Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 6:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 এই নগর এবং এখানকার সব কিছুই তাঁর। একে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। কেবলমাত্র বারাঙ্গনা রাহাব এবং তার বাড়ির লোকজন রক্ষা পাবে, কারণ সে আমাদের চরদের লুকিয়ে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আর নগর ও সেই স্থানের সমস্ত বস্তু মাবুদের উদ্দেশে বর্জিত হবে; কেবল পতিতা রাহব ও তার সঙ্গে যারা বাড়িতে আছে, সমস্ত লোক বাঁচবে, কেননা সে আমাদের প্রেরিত দূতদেরকে লুকিয়ে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 এই নগর এবং এর মধ্যে থাকা সবকিছু সদাপ্রভুর উদ্দেশে বর্জিত হবে। শুধুমাত্র বেশ্যা রাহব এবং তার সঙ্গী সকলে, যারা তার বাড়িতে অবস্থান করবে, তাদের রক্ষা করা হবে, কারণ সে আমাদের পাঠানো গুপ্তচরদের লুকিয়ে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আর নগর ও তথাকার সমস্ত বস্তু সদাপ্রভুর উদ্দেশে বর্জ্জিত হইবে; কেবল রাহব বেশ্যা ও তাহার সহিত যাহারা গৃহে আছে, সমস্ত লোক বাঁচিবে, কেননা সে আমাদের প্রেরিত দূতগণকে লুকাইয়া রাখিয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 এই শহর এবং শহরের সবকিছু প্রভুর। শুধু গণিকা রাহব এবং তার বাড়ীর লোকরা বেঁচে থাকবে। এদের তোমরা হত্যা কোরো না, কারণ সে আমাদের দুজন গুপ্তচরকে সাহায্য করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 আর নগর ও সেখানের সমস্ত বস্তু সদাপ্রভুর উদ্দেশ্য বর্জিত হবে; শুধু রাহব বেশ্যা ও তার সঙ্গে যারা বাড়িতে আছে, সেই সমস্ত লোক বাঁচবে, কারণ সে আমাদের পাঠানো দূতদেরকে লুকিয়ে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 6:17
26 ক্রস রেফারেন্স  

তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী হিত্তীয়, ইমোরী, কনানী, পরিষী, হিব্বীয় ও যিবুষী জাতির সকলকে তোমরা নিঃশেষে ধ্বংস করবে।


একইভাবে বারাঙ্গনা রাহাবও কি তার কর্মের দ্বারাই ধার্মিক বলে গণ্য হয়নি? সে গুপ্তচরদের আশ্রয় দিয়েছিল এবং অন্য পথ দিয়ে তাদের বার হয়ে যেতে সাহায্য করেছিল।


ওগো সিয়োনকন্যা, ওঠ, শস্যমর্দন কর, আমি তোমার শৃঙ্গ লৌহকঠিন এবং তোমার ক্ষুর পিত্তলময় করব,অনেক জাতিকে তুমি চূর্ণ করবে, অর্ঘ্য দেবে তাদের লুণ্ঠিত দ্রব্যগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে। তাদের সম্পদ সারা পৃথিবীর অধীশ্বরের উদ্দেশে করবে নিবেদন।


বারাঙ্গনা রাহাব বিশ্বাস করে ইসরায়েলী গুপ্তচরদের বন্ধুভাবে আশ্রয় দিয়েছিল, তাই বিদ্রোহীদের সঙ্গে সে বিনষ্ট হল না।


কারণ ঈশ্বর এমন অবিচার করবেন না যে, তোমরা অতীতে তাঁর ভক্তদের যে সেবা করেছ এবং এখনও করছ ও তার দ্বারা তাঁর প্রতি যে ভালবাসা প্রকাশ করেছ তা তিনি ভুলে যাবেন।


কিন্তু বিধানের সঙ্গে বিশ্বাসের কোন সম্পর্ক নেই কারণ যে সমস্ত বিধিব্যবস্থা পালন করে সে তার দ্বারাই জীবন পাবে।


যারা বিধান নির্দেশিত কর্ম দ্বারা ঈশ্বরকে তুষ্ট করতে চায় তাদের উপর নেমে আসবে অভিশাপ। শাস্ত্রে আছে “বিধানগ্রন্থে লিখিত সমস্ত নির্দেশ যে পালন করে না, সে হবে অভিশপ্ত।”


আমরা যে জ্ঞানের কথা প্রচার করি তা ঈশ্বরের নিগূঢ় প্রজ্ঞা, যা মানুষের কাছে রহস্যাবৃত। এই প্রজ্ঞা জগত পত্তনের পূর্বেই ঈশ্বর আমাদের গৌরবের জন্য নিরূপিত করেছিলেন।


তখন রাজা তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই দীনহীন ভাইদের একজনের জন্যও যা তোমরা করেছ, জেনো তা আমারই জন্য করেছ।


আশীর্বাণী রূপে ব্যবহৃত হবে তোমার নাম। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাকে করব শাপগ্রস্ত। আমি তোমাকে যেভাবে আশীর্বাদ করেছি, অনুরূপ আশীর্বাদ লাভের জন্য পৃথিবীর সকল জাতি বিনতি জানাবে।


কেউ যদি প্রভুকে ভাল না বাসে, সে হোক অভিশপ্ত। প্রভু সত্বর এস*।


সর্বাধিপতি প্রভু আমাকে বললেন, হে মর্ত্যমানব, সমস্ত পশু-পাখিকে ডাক। আমি তাদের জন্য যে যজ্ঞের আয়োজন করেছি, চারিদিক থেকে তারা এসে জমা হোক, গ্রহণ করুক খাদ্য। ইসরায়েলের পর্বতমালায় অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। এখানে তারা রক্ত ও মাংস দুই-ই খেতে পারে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আজ প্রতিশোধ নেবার দিন, শত্রুকুলকে দণ্ড দেবার দিন। তাঁর তরবারি গ্রাস করবে তাদের পূর্ণতৃপ্ত না হওয়া পর্যন্ত, আকণ্ঠ পান করবে তাদের শোণিত ধারা। উত্তর দেশের ইউফ্রেটিস নদীতীরে আজ বলি উৎসর্গ করবেন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


মেষ ও ছাগ বলিদানের পর খড়্গ যেমন তাদের মেদ ও রক্তে স্নান করে ওঠে, তাঁর তরবারিও ঠিক তেমনি হবে। প্রভু পরমেশ্বর বসরা নগরে, এই যজ্ঞ সম্পাদন করবেন, ইদোমে চলবে বিরাট এক নিধনপর্ব।


তিনদিনের মধ্যে যদি কেউ উপস্থিত হতে না পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সে সমাজচ্যুত হবে।


তিনি কেনী উপজাতির লোকদের বললেন, ইসরায়েলীরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি সদয় ব্যবহার করেছিলে। সুতরাং তোমরা এখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে যাও, তা না হলে আমি হয়তো ওদের সঙ্গে তোমাদেরও ধ্বংস করতে পারি। কেনী উপজাতির লোকেরা তখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে গেল।


ইসরায়েলীরা কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সমর্পিত বস্তু সম্পর্কে নিষেধাজ্ঞা লঙ্ঘন কল। যিহুদা গোষ্ঠীর সেরাহ্-র পুত্র ছিল সাব্‌দি, সাব্‌দির পুত্র কার্‌মি। এই কার্‌মির পুত্র আখন নিষিদ্ধ বস্তুর কিছু অংশ অপহরণ করল, ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল।


সেই গুপ্তচর দুজন পাহাড়ে গিয়ে লুকিয়ে রইল এবং যারা তাদের সন্ধানে গিয়েছিল তারা ফিরে না আসা পর্যন্ত তিন দিন সেখানেই থাকল। ঐ লোকগুলি সারাটা পথ তল্লাসী করেও গুপ্তচরদের সন্ধান পেল না।


নুনের পুত্র যিহোশূয় শিটিম থেকে দুজন চরকে গোপনে এই কথা বলে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে এই দেশ বিশেষ করে যিরিহো নগরটি পর্যবেক্ষণ করে এস। তারা গিয়ে রাহাব নামে এক বারবনিতার ঘরে আশ্রয় নিল।


তুমি এখন অমালেকীদের আক্রমণ কর। তাদের সব কিছু সমূলে ধ্বংস কর। স্ত্রী, পুরুষ, বালক, বালিকা, স্তন্যপায়ী শিশু, গরু, ভেড়া, উট, গাধা নির্বিশেষে সব কিছু সংহার কর। কারও উপর দয়া করো না।


জুবিলির বছরে সেই জমি ক্রেতার হাত থেকে মুক্ত হয়ে দেবোত্তর ভূমি রূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র বলে গণ্য হবে। সেই জমিতে কেবলমাত্র পুরোহিতের অধিকার থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন