Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 7:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 লুঠের জিনিসপত্রের মধ্যে আমি শিনা-দেশের একটা ভাল শাল, দুশো শেকেল রূপো ও পঞ্চাশ শেকেল ওজনের একটা সোনার বাট দেখে লোভে পড়ে সেগুলো নিয়েছি। সেগুলো আমার তাঁবুতে মাটির নীচে লুকানো আছে আর তার নীচে রূপো রয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আমি লুণ্ঠিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি ব্যাবিলনীয় শাল, দুই শত শেকল রূপা ও পঞ্চাশ শেকল পরিমিত এক থান সোনা দেখে লোভে পড়ে সেগুলো নিয়েছি; আর দেখুন, সেসব আমার তাঁবুর মধ্যে ভূমিতে লুকান রয়েছে, আর নিচে রূপা আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 লুন্ঠিত জিনিসপত্রের মধ্যে আমি যখন ব্যাবিলনিয়ার একটি সুন্দর আলখাল্লা, 200 শেকল রুপো ও পঞ্চাশ শেকল ওজনের সোনার একটি লম্বা টুকরো দেখেছিলাম, তখন লোভে পড়ে আমি সেগুলি নিয়েছিলাম। আমার তাঁবুর মধ্যে মাটিতে সেগুলি লুকানো আছে, আর সেগুলির নিচে রুপোও রাখা আছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আমি লুটিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি বাবিলীয় শাল, দুই শত শেকল রৌপ্য ও পঞ্চাশ শেকল পরিমিত এক থান স্বর্ণ দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি; আর দেখুন, সে সকল আমার তাম্বুর মধ্যে ভূমিতে লুকান রহিয়াছে, আর নীচে রৌপ্য আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 আমরা যিরীহো শহর এবং সেই শহরের সব কিছুই দখল করেছিলাম। আমি বাবিলের একটা সুন্দর শাল, প্রায় 5 পাউণ্ড রূপো আর প্রায় এক পাউণ্ড সোনাও দেখেছিলাম। আমি সেগুলো আমার নিজের জন্য রেখে দিতে চেয়েছিলাম। তাই আমি তুলে নিয়েছিলাম। সেগুলো আমার তাঁবুর নীচে মাটির তলায় লুকিয়ে রেখেছি। ওখানেই সেগুলো আপনি পাবেন। আর রূপো আছে শালের নীচে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 আমি লুট করা দ্রব্যের মধ্যে ভালো একটি বাবিলীয় শাল, দুশো শেকল রূপা ও পঞ্চাশ শেকল পরিমাপের সোনা দেখে লোভে পড়ে চুরি করেছি; আর দেখুন, সে সকল আমার তাঁবুর মধ্যে মাটিতে লুকান আছে, আর নীচে রূপা আছে।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 7:21
35 ক্রস রেফারেন্স  

কামনা পূর্ণগর্ভ হয়ে পাপ প্রসব করে এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়।


তারপর তিনি লোকদের বললেন, সাবধান হও, সর্বপ্রকার লোভ সম্বরণ কর। কারণ সম্পদের প্রাচুর্যের ওপরে মানুষের জীবনের অস্তিত্ব নিভর্র করে না।


মায়ার দর্শন থেকে ফিরাও দৃষ্টি আমার সঞ্জীবিত কর আমায়, পূর্ণ হোক তোমার অঙ্গীকার।


সত্যের পথ ত্যাগ করে তারা বিপথগামী হয়েছে। বিয়োরের পুত্র বিলিয়ম অর্থের বিনিময়ে অন্যায় করত। এরা তারই পন্থায় চলেছে।


তাদের দেবতাদের খোদাই করা প্রতিমূর্তিগুলি তোমরা আগুনে পোড়াবে। যে সোনা বা রূপো সেগুলির সঙ্গে থাকবে তার প্রতি তোমরা লোভ করবে না এবং সেগুলি গ্রহণ পর্যন্ত করবে না। অন্যথায় সেগুলিই হবে তোমাদের পতনের কারণ, কেননা এগুলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ।


তোমরা অর্থের জন্য লালায়িত হয়ো না। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেক। কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনও তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না।


কৃপণ ধনসঞ্চয়ের জন্য সর্বদা ব্যস্ত থাকে, সে ভাবতেও পারে না যে কখনও তার দৈন্যদশা উপস্থিত হবে।


একদিন বিকেলে দাউদ ঘুম থেকে উঠে রাজপ্রাসাদের ছাদে বেড়াচ্ছিলেন। সেখান থেকে দেখতে পেলেন এক অপরূপা সুন্দরী নারী স্নান করছে।


দিব্যপুরুষেরা মানব-কন্যাদের সুন্দরী দেখে পছন্দমত তাদের বিবাহ করতে লাগল।


নারী দেখলেন, বৃক্ষটি সুন্দর, ফলগুলিও লোভনীয় এবং জ্ঞানলাভের জন্য বাঞ্ছনীয়ও বটে। তিনি তখন ঐ গাছের ফল পেড়ে খেলেন এবং তাঁর স্বামীকেও দিলেন, আর তিনিও সেই ফল খেলন।


সেইজন পার্থিব সমস্ত প্রবৃত্তি —অনাচার, ব্যভিচার, ভোগবাসনা, কাম এবং লোভ, যা পৌত্তলিকতার নামান্তর মাত্র, সেগুলি নাশ কর।


তোমরা নিশ্চিত জেনো যে যারা লম্পট, অনাচারী ও লোভী —লোভ পৌত্তলিকতার নামান্তর —খ্রীষ্ট ও ঈশ্বরের রাজ্যে তাদের প্রবেশের কোন অধিকার নেই।


তাই ঈশ্বরভক্তদের উপযুক্ত আচরণ তোমরা করবে। লাম্পট্য, কোনপ্রকার অশুচিতা কিম্বা দুষ্কর্ম তোমাদের মধ্যে না থাকুক, এমনকি সে সব কথা উচ্চারণও তোমরা করবে না।


এমন কিছু লুকানো নেই, যা প্রকাশ পাবে না অথবা এমন কিছু গুপ্ত নেই যা জানা যাবে না।


তোমার সর্বনাশ অনিবার্য! লুণ্ঠিত দ্রব্যে তুমি আপন পরিজনকে করেছ সমৃদ্ধ, সুরক্ষিত করেছ তোমার গৃহ, নিরাপদ হয়েছে তোমার পরিবার।


যারা প্রভু পরমেশ্বরের কাছে তাদের পরিকল্পনা গোপন রাখতে চেষ্টা করে তাদের সমূহ সর্বনাশ! তারা সঙ্গোপনে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে চলে এবং ভাবে, কেউ তাদের দেখতে পাবে না বা জানতে পারবে না তারা কি করছে।


তোমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছ এবং স্থাপন করেছ সন্ধি মৃত্যুলোকের সঙ্গে। মিথ্যা ও ছলনার উপরে নির্ভর করে তোমরা নিশ্চিন্ত হয়ে রয়েছ, ভেবেছ, দুর্দৈব ঘনিয়ে এলেও তোমাদের স্পর্শ করবে না।


তুমি সুরার হাতছানিতে ভুলো না, যদিও রঙে তার রক্তিম বাহার, পানপাত্রের বুকে জ্বল জ্বল করে তা এবং অবলীলায় জঠরে গড়িয়ে যায়।


তোমার মনকে বশে রেখ, মন থেকে উৎসারিত চিন্তাধারাই জীবনকে গড়ে তোলে।


আমি প্রতিজ্ঞা করেছি, আমার এ দুটি চোখ লালসার দৃষ্টিতে তাকাবে না।


প্রতিবেশীর ঘরবাড়ির প্রতি লোভ করবে না। তার স্ত্রী, দাস-দাসী, বলদ-গাধা প্রভৃতি কোন সম্পদের জন্য লালায়িত হবে না।


শিনিয়র দেশের বাবেল, এরেক ও আক্কাদ - এই অঞ্চলগুলি নিয়েই প্রথমে তাঁর রাজ্য প্রতিষ্ঠিত হয়।


আখন যিহোশূয়কে বলল, আমি সত্যই ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রবু পমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আমি স্বীকার করছি:


যিহোশূয় তখন কয়েকজন অনুচর পঠিয়ে দিলেন, তারা দৌড়ে আখনের তাঁবুতে গিয়ে দেখল যে, তাঁবুর মধ্যে সেই জিনিসগুলি লুকানো রয়েছে।


সেই চারজন কুষ্ঠরোগী সৈন্য শিবিরের কাছে গিয়ে একটা তাঁবুতে ঢুকে খুব খাওয়া দাওয়া করল। তারপর সোনা-রূপো, কাপড়-চোপড় যা কিছু সেখানে পেল নিয়ে এসে লুকিয়ে রাখল। সেখান থেকে গিয়ে ঢুকল আর একটা তাঁবুতে। সেখানেও তারা তাই করল।


যাকোবের অন্যান্য পুত্রেরা তখন তাদের বোনের মর্যাদাহানির প্রতিশোধ নেওয়ার জন্য নিহতদের মাড়িয়ে গিয়ে নগর লুঠ করল।


লুন্ঠিত সম্পদ লুন্ঠকারীর বিনাশ ডেকে আনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন