Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 6:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তারপর যোদ্ধাদের তিনি বললেন, এবার তোমরা এগিয়ে যাও, নগর প্রদক্ষিণ কর। সশস্ত্র লোকেরা প্রভুর চুক্তি সিন্দুকের আগে আগে যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর তিনি লোকদের বললেন, তোমরা অগ্রসর হয়ে নগর বেষ্টন কর এবং সৈন্যরা সসজ্জে সজ্জিত হয়ে মাবুদের সিন্দুকের অগ্রভাগে গমন করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 আর তিনি সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, “তোমরা এগিয়ে চলো! নগরটি প্রদক্ষিণ করো এবং একজন সশস্ত্র প্রহরী সদাপ্রভুর সিন্দুকের আগে আগে যাক।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর তিনি লোকদিগকে কহিলেন, তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন কর, এবং সসজ্জ সৈন্য সদাপ্রভুর সিন্দুকের অগ্রে অগ্রে গমন করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তারপর যিহোশূয় লোকদের আদেশ দিলেন, “এবার যাও। শহরকে প্রদক্ষিণ করো। সশস্ত্র সৈন্যরা প্রভুর পবিত্র সিন্দুকের সামনে থেকে অভিযান করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর তিনি লোকদের বললেন, “তোমরা এগিয়ে গিয়ে নগরকে ঘিরে ফেল এবং স্বসজ্জ সৈন্য সদাপ্রভুর সিন্দুকের আগে যাক।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 6:7
5 ক্রস রেফারেন্স  

যুদ্ধ করতে সক্ষম প্রায় চল্লিশ হাজার লোক প্রভু পরমেশ্বরের সাক্ষাতে নদী পার হয়ে যিরিহো উপত্যকায় যুদ্ধ করতে গেল।


তোমাদের সমস্ত যোদ্ধা প্রতিদিন একবার করে ছদিন এই নগর প্রদক্ষিণ করবে।


মোশি জর্ডনের পূর্বতীরে যে দেশ তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের পত্নীরা, নাবালক সন্তানসন্ততি ও পশুপাল থাকবে, কিন্তু তোমাদের মধ্যে যারা সক্ষম তারা সকলেই সশস্ত্র হয়ে তোমাদের জ্ঞাতিভাইদের পুরোভাগে যাবে এবং তাদের সাহায্য করবে।


যিহোশূয় যাজকদের ডেকে বললেন, প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তোমরা তুলে নাও আর সাতজন যাজক সাতটি তূরী নিয়ে প্রভুর চুক্তি সিন্দুকের আগে আগে চল।


যিহোশূয় জনতাকে নির্দেশ দেওয়ার পর সাতজন যাজক সাতটি তুরী বাজাতে বাজাতে প্রভুর চুক্তি সিন্দুকের পুরোভাগে চলল, প্রভুর সম্বন্ধের প্রতীক চুক্তি সিন্দুক তাদের পিছনে চলল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন