Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 6:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 ধ্বংসের জন্য নির্দিষ্ট সমস্ত বস্তু সম্পর্কে তোমরা সাবধান থেক, কারণ ধ্বংস করার পর সেই সমস্ত দ্রব্যের কোন কিছু তোমরা গ্রহণ করলে ইসরায়েলীদের শিবিরও ধ্বংসের জন্য নিরূপিত হবে এবং তোমরা নিজেদের বিপদ ডেকে আনবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর তোমরা সেই বর্জিত দ্রব্য থেকে নিজেদের সাবধানে রক্ষা করো, নতুবা বর্জন করার পর বর্জিত দ্রব্য কিছু নিলে তোমরা ইসরাইলের শিবির বর্জিত করে ব্যাকুল করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 কিন্তু বর্জিত জিনিসগুলি থেকে তোমরা দূরে সরে থাকবে, যেন সেগুলির কিছু গ্রহণ করে তোমরা নিজেদের ধ্বংস ডেকে না আনো। অন্যথায়, তোমরা ইস্রায়েলের শিবিরে বিনাশ ও তার উপরে বিপর্যয় ডেকে আনবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর তোমরা সেই বর্জ্জিত দ্রব্য হইতে আপনাদিগকে সাবধানে রক্ষা করিও, নতুবা বর্জ্জিত করিবার পর বর্জ্জিত দ্রব্যের কিছু লইলে তোমরা ইস্রায়েলের শিবির বর্জ্জিত করিয়া ব্যাকুল করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 আর একথাও মনে রেখো, আর যা সব আছে আমরা ধ্বংস তো করবই, কিন্তু তোমরা কোন কিছুই নিয়ে যেতে পারবে না। যদি তোমরা ঐসব জিনিস সঙ্গে নিয়ে আমাদের শিবিরে আসো, তবে তোমরাও ধ্বংস হয়ে যাবে। সেই সঙ্গে তোমরা ইস্রায়েলের লোকদেরও বিপদ ডেকে আনবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 আর তোমরা সেই বর্জিত দ্রব্য থেকে নিজেদেরকে সাবধানে রক্ষা করো, নাহলে বর্জিত করার পর বর্জিত দ্রব্যের কিছু নিলে তোমরা ইস্রায়েলের শিবির বর্জিত করে ব্যাকুল করবে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 6:18
20 ক্রস রেফারেন্স  

বৎসগণ, পৌত্তলিকতা থেকে তোমরা দূরে থাক।


তামসিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ো না বরং সেগুলির স্বরূপ প্রকাশ কর।


ইসরায়েলীরা কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সমর্পিত বস্তু সম্পর্কে নিষেধাজ্ঞা লঙ্ঘন কল। যিহুদা গোষ্ঠীর সেরাহ্-র পুত্র ছিল সাব্‌দি, সাব্‌দির পুত্র কার্‌মি। এই কার্‌মির পুত্র আখন নিষিদ্ধ বস্তুর কিছু অংশ অপহরণ করল, ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল।


যিহোশূয় আখনকে বললেন, তুমি কেন এমন কাজ করে আমাদের দুর্বিপাকে ফেললে? এইজন্য প্রভু পরমেশ্বরও আজ তোমায় বিপাকে ফেলবেন। ইসরায়েলীরা সকলে তখন তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তারা তার পরিবারের সকলকে পাথর ছুঁড়ে মারল এবং আগুনে পোড়াল। তারপর


সুতরাং ওদের মধ্যে থেকে বেরিয়ে এস, পৃথক হও তোমরা ওদের কাছ থেকে, এড়িয়ে চল অশুচিত সংস্পর্শ। তাহলে আমি আপন করে নেব তোমাদের, একথা বলেছেন প্রভু পরমেশ্বর।


বিপদে আপদে অনাথ শিশু ও বিধবাদের সাহায্য করা এবং সংসারের কলুষ থেকে নিজেকে বাঁচিয়ে চলাই হচ্ছে পিতা ঈশ্বরের বিচারে এক অনাবিল পবিত্র ধর্ম।


তোমাদের ভালবাসা অকৃত্রিম হোক। মন্দ যা কিছু তা ঘৃণা কর, যা ভাল তা আঁকড়ে ধর।


যোনা বললেন, তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও, তাহলেই সমুদ্র শান্ত হয়ে যাবে। কারণ আমি জানি, আমারই দোষে তোমরা এই প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছ।


অস্ত্রের চেয়ে প্রজ্ঞা কার্যকরী অনেক বেশী, কিন্তু একটি ভুল ধ্বংস করতে পারে অনেক ভাল কাজ।


দাউদের রাজত্বকালে তিন বছর ধরে দেশে দারুণ দুর্ভিক্ষ হয়েছিল। তাই দাউদ প্রভু পরমেশ্বরের কাছে এই ব্যাপারে পরামর্শ চাইলেন। প্রভু বললেন, শৌল এবং তার বংশধরেরা হতার অপরাধে অপরাধী। সে গিবিয়োনের অধিবাসীদের হত্যা করেছিল।


কোন ঘৃণার্হ বস্তু তোমরা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সেই বস্তুগুলির মত নিজেরাও অভিশপ্ত হবে না। বস্তুগুলি তোমাদের পক্ষে হবে চূড়ান্ত ঘৃণার বস্তু কারণ সেগুলি সবই অভিশপ্ত ও বর্জনীয়।


তখন নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছে বলে যে ব্যক্তি নির্দিষ্ট হবে তাকে এবং তার সঙ্গে সম্পর্কিত সকলকে আগুনে পুড়িয়ে মারতে হবে কারণ সে প্রভু পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধের শর্ত লঙ্ঘন করেছে এবং ইসরায়েলী সমাজে জঘন্য অপরাধ করেছে।


সেই সমস্ত নিষিদ্ধ বস্তুর কোন কিছুই তোমরা হস্তগত করবে না, তাহলেই প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের নিবৃত্তি হবে। তিনি তোমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী তোমাদের প্রতি কৃপা করবেন এবং তাঁর করুণায় তোমরা বৃদ্ধি লাভ করবে


এবার তুমি উঠে দাঁড়াও, লোকদের শুদ্ধ কর। তাদের বল যেন আগামী কালের জন্য তারা নিজেদের শুচি শুদ্ধ করে। তাদের বল যে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন, হে ইসরায়েল, তোমাদের মাঝে নিষিদ্ধ বস্তু রয়েছে। সেই নিষিদ্ধ বস্তু দূর না করা পর্যন্ত শত্রুদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না।


তোমাদের মধ্যে কেউ যদি রাত্রে বীর্যস্খলন হওয়ার ফলে অশুচি হয় তাহলে শিবির থেকে বেরিয়ে যাবে, শিবিরে সে প্রবেশ করতে পারবে না।


শৌল ও তাঁর লোকজন অগাগকে অব্যাহতি দিলেন এবং গরু, বাছুর ও ভেড়ার পালের মধ্যে যেগুলি হৃষ্টপুষ্ট সেগুলি এবং অন্যান্য ভাল জিনিসপত্র নষ্ট করতে চাইলেন না। কিন্তু তুচ্ছ এবং নগণ্য সবকিছুই তাঁরা ধ্বংস করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন