে, অথৈ জলের মাঝ থেকে আমি যেন পাই উদ্ধার।


যখন আমি চেয়ে দেখি আমার চারিধারে, দেখি কেউ নেই পাশে আমার যে সাহায্য করে আমায়। আমার নেই কােন আশ্রয় আমায় মমতা করে এমন কেউ নেই আমার।


হে জাতিবৃন্দ, তোমরা সকলে শোন, পৃথিবী ও তার অধিবাসী সকলেই শুনুক, জগদীশ্বর প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন, তিনি সাক্ষ্য দিন তাঁর পবিত্র মন্দির থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন