9 যোনা তাদের বললেন, আমি একজন ইব্রীয় আমি স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসক। তিনিই সমুদ্র ও ধরাতল সৃষ্টি করেছেন। আমি তাঁকে এড়িয়ে চলতে চাই। তাই পালাচ্ছি।
তখন সমবেত ইসরায়েলী জনতা এই প্রার্থনা নিবেদন করল:হে প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই আমাদের প্রভু, তুমিই ঈশ্বর তুমিই সৃষ্টি করেছ গগণমণ্ডল, সৃষ্টি করেছ নক্ষত্র নিচয় অনন্ত আকাশে, সমুদ্র ও সমুদ্রগর্ভে যা কিছু আছে সকলই তোমার সৃষ্টি সবারই মাঝে সঞ্চার করেছ তুমিপ্রাণের স্পন্দন। দিব্যলোক বাহিনী করে তোমারই আরাধনা।
স্বর্গের ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সমগ্র পৃথিবীর উপর আমাকে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যিহুদীয়াদেশের জেরুশালেমে তাঁর এক মন্দির নির্মাণের দায়িত্ব অর্পণ করেছেন।
এখানে আসার পর প্রথম দিকে তারা প্রভু পরমেশ্বরকে মানত না। তাই প্রভু তাদের মধ্যে এক পাল সিংহ পাঠিয়ে দিলেন। সিংহের আক্রমণে তাদের মধ্যে কিছু লোক মারা পড়ল।
ইব্রীয় অব্রামের কাছে একজন পলাতক এসে সেই সংবাদ জানাল। অব্রাম তখম ইমােরীয় মাম্রের ওক বনের কাছে বাস করছিলেন। মাম্রে ছিলেন এশকোল ও আনের-এর ভাই। এঁরা সকলেই ছিলেন অব্রামের মিত্রপক্ষ।
হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”
সেই মুহুর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের দশভাগের এক ভাগ ধ্বসে পড়ল। সাত হাজার লোক মারা গেল সেই ভূমিকম্পে। বাকী সবাই সন্ত্রস্ত হয়ে স্বর্গবাসী ঈশ্বরের স্তবস্তুতি করতে লাগল।
বন্ধুগণ, তোমরা এ কি করছ? আমরাও মানুষ, তোমাদেরই মতো নশ্বর মানুষ। আমরা এখানে তোমাদের কাছে সুসমাচার প্রচার করতে এসেছি যাতে তোমরা এই সমস্ত অসার বস্তুগুলি ত্যাগ করে জীবন্ত ঈশ্বরের প্রতি মনোনিবেশ কর। তিনি আকাশ, পৃথিবী, সমুদ্র ও তাদের মধ্যে যা কিছু আছে, সবই সৃষ্টি করেছেন।
তারপর তারা আবার তাদের প্রভু পরমেশ্বরের ও রাজা দাউদের মত রাজার অন্বেষণ করবে। উত্তরকালে সসম্ভ্রমে তারা প্রভু পরমেশ্বরেরই শরণাপন্ন হবে। তাঁর সদাশয়তাই হবে তাদের অবলম্বন।
এই সব রাজাদের রাজত্বের সময়ে স্বর্গমর্ত্যের অধীশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যে রাজ্য কেউ কোনদিন ধ্বংস করতে পারবে না বা কারও অধিকারে যাবে না কিন্তু এই সাম্রাজ্য ঐ সমস্ত রাজ্যকে নিঃশেষে ভেঙ্গে গুড়িয়ে দেবে আর নিজে হবে চিরস্থায়ী।
তারা আমাদের এই উত্তর দিল—যিনি স্বর্গমর্ত্যের ঈশ্বর, তাঁরই সেবক আমরা। এই যে মন্দির আমরা নির্মাণ করছি সেটি বহু বছর পূর্বে ইসরায়েলের এক মহান রাজা নির্মাণ করেছিলেন।
প্রভু পত্নী চীৎকার করে বাড়ির লোকজনকে ডেকে বললেন, দেখ তোমরা! আমার স্বামী আমাদের সকলকে অপমান করার জন্য এই হিব্রু লোকটিকে এনেছেন। আমাকে মানভ্রষ্ট করার মতলবে এই লোকটি এখানে এসেছিল, কিন্তু আমি চীৎকার করে উঠলাম।
যিনি স্বর্গের ঈশ্বর, সেই প্রভু পরমেশ্বর আমাকে পৈতৃক ভদ্রাসন ও জন্মভুমি থেকে বার করে এনেছেন, আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং শপথ করেছেন যে আমার বংশধরদের তিনি এই দেশের অধিকার দেবেন। তিনিই তোমার আগে তাঁর দূতকে পাঠিয়ে দেবেন, আর তুমি সেখান থেকে আমার পুত্রের জন্য একটি পাত্রী আনতে পারবে।