Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 8:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 প্রভু পরমেশ্বরের সেবক মোশি ইসরায়েলীদের যেমন নির্দেশ দিয়েছিলেন এবং মোশির বিধানগ্রন্থে যেমন লেখা ছিল, সেই অনুযায়ী কোন যন্ত্রপাতির সাহায্যে না কেটে আস্ত পাথর দিয়েই ঐ বেদী তৈরী করা হয়েছিল। সেই বেদীর উপরে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম করল এং স্বস্ত্যয়ন বলি উত্সর্গ করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 মাবুদের গোলাম মূসা বনি-ইসরাইলদের যেমন হুকুম করেছিলেন, তেমনি তারা মূসার শরীয়ত-কিতাবে লেখা হুকুম অনুসারে যন্ত্রপাতি দ্বারা মসৃণ করা হয় নি এমন পাথরে, অর্থাৎ যার উপরে কেউ লোহা উঠায় নি, এমন পাথর দ্বারা ঐ কোরবানগাহ্‌ তৈরি করলো এবং তার উপরে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 সদাপ্রভুর দাস মোশি ইস্রায়েলীদের যেমন আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে তিনি মোশির বিধানপুস্তকের লিখিত বয়ান অনুযায়ী তা নির্মাণ করলেন—সেই বেদি অকর্তিত পাথরে তৈরি হল, যার উপরে কোনো লোহার যন্ত্র ব্যবহৃত হয়নি। তার উপরে তারা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 সদাপ্রভুর দাস মোশি ইস্রায়েল-সন্তানগণকে যেমন আজ্ঞা করিয়াছিলেন, তেমনি তাহারা মোশির ব্যবস্থাগ্রন্থে লিখিত আদেশানুসারে অতক্ষিত প্রস্তরে, যাহার উপরে কেহ লৌহ উঠায় নাই, এমন প্রস্তরে ঐ যজ্ঞবেদি নির্ম্মাণ করিল, এবং তাহার উপরে সদাপ্রভুর উদ্দেশে হোম করিল, ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 প্রভুর দাস মোশি ইস্রায়েলের লোকদের জানিয়েছিলেন কিভাবে বেদী তৈরী করতে হবে। মোশির বিধিপুস্তকে পরিষ্কার করে লেখা ছিল বেদীর প্রস্তুত প্রণালী। সেই ভাবেই যিহোশূয় বেদী তৈরী করলেন। কাটা হয়নি এমন পাথর দিয়েই বেদী তৈরী হয়েছিল। ঐ পাথরগুলির ওপর কোন লৌহস্তম্ভ কখনও ব্যবহার করা হয় নি। সেই বেদীতে তারা প্রভুর উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করল। তারা মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 সদাপ্রভুর দাস মোশি ইস্রায়েল-সন্তানদেরকে যেমন আদেশ করেছিলেন, তেমনি তারা মোশির ব্যবস্থার বইতে লেখা আদেশ অনুসারে গোটা পাথরে, যার উপরে কেউ লোহা উঠায় নি, এমন পাথরে ঐ যজ্ঞবেদি তৈরী করল এবং তার উপরে সদাপ্রভুর উদ্দেশ্য হোম করল ও মঙ্গলার্থে বলি উৎসর্গ করল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 8:31
16 ক্রস রেফারেন্স  

তারপর হোমের নৈবেদ্যের জন্য প্রতিটি গোষ্ঠী অনুযায়ী সেই পশুগুলি তাঁরা ভাগ করে দিতে লাগলেন, যাতে মোশির বিধানে নির্দেশ আনুসারে হোম নৈবেদ্য উৎসর্গ করতে পারে।


তোমার আরাধনায় এই বিধান পুস্তক নিত্য পাঠ করো, ধ্যান করো দিবারাত্র। এতে যা কিছু লেখা আছে, সযত্নে পালন করো। তাহলে তুমি উন্নতি লাভ করবে ও সব কাজে সফল হবে।


তাঁর নির্দেশে ইসরায়েলী তরুণেরা গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বৃষ বলিদান করে হোম ও স্বস্ত্যয়ন করল।


মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশে বলিদান ও হোম করলেন। হারোণ ও ইসরায়েলীদের প্রবীণ নেতারা মোশির শ্বশুরের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে সেই পবিত্র খাদ্য গ্রহণ করলেন।


কাজেই শয়তান যদি শয়তানকে তাড়ায় তাহলে সে নিজেই স্ববিরোধ বিভক্ত। এ অবস্থায় তার রাজ্য কি কখনও সুরক্ষিত হতে পারে?


একদিন মোশির পুস্তক সকলের সামনে উচ্চস্বরে পাঠ করা হল। সেখানে এক জায়গায় লেখা ছিল, আম্মোনী বা মোয়াবী কোন লোক কখনই ঈশ্বরের উদ্দেশে কোন সমাবেশে প্রবেশের অধিকার পাবে না।


মোশির বিধানশাস্ত্রে লিখিত বিধি অনুযায়ী বিভাগ অনুসারে যাজকদের এবং পালা অনুসারে লেবীয়দের জেরুশালেম মন্দিরে ঈশ্বরের সেবার কাজে নিযুক্ত করা হল।


কিন্তু এই হত্যাকারীদের সন্তানদের তিনি হত্যা করলেন না কারণ মোশির বিধানশাস্ত্রে পরমেশ্বরের এই আদেশ লেখা আছেঃ সন্তানের পাপের দায়ে পিতা-মাতার মৃত্যু হবে না অথবা পিতা-মাতার পাপের দায়ে সন্তানের মৃত্যু হবে না। কিন্তু প্রত্যেকে নিজের পাপের ফলে মৃত্যুদণ্ড পাবে।


প্রধান পুরোহিত হিল্‌কিয় রাজসভার সচিব শাফনকে জানালেন, প্রভু পরমেশ্বরের মন্দিরে এই বিধান পুস্তকটি পাওয়া গেছে। হিল্‌কিয় শাফনকে বইটি দিলেন এবং তিনি সেটি পড়লেন।


কিন্তু তিনি এই হত্যাকারীদের সন্তানদের হত্যা করলেন না। কারণ মোশির বিধান শাস্ত্রে পরমেশ্বরের এই আদেশ লেখা আছে, “সন্তানদের দায়ে পিতাদের মৃত্যুদণ্ড হবে না অথবা পিতাদের দায়ে সন্তানদেরও মৃত্যুদণ্ড হবে না। কিন্তু প্রত্যেকে নিজের পাপের ফলে মৃত্যুদণ্ড পাবে।”


যেদিন তোমরা জর্ডন নদী পার হয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিচ্ছেন, সেই দেশে যাবে, সেদিন তোমরা বড় বড় পাথরের খণ্ড স্থাপন করে তাতে পলেস্তারা লাগাবে


সেই পাথরগুলির উপরে তোমরা এই বিধানের কথাগুলি সুস্পষ্ট ভাবে লিখে রাখবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন