যিহোশূয় 8:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)30 সেই সময়ে যিহোশূয় এবল পাহাড়ে ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 সেই সময় ইউসা এবল পর্বতে ইসরাইলের আল্লাহ্ মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ তৈরি করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 পরে যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তৎকালে যিহোশূয় এবল পর্ব্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 তারপর যিহোশূয় ইস্রায়েলের প্রভু, ঈশ্বরের স্মরণে একটি বেদী নির্মাণ করলেন। এবল পর্বতের চূড়ায় তিনি এই বেদী তৈরী করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তখন যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন। অধ্যায় দেখুন |