Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 8:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 ভোরে উঠে তিনি সৈন্যদের একত্র করলেন এবং ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর পুরোভাগে থেকে অয় অভিমুখে যাত্রা করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পরে ইউসা প্রত্যুষে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইসরাইলের প্রাচীনবর্গরা লোকদের আগে আগে অয়ের দিকে যাত্রা করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 পরদিন ভোরবেলায় যিহোশূয় তাঁর সৈন্যদল জড়ো করলেন, এবং তিনি ও ইস্রায়েলের নেতারা সৈন্যদলের সামনের সারিতে থেকে অয়ের দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 পরে যিহোশূয় প্রত্যূষে উঠিয়া লোক সংগ্রহ করিলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ লোকদের অগ্রে অগ্রে অয়ে যাত্রা করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 পরদিন খুব সকালে যিহোশূয় সব লোকদের এক সঙ্গে জড়ো করলেন। তারপর যিহোশূয় এবং ইস্রায়েলের দলপতিরা তাদের অয়ের দিকে নিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 পরে যিহোশূয় খুব ভোরে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনেরা লোকদের আগে আগে অয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 8:10
7 ক্রস রেফারেন্স  

তোমার আদেশ পালনের জন্য ত্বরান্বিত হই, বিলম্ব করি না আমি।


যিহোশূয় পরের দিন সকালে ইসরায়েলীদের সকল গোষ্ঠীকে একে একে উপস্থিত করলেন। তাতে যিহূদা গোষ্ঠী নির্দিষ্ট হল।


পরদিন যিহোশূয় খুব ভোরে উঠলেন। যাজকেরা প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক কাঁধে তুলে নিল


যিহোশূয় খুব ভোরে উঠে ইসরায়েলীদের সঙ্গে নিয়ে শিটিম থেকে যাত্রা করলেন। তাঁরা জর্ডনের তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানেই শিবির স্থাপন করলে।ন


অব্রাহাম ভোরে উঠে হোমের জন্য কাঠ কেটে গাধার পিঠে চাপালেন, দুই জন দাস এবং পুত্র ইস্‌হাককে সঙ্গে নিলেন এবং হোমের জন্য কাঠ চেরাই করলেন। তারপর ঈশ্বর যে স্থানের কথা তাঁকে বলেছিলেন সেই স্থান অভিমুখে যাত্রা করলেন।


যিহোশূয়ের নির্দেশ অনুযায়ী তারা গিয়ে অয়ের পশ্চিম দিকে অয় ও বেথেলের মাঝামাঝি একটা জায়গায় লুকিয়ে রইল। যিহোশূয় লোকজনের সঙ্গে সেখানেই রাত কাটালেন।


তাঁর সঙ্গে সমগ্র সেনাবাহিনী এগিয়ে চলল এবং অয়ের কাছাকাছি এসে উত্তর দিকে ছাউনি ফেলল। অয় নগর ও তাদের মাঝখানে ছিল একটি উপত্যকা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন