Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 7:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 ইসরায়েলীরা পাপ করেছে, তারা আমার সন্ধির শর্ত লঙ্ঘন করেছে, গ্রহণ করেছে নিষিদ্ধ বস্তু। তারা সেগুলি চুরি করে নিজেদের জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রেখেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 ইসরাইল গুনাহ্‌ করেছে, এ ছাড়াও তারা আমার নির্দেশিত নিয়ম লঙ্ঘন করেছে; এমন কি, তারা সেই বর্জিত দ্রব্যের কিছু নিয়েছে; কিছু চুরি করেছে, আবার প্রতারণা করেছে এবং নিজেদের সামগ্রীর মধ্যে তা রেখেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 ইস্রায়েল পাপ করেছে; তারা আমার সেই নিয়ম লঙ্ঘন করেছে, যা আমি তাদের পালন করার আদেশ দিয়েছিলাম। তারা উৎসর্গীকৃত বস্তুগুলির কিছুটা অংশ নিয়ে নিয়েছে; তারা চুরি করেছে, তারা মিথ্যা কথা বলেছে, সেগুলি তারা তাদের নিজস্ব বিষয়সম্পত্তির মধ্যে রেখে দিয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 ইস্রায়েল পাপ করিয়াছে, এমন কি, তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে; এমন কি তাহারা সেই বর্জ্জিত দ্রব্যের কিছু লইয়াছে; আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ইস্রায়েলের লোকরা আমার বিরুদ্ধে পাপ করেছে। যে চুক্তি পালন করতে তাদের আদেশ দিয়েছিলাম তারা তা ভঙ্গ করেছে। যে সব জিনিস তাদের ধ্বংস করতে আদেশ করেছিলাম, তার মধ্যে থেকে কিছু জিনিস তারা নিয়েছে। আর আমার সম্পত্তি চুরি করেছে। তারা মিথ্যাবাদী। তারা সেসব নিজেদের ব্যবহারের জন্য নিয়ে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 ইস্রায়েল পাপ করেছে, এমন কি, তারা আমার আদেশ দেওয়া নিয়ম অমান্য করেছে; এমন কি, তারা সেই বাতিল জিনিসের কিছু নিয়েছে; আবার চুরি করেছে, আবার প্রতারণা করেছে, আবার নিজেদের জিনিসপত্রের মধ্যে তা রেখেছে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 7:11
24 ক্রস রেফারেন্স  

সৃষ্টির কোন কিছুই তাঁর দৃষ্টির অগোচর নয়। যাঁর সম্মুখীন আমাদের হতে হবে, তাঁর দৃষ্টিতে সব কিছুই প্রকাশিত ও অনাবৃত।


পিতর তখন তাকে বললেন, তোমরা দুজনেই কেন প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য ষড়যন্ত্র করলে? দুয়ারের দিকে চেয়ে দেখ, যারার তোমার স্বামীকে কবর দিতে গিয়েছিল, তারা ফিরে এসেছে। এবার তোমাকেও তারা নিয়ে যাবে।


যীশু তখন তাদের বললেন, তাহলে সীজারের যা প্রাপ্য তা সীজারকে দাও, আর ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দাও।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমি এই অভিশাপ পাঠাচ্ছি, সে এই সব চোরের ঘরে এবং আমার নামে যারা মিথ্যা শপথ করে তাদের ঘরে ঢুকবে এবং কাঠ ও পাথর সমেত গোটা বাড়িই ধ্বংস করবে।


কিন্তু বিজিত জাতি তাকে বিদ্রূপ করে বলবে: ধিক্‌ সে, যে পরের ধন ছিনিয়ে নিয়ে ধনী হয়, ঋণীকে শোষণ করে হয় সমৃদ্ধ। কিন্তু মনে রেখো, আর বেশিদিন নয়, তার সর্বনাশ অনিবার্য।


আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।


এই সন্ধিচুক্তি পুরাতন সন্ধিচুক্তির মত নয়, যা আমি স্থাপন করেছিলাম তাদের পূর্বপুরুষদের মিশর থেকে হাত ধরে বার করে আনার সময়। যদিও আমি তাদের প্রভু ছিলাম, তারা কিন্তু সেই সন্ধিচুক্তি ভঙ্গ করেছিল।


ঈশ্বরের বিধান এবং তাঁর চিরস্থায়ী সন্ধিচুক্তি ভঙ্গ করে মানুষ পৃথিবীকে কলুষিত করে তুলেছে।


ইসরায়েলীরা তাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের অবাধ্য হয়েছিল, তিনি তাদের সাথে সন্ধির যে চুক্তি করেছিলেন, তারা সেই চুক্তিভঙ্গ করেছিল এবং প্রভু তাঁর দাস মোশিকে যে বিধান দিয়েছিলেন, তা তারা লঙ্ঘন করেছিল। প্রভুর কথা পালন তো দূরের কথা, শোনেও নি। এই জন্যই শমরিয়ার পতন হয়েছিল।


তাই ইসরায়েলীদের উপরে প্রভু ভীষণ ক্রুদ্ধ হলেন এবং বললেন, এদের পূর্বপুরুষদের সঙ্গে আমার যে চুক্তি ছিল, সেই চুক্তি এরা ভঙ্গ করেছে, আমার আজ্ঞা পালন করেনি।


ইসরায়েলীরা কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সমর্পিত বস্তু সম্পর্কে নিষেধাজ্ঞা লঙ্ঘন কল। যিহুদা গোষ্ঠীর সেরাহ্-র পুত্র ছিল সাব্‌দি, সাব্‌দির পুত্র কার্‌মি। এই কার্‌মির পুত্র আখন নিষিদ্ধ বস্তুর কিছু অংশ অপহরণ করল, ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে সব নগর দান করবেন, তার কোন একটিতে যদি এমন কোন পুরুষ বা নারী থাকে যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সঙ্গে স্থাপিত চুক্তি অমান্য করে তাঁর দৃষ্টিতে যা মন্দ তাই করে


প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করে আলাদা করে রাখা নৈবেদ্য ও উপহার সংক্রান্ত বিধি অজ্ঞতাবশতঃ যদি কেউ লঙ্ঘন করে পাপ করে, তাহলে সে পাপমোচনের জন্য পবিত্র পীঠস্থানের শেকেলের নির্ধারিত মাপ অনুযায়ী তুমি যা ধার্য করে দেবে, সেই পরিমাণ রূপোর বিনিময়ে তার পশুপাল থেকে নিখুঁত একটি মেষ প্রায়শ্চিত্তের বলিরূপে উৎসর্গ করবে


প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন, ওঠ, কেন তুমি উবুড় হয়এ পড়ে আছ?


তখন শৌল বললেন, ইসরায়েলের কুলপতিগণ, তোমরা এগিয়ে এস, কিসে আজ এই পাপ হল তা খুঁজে বার কর।


ইলিশায় যে পাহাড়ে থাকতেন সেখানে তারা পৌঁছালে গেহসি জিনিষগুলো তাদের হাত থেকে নিয়ে ঘরে রেখে দিল এবং ভৃত্যদের ফেরৎ পাঠিয়ে দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন