Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 4:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 ইসরায়েলীরা প্রথম মাসের দশ তারিখে জর্ডন পার হয়ে যিরিহোর পূর্বপ্রান্তে গিল্‌গলে এসে শিবির স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 এভাবে লোকেরা প্রথম মাসের দশম দিনে জর্ডান থেকে উঠে এসে জেরিকোর পূর্ব-সীমায়, গিল্‌গলে শিবির স্থাপন করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 প্রথম মাসের দশম দিনে, লোকেরা জর্ডন নদী পার হয়ে যিরীহোর পূর্ব সীমায় গিল্‌গলে শিবির স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 এইরূপে লোকেরা প্রথম মাসের দশম দিবসে যর্দ্দন হইতে উঠিয়া আসিয়া যিরীহোর পূর্ব্ব-সীমায়, গিল্‌গলে শিবির স্থাপন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 প্রথম মাসের দশম দিনে তাঁরা যর্দন নদী অতিক্রম করলেন। তাঁরা যিরীহোর পূর্ব দিকে গিল‌্গল নামক একটি জায়গায় তাঁবু খাটালেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 এই ভাবে লোকেরা প্রথম মাসের দশম দিনের যর্দ্দন থেকে উঠে এসে যিরীহোর পূর্ব্ব-সীমানায় গিল্‌গলে শিবির স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 4:19
18 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর তখন যিহোশূয়কে বললেন, মিশরীদের দেওয়া যে কলঙ্ক তোমাদের ছিল তা আমি আজ অপসারণ করলাম। সেই জন্যই ঐ জায়গাটি আজও গিল্‌গল নামে পরিচিত।


হে আমার প্রজাবৃন্দ, স্মরণ কর তোমরা মোয়াবের রাজা বালাক কি চক্রান্ত করেছিল, বিয়োর-তনয় বালাম তাকেকি উত্তর দিয়েছিল, শিটিম থেকে গিলগল্‌ পর্যন্ত কি সবঘটনা ঘটেছিল, তাহলে তোমরা জানতে পারবে প্রভুর পরিত্রাণের ইতিহাস।


বেথেলে কোনও কিছুর সন্ধানে যেও না, প্রবেশ করো না গিল্‌গলে, কিম্বা বের-শেবাতেও যেও না,কারণ গিল্‌গল নির্বাসিত হবে, বেথেলেরও থাকবে না কোনও চিহ্ন।


তোমরা বেথেলের পীঠস্থানে গিয়ে বরং পাপ বাড়াও, গিল্‌গলের পীঠস্থানে যাও, আরও বৃদ্ধি করপাপের মাত্রা। প্রতিদিন প্রভাতে বলি উৎসর্গ কর, তিনদিন অন্তর নিবেদন কর তোমাদের আয়ের দশমাংশ।


কিন্তু শমুয়েল বললেন, তোমার খড়্গে বহু নারী হয়েছে সন্তানহীনা, তাই নারীকুলে তোমার জননীও আজ সন্তানহীনা হবে, এই বলে শমুয়েল গিলগলে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে অগাগকে খণ্ডবিখণ্ড করলেন।


তারপর সেই সীমারেখা আখোর উপত্যকা হয়ে দবীর পর্যন্ত বিস্তৃত হল, তারপর উত্তর দিকে বাঁক ঘুরে আদুম্মিমের চড়াইয়ের সামনে গিল্‌গলের দিকে উত্তরে গেল এবং সেখান থেকে এন্-শেমেশের জলা পেরিয়ে এন্‌-রোগেল এ গিয়ে শেষ হল।


এর পর যিহোশূয় ইসরায়েলীদের সকলকে নিয়ে গিল্‌গলের ছাউনিতে ফিরে এলেন।


গিবিয়োনের অধিবাসীরা তখন গিল্‌গলে যিহোশূয়ের শিবিরে লোক পাঠিয়ে আবেদন জানাল, আপনার এই দাসদের পরিত্যাগ করবেন না, তাড়াতাড়ি এসে আমাদের সাহায্য ও উদ্ধার করুন, কারণ পার্বত্য অঞ্চলের ইমোরীদের রাজারা আমাদের বিরুদ্ধে একত্র হয়েছে


ইসরায়েলীদের যে সব কথা বলার জন্য প্রভু পরমেশ্বর মোশিকে নির্দেশ দিয়েছিলেন, চল্লিশতম বছরের এগারো মাসের প্রথম দিনে মোশি সেইসব কথা ইসরায়েলীদের কাছে ব্যক্ত করলেন।


এই দুটি পর্বত জর্ডনের ওপারে পশ্চিম দিকে আরাবা উপত্যকা নিবাসী কনানীদের দেশ গিল্‌গলের সম্মুখে মোরির ওক বনের কাছে অবস্থিত।


জর্ডন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বাহক যাজকেরা উঠে এলেন। তাঁরা শুকনো মাটিতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে জর্ডনের জল আগের জায়গায় ফিরে এল এবং আগের মতই দুইকূল প্লাবিত করল।


ইসরায়েলীরা গিল্‌গলে শিবির স্থাপন করল এবং সেই মাসের চৌদ্দ তারিখে সন্ধ্যায় যিরিহো উপত্যকায় তারণোত্সব পালন করল।


নবী এলিয়র স্বর্গে যাবার দিন ঘনিয়ে এল। একদিন নবী এলিয় ও ইলিশায় গিলগল থেকে রওনা হলেন। সেইসময় পরমেশ্বর ঘূর্ণিঝড়ে এলিয়কে স্বর্গে তুলে নিতে উদ্যত হলেন।


তারপর তারা গিল্‌গলে যিহোশূয়ের শিবিরে গিয়ে তাঁকে ও ইসরায়েলীদের বলল, আমরা অনেক দূর দেশ থেকে আপনাদের কাছে সন্ধিপ্রস্তাব নিয়ে এসেছি।


তারপর তোমরা জর্ডন পার হয়ে যিরিহোতে উপস্থিত হলে, যিরিহোর অধিবাসীরা তখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল। তাছাড়া পরিষী, কনানী, হিত্তীয়, গির্গাশী, হিব্বীয় ও যিবুষী জাতির লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু আমি তাদের তোমাদের হাতে সমর্পণ করলাম।


তুমি আমার আগে গিলগলে চলে যাও, আমি হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার জন্য তোমার কাছে যাচ্ছি। আমি তোমার কাছে গিয়ে তোমার কর্তব্য সম্পর্কে কিছু না জানান পর্যন্ত তুমি সাত দিন অপেক্ষা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন