Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 4:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তাদের নির্দেশ দাও যেন তারা জর্ডনের মাঝখানে যেখানে যাজকেরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে বারোটি প্রস্তর খণ্ড সংগ্রহ করে তোমরা যেখানে আজ রাত্রিযাপন করবে, সেখানে নিয়ে গিয়ে রাখে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর তাদের এই হুকুম দাও, তোমরা জর্ডান নদীর মধ্যবর্তী ঐ স্থান থেকে, যে স্থানে ইমামেরা দাঁড়িয়ে ছিল, সেখান থেকে বারোটি পাথর গ্রহণ করে তোমাদের সঙ্গে পারে নিয়ে যাও, আজ যে স্থানে রাত্রি যাপন করবে সেগুলো সেই স্থানে রেখো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 ও তাদের বলো, যেখানে যাজকেরা দাঁড়িয়েছিলেন, অর্থাৎ জর্ডন নদীর মাঝখান থেকে তারা যেন বারোটি পাথর তুলে আনে ও তোমার সাথে থেকে সেগুলি বহন করে যেখানে তোমরা আজ রাতে থাকবে, সেখানে এনে ফেলে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর তাহাদিগকে এই আজ্ঞা কর, তোমরা যর্দ্দনের মধ্যবর্ত্তী ঐ স্থান হইতে, যে স্থানে যাজকদের চরণ স্থির ছিল, তথা হইতে বারোখানি প্রস্তর গ্রহণ করিয়া আপনাদের সঙ্গে পারে লইয়া যাও, অদ্য যে স্থানে রাত্রি যাপন করিবে, সেই স্থানে সেগুলি রাখিও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 নদীর যেখানে যাজকরা দাঁড়িয়ে আছেন সেদিকে তাদের তাকাতে বলো। সেখানে বারোটি শিলা তাদের খুঁজে নিতে নির্দেশ দাও। ঐ বারোটি শিলা বহন করো। আজ রাত্রে যেখানে থাকবে সেখানে ঐগুলো রেখে দেবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 মোট বারো জনকে গ্রহণ কর, আর তাদেরকে এই আদেশ দাও, তোমরা যর্দ্দনের মাঝখানের ঐ জায়গায়, যেখানে যাজকরা দাঁড়িয়েছিল, সেখান থেকে বারোটি পাথর নিয়ে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও, আজ যেখানে রাত কাটাবে, সেখানে সেগুলি রাখবে”।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 4:3
11 ক্রস রেফারেন্স  

ইসরায়েলীরা যিহোশূয়ের নির্দেশ পালন করল। প্রভু পরমেশ্বর যিহোশূয়কে যেমন বলেছিলেন সেই অনুযায়ী তারা ইসরায়েলীদের দ্বাদশ গোষ্ঠীর নামে বারোটি পাথর জর্ডনের মাঝখান থেকে সংগ্রহ করল এবং সেগুলি বয়ে এনে তাদের রাত্রিযাপনের জায়গায় রাখল।


সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের বাহক পুরোহিতেরা জর্ডনের জলে পদার্পণ করা মাত্র জর্ডনের জলস্রোত বিভক্ত হয়এ যাবে, উঁচু থেকে যে জলস্রোত বয়ে আসছে তা রাশীকৃত হয়ে দাঁড়িয়ে থাকবে।


যীশু উত্তর দিলেন, তোমাদের আমি বলছি, এরা যদি নীরব হয়ে যায় তবে এই পাথরগুলিও চীৎকার করে উঠবে।


হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ কর, ভুলো না তুমি তাঁর সকল উপকার।


প্রভু পরমেশ্বর বিরাজিত তাঁর পুণ্য মন্দিরে, স্বর্গে তাঁর সিংহাসন, সবই তাঁর দৃষ্টিগোচরে, তাঁর দৃষ্টি যাচাই করে মানব সন্তানদের।


শমুয়েল তখন একটি পাথর নিয়ে মিসপা ও শেনের মাঝামাঝি জায়গায় স্থাপন করলেন এবং তার নাম রাখলেন এবন-এষর (সাহায্যের পাথর)। তিনি বললেন, এ পর্যন্ত প্রভু পরমেশ্বর আমাদের সাহায্য করেছেন।


তারপর যিহোশূয় ইসরায়েলীদের সকলকে উদ্দেশ্য করে বললেন, দেখ, এই প্রস্তরখণ্ডটিই হবে আমাদের সাক্ষী, কারণ প্রভু পরমেশ্বর আমাদের যে সব কথা বলেছেন, সবই ও শুনেছে, সুতরাং তোমরা যদি তোমাদের ঈশ্বরের‍ অবাধ্য হও তাহলে এটিই তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে।


এই যে প্রস্তরটি আমি স্তম্ভরূপে স্থাপন করলাম, তা হবে ঈশ্বরের আবাস। তিনি আমাকে যা দেবেন তার দশ ভাগের এক ভাগ আমি অবশ্যই তাঁর উদ্দেশ্যে নিবেদন করব।


যিহোশূয় ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে বারো জনকে নিযুক্ত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন