Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 7:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ফিরে এসে তারা যিহোশূয়কে বলল, ওখানে সকলে না গেলেও চলে, দুই বা তিন হাজার লোক গিয়ে অয় নগর আক্রমণ করুক। সমস্ত লোকেরা সেখানে কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে লোকসংখ্যা অল্প।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে তারা ইউসার কাছে ফিরে এসে বললো, সেই স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিংবা তিন হাজার লোক উঠে গিয়ে অয় পরাজিত করুক। সেই স্থানে সকল লোক কষ্ট না করলেও হয়, কেননা সেই স্থানের লোক অল্প।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যিহোশূয়ের কাছে ফিরে এসে তারা বলল, “অয়ের বিরুদ্ধে সমগ্র সৈন্যদল যাওয়ার প্রয়োজন নেই। সেটি অধিকার করার জন্য 2,000 বা 3,000 লোক পাঠান এবং সমগ্র সৈন্যদলকে কষ্ট দেবেন না, কারণ সেখানে মাত্র অল্প কিছু লোকই বসবাস করে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে তাহারা যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, সে স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিম্বা তিন সহস্র লোক উঠিয়া গিয়া অয় পরাজয় করুক; সে স্থানে সকল লোক কষ্ট না করিলেও হয়, কেননা তথাকার লোক অল্প।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 কিছুদিন পর তারা যিহোশূয়র কাছে ফিরে এলো। তারা বলল, “অয় বেশ দুর্বল জায়গা। দখল করার জন্য আমাদের সকলের যাবার দরকার নেই। 2000 অথবা 3000 লোক পাঠালেই চলবে। গোটা সৈন্যবাহিনী কাজে লাগাবার দরকার নেই। খুব কম লোকই সেখানে আছে যারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে তারা যিহোশূয়ের কাছে ফিরে এসে বলল, “সে জায়গায় সব লোক না গিয়ে, দুই কিম্বা তিন হাজার লোক উঠে গিয়ে অয় পরাজয় করুক; সেই জায়গায় সব লোকের কষ্ট করার দরকার নেই, কারণ সেখানকার লোক অল্প।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 7:3
9 ক্রস রেফারেন্স  

সেইজন্যই, বন্ধুগণ, তোমাদের আহ্বান ও মনোনযন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা আরও বেশী সচেষ্ট হও। চেষ্টা করলে তোমরা কখনও বিফল হবে না।


এইজন্যই তোমরা বিশেষভাবে চেষ্টা কর যাতে তোমাদের বিশ্বাসের সঙ্গে সদাচরণের, সদাচরণের সঙ্গে প্রজ্ঞার,


এস, আমরা সেই বিশ্রাম লাভের জন্য বিশেষ চেষ্টা করি, যেন ঐ ধরণের অবাধ্যতার ফলে কারও পতন না হয়।


বললেন, সঙ্কীর্ণ দ্বার দিয়েই প্রবেশ করতে প্রাণপণে চেষ্টা কর। তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকেই প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু পারবে না।


শ্রমবিমুখ অলস ব্যক্তি নিজের ধ্বংস ডেকে আনে।


অলসের প্রাণে অনেক বাসনা কিন্তু সে কিছুই পায় না, কিন্তু পরিশ্রমীদের মনোবাঞ্ছা পূর্ণ হয়।


যিরিহো থেকে যিহোশূয় বেথেলের পূর্বদিকে বেথ-আবনের কাছাকাছি অয় নগর পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে কিছু লোককে পাঠিয়ে দিলেন। তারা গিয়ে নগরটি দেখে এল।


তাই ইসরায়েলীদের মধ্যে থেকে হাজার তিনেক লোক সেখানে গেল কিন্তু তারা অয়বাসীদের কাছে পরাজিত হয়ে পালিয়ে এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন