Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 6:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তখন সেই দুজন গুপ্তচর রাহাবের বাড়িতে গিয়ে রাহাবকে ও তার বাবা-মা ভাই ও আত্মীয়স্বজনদের উদ্ধার করে এনে ইসরায়েলীদের শিবির এলাকার বাইরে আশ্রয় দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 তাতে সেই দুই যুবক গোয়েন্দা প্রবেশ করে রাহব, তার পিতা-মাতা, ভাইদের ও তার সমস্ত লোককে বের করে আনলো; তার সমস্ত গোষ্ঠীকেও বের করে এনে ইসরাইলের শিবিরের বাইরে তাদের রাখল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তাই সেই দুজন যুবক, যারা দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিল, তারা সেই বাড়িতে গিয়ে রাহবকে, তার বাবা-মা, ভাইদের ও তার সমস্ত আপনজনকে বের করে আনল। তারা তার সমস্ত পরিবারকে বের করে আনল এবং ইস্রায়েলীদের শিবিরের বাইরে এক স্থানে নিয়ে গিয়ে রাখল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তাহাতে সেই দুই যুবা চর প্রবেশ করিয়া রাহবকে এবং তাহার পিতামাতা ও ভ্রাতৃগণ ও তাহার সমস্ত লোককে বাহির করিয়া আনিল; তাহার সমস্ত গোষ্ঠীকেও বাহির করিয়া আনিল; তাহারা ইস্রায়েলের শিবিরের বাহিরে তাহাদিগকে রাখিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 সেই মত দুজন বাড়ীতে ঢুকে রাহবকে বার করে আনল। তারা তার মাতা, পিতা, ভাই পরিবারের সকলকেই বার করে আনল। তাছাড়া আর যারা রাহবের সঙ্গে ছিল তাদেরও উদ্ধার করল। এদের সবাইকে তারা ইস্রায়েলের শিবিরের বাইরে একটা নিরাপদ জায়গায় রেখে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তাতে সেই দুইজন যুবক গুপ্তচর প্রবেশ করে রাহবকে এবং তার মা-বাবা ও ভাইদের ও তার সমস্ত লোককে বের করে নিয়ে এল; তার সমস্ত গোষ্ঠীকেও বের করে নিয়ে এল; তারা ইস্রায়েলের শিবিরের বাইরে তাদেরকে রাখল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 6:23
15 ক্রস রেফারেন্স  

অনাগত ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ঈশ্বরের প্রত্যাদেশ পেয়ে নোহ তা বিশ্বাস করলেন। সতর্ক হয়ে নিজের পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য একটি জাহাজ তৈরী করলেন। তাঁর বিশ্বাস দ্বারা তিনি জগতকে দোষী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের জন্যই ধার্মিকতার অধিকারী হলেন।


সেই সময়ে তোমরা খ্রীষ্টবিহীন ছিলে, ইসরায়েলীদের জাতীয় অধিকার বহির্ভূত এবং ঈশ্বরের সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি ও তাঁর দেওয়া প্রতিশ্রুতির আওতার বাইরে ছিলে। তোমাদের জীবনে কোন আশা ছিল না, তোমরা ছিলে প্রকৃতপক্ষে ঈশ্বরবিহীন।


বাইরের লোকদের বিচার করতে আমি কে? তাদের বিচার ঈশ্বর করবেন,


‘ভয় পেয়ো না পৌল, সীজারের সামনে তোমাকে উপস্থিত হতে হবে। ঈশ্বর অনুগ্রহ করেছেন তাই তোমার এই সহযাত্রীদের প্রাণরক্ষা হবে।’


তিনি তাঁদের বললেন, আপনারা সকলে ভালভাবেই জানেন যে, অন্য কোন জাতির লোকের সঙ্গে মেলামেশা বা দেখা-সাক্ষাৎ করা একজন ইহুদী পক্ষে আদৌ ধর্মসঙ্গত নয়। কিন্তু ঈশ্বর স্পষ্টই আমার কাছে প্রকাশ করেছেন যেন কোন মানুষকে আমি অশুচি বা অপবিত্র মনে না করি।


আর তোমরা যারা নরহত্যা করেছ এবং মৃতদেহ স্পর্শ করেছ তারা সাতদিন ছাউনির বাইরে থাক।তৃতীয় দিনে ও সপ্তম দিনে তোমরা নিজেদের ও বন্দীদের শুচি কর।


যদি সেই নগরে পঞ্চাশজন ধর্মপরায়ণ লোক থাকে তবে সেই পঞ্চাশজন ধর্মপরায়ণ লোকের জন্য সেই নগরকে অব্যাহতি না দিয়ে তাকে ধ্বংস করবেন?


আমি তোমাকে মহান এক জাতির জনক করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম গৌরবান্বিত করব।


তুমি যে জানলা দিয়ে আমাদের নামিয়ে দিলে, আমরা যখন এ দেশে আসব তখন তুমি ঐ জানালায় এক গোছা লাল দড়ি ঝুলিয়ে রাখবে আর তোমার বাপ-মা, ভাই ও পরিবারের সকলকে তোমার ঘরে এনে রাখবে।


তোমরা আমার কাছে প্রভুর নামে দিব্য করে বল, আমি তোমাদের সঙ্গে যেমন সদয় ব্যবহার করেছি তেমনি তোমরাও আমার পিতৃকূলের সঙ্গে সদয় ব্যবহার করবে।তোমরা আমাকে একটা নিশ্চিত নিদর্শন দাও যার দ্বারা আমি বুঝব যে তোমরা আমার বাপ-মা, ভাইবোন এবং পরিবারের লোকজনকে রেহাই দেবে ও মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচাবে।


সেই উপত্যকার সমস্ত নগর ধ্বংস করার সময়, বিশেষ করে লোট যে নগরগুলিতে বাস করেছিলেন সেগুলি ধ্বংস করার সময় ঈশ্বর অব্রাহামের কথা স্মরণ করে লোটকে ধ্বংসের কবল থেকে নিষ্কৃতি দিলেন।


বারাঙ্গনা রাহাব বিশ্বাস করে ইসরায়েলী গুপ্তচরদের বন্ধুভাবে আশ্রয় দিয়েছিল, তাই বিদ্রোহীদের সঙ্গে সে বিনষ্ট হল না।


সে তাদের বলল, তোমরা পাহাড়ে চলে যাও, তা না হলে যারা তোমাদের পিছনে তারা করে গেছে তারা তোমাদের ধরে ফেলবে। তারা ফিরে না আসা পর্যন্ত তোমরা তিনদিন সেখানে লুকিয়ে থাক, তারপর নিজের পথে চলে যেও।


সে তাদের নগরের প্রবেশপথ দেখিয়ে দিল। তারা তখন নগর আক্রমণ করে সকলকে হত্যা করল। কেবলমাত্র সেই লোকটি ও তার পরিবারের লোকজনকে রেহাই দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন