Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 8:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যিহোশূয় এবং ইসরায়েলীরা তখন তাদের সামনে পরাজিত হওয়ার ভাণ কর প্রান্তরের দিকে পালিয়ে গেলন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 ইউসা ও সমস্ত ইসরাইল তাদের সম্মুখে নিজেদের পরাজিতের মত ভান করে মরুভূমির পথ দিয়ে পালিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল তাদের সামনে থেকে স্বেচ্ছায় পিছু হটলেন, এবং তাঁরা মরুভূমির দিকে পালিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাঁহাদের সম্মুখে আপনাদিগকে পরাজিতের ন্যায় দেখাইয়া প্রান্তরের পথ দিয়া পলায়ন করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 অয়ের সৈন্যবাহিনী যিহোশূয় এবং ইস্রায়েলের সমস্ত মানুষকে তাড়িয়ে দিল। তারা যেখানে মরুভূমি সেই পূর্বদিকে ছুট লাগাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাদের সামনে নিজেদেরকে পরাজিতদের মত দেখিয়ে মরুপ্রান্তের রাস্তা দিয়ে পালিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 8:15
6 ক্রস রেফারেন্স  

তাদের উত্তর দিকের সীমানা জর্ডন থেকে শুরু করে যিরিহোর উত্তরে পাহাড়ী অঞ্চলের মধ্যে দিয়ে পশ্চিম দিকে বেথ-আবেনের প্রান্তর পর্যন্ত গেল।


বিন্যামীন গোষ্ঠীর লোকেরা দেখল তারা পরাজিত হয়েছে। গিবিয়ার আশেপাশে যে সৈন্যদলকে লুকিয়ে রাখা হয়েছিল তাদের ভরসায় আক্রমণকারী দল প্রথম দিকে পিছু হটে গেল।


যোষেফের বংশধরদের জন্য নির্দিষ্ট হল দেশের দক্ষিণ সীমা: যিরিহোর নিকটবর্তী জর্ডন নদী এবং যিরিহোর পূর্ব প্রান্তে অবস্থিত জলস্রোত থেকে যিরিহোর পার্বত্য অঞ্চল হয়ে প্রান্তরে বেথেল পর্যন্ত এদের সীমানা নিরূপিত হল।


প্রান্তরে বেথ-আরাবা, মিদ্দিন, সাকাখা,


অয়ের রাজা যিহোশূয়ের সৈন্যবাহিনীকে দেখে নগরীর অধিবাসীদের নিয়ে খুব ভোরে ইসরায়েলীদের সঙ্গে যুদ্ধ করার জন্য আরাবা উপত্যকায় সমবেত হলেন। কিন্তু নগরীর পিছনে যে একদল সৈন্য লুকিয়ে রয়েছে তা তিনি জনতেন না।


ইসরায়েলীদের নাগাল থেকে পালিয়ে খােলা মাঠের দিকে ছুটতে লাগল। কিন্তু সেখানেও তারা রেহাই পেল না। নগর থেকে বেরিয়ে আসা ও পিছু হটা ইসরায়েলী সৈন্যদলের মাঝে পড়ে তারা বিপর্যস্ত হল। ইসরায়েলী সৈন্যরা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন