Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 9:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 এবং জর্ডনের ওপারে ইমোরীদের দুই রাজা, হিষ্‌বোণের অধিপতি সিহোন এবং অষ্টারোৎ নিবাসী বাশানের অধিপতি ওগের যে দশা করেছেন, তা সবই আমরা শুনেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর জর্ডানের ওপারস্থ দুই আমোরীয় বাদশাহ্‌র প্রতি, হিষবোনের বাদশাহ্‌ সীহোন ও বাশনের বাদশাহ্‌ অষ্টারোৎ-নিবাসী উজের প্রতি যে কাজ করেছেন, সমস্তই আমরা শুনেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 এবং জর্ডন নদীর পূর্বপারের ইমোরীয়দের দুই রাজার—হিষ্‌বোনের রাজা সীহোন ও যিনি অষ্টারোতে রাজত্ব করতেন, বাশনের রাজা সেই ওগের—প্রতি তিনি যেসব কাজ করেছেন, সেকথাও আমরা শুনেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর যর্দ্দনের ওপারস্থ দুই ইমোরীয় রাজার প্রতি, হিষ্‌বোনের রাজা সীহোনের ও বাশনের রাজা অষ্টারোৎ-নিবাসী ওগের প্রতি যে কার্য্য করিয়াছেন, সমস্তই আমরা শুনিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমরা আরো শুনেছি তিনি যর্দন নদীর পূর্বতীরে ইমোরীয় জাতির দুজন রাজাকে পরাজিত করেছিলেন। একজন হিষ্বোনের রাজা সীহোন, অন্যজন বাশনের রাজা ওগ। হিষ্বোন এবং বাশন অষ্টারোৎ দেশে অবস্থিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আর যর্দ্দনের ওপারের দুই ইমোরীয় রাজার প্রতি, হিষ্‌বোনের রাজা সীহোনের ও বাশনের রাজা অষ্টারোৎ-নিবাসী ওগের প্রতি যে কাজ করেছেন, সমস্তই আমরা শুনেছি।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 9:10
13 ক্রস রেফারেন্স  

বাশানের রাজা ওগ। ইনি রফায়িমদের অবশিষ্ট বংশধরদের একজন। তিনি অষ্টারোৎ এবং ইদ্রিয়ীতে বাস করতেন।


কিন্তু হিষবোণের রাজা তাঁর রাজ্যের মধ্য দিয়ে আমাদের যাওয়ার অনুমতি দিলেন না। কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ইচ্ছায় তাঁর বুদ্ধিভ্রংশ ঘটলো এবং তিনি উদ্ধত ও জেদী হয়ে উঠলেন যাতে, আজকের মতই তিনি তোমাদের অধীনে সমর্পিত হন।


ইমােরীদের রাজা হিষ্‌বোণ নিবাসী সিহোন এবং ইদ্রেয়ীতে অষ্টারোৎ নিবাসী বাশানের রাজা ওগ্‌কে পরাজিত করার পর,


গের্শোন গোষ্ঠীর পরিবারগুলিকে চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল: পূর্বে মনঃশি গোষ্ঠীর এলাকাভুক্ত বাশান প্রদেশের গোলান এবং অষ্টারোথ।


তাঁর সহযোগী রাজারা এসে অস্তারোৎ-কর্ণায়িমে রেফায়িমকে হাম-এ জুজিমকে,


মোশি কাদেশ থেকে ইদোমের রাজার কাছে দূত পাঠিয়ে আবেদন জানালেন, আপনার জ্ঞাতিভাই ইসরায়েলীদের নিবেদন এই: আমাদের দুঃখদুর্দশা যা ঘটেছে, সবই আপনি জানেন।


আমি জানি, প্রভু পরমেশ্বর তোমাদের এই দেশ দিয়েছেন। তোমাদের দেখে আমাদের মধ্যে দারুণ আতঙ্কের সঞ্চার হয়েছে, এ দেশের সমস্ত লোক সন্ত্রস্ত হয়ে উঠেছে।


তারা বলল, আপানার এই দাসেরা আপানার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম শুনে অনেক দূর দেশ থেকে এসেছে। তাঁর খ্যাতি, মিশরে তিনি যে সব অলৌকিক কাজ করেছেন,


আমাদের প্রবীণ নেতারা ও দেশবাসী সকলে আমাদের বলল, তোমরা পথের রসদ সঙ্গে নিয়ে ওঁদের সঙ্গে সাক্ষাৎ করতে যাও এবং ওঁদের বল যে আমরা ওঁদের দাস, ওঁরা যেন দয়া করে আমাদের সঙ্গে সন্ধি করেন।


গিলিয়দ প্রদেশের অর্ধাংশ, বাশানের রাজা ওগের রাজধানী অষ্টারোৎ ও ইদ্রিয়ী। এই নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানসন্ততি, অর্থাৎ মাখীর-গোষ্ঠীর অর্ধেক বংশধরদের দেওয়া হল।


কারণ মিশর থেকে বেরিয়ে আসার পর প্রভু পরমেশ্বর তোমাদের চোখের সামনে যেভাবে লোহিত সাগরের জল শুকিয়ে পেলেছিলেন ও তোমরা জর্ডনের ওপারে ইমোরীদের দুজন রাজা সিহোন এবং ওগকে যেভাবে নিঃশেষে ধ্বংস করেছিলে, সব কথাই আমরা শুনেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন