Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 4:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 এই ভাবে সমস্ত লোক পার হয়ে যাওয়ার পর প্রবু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বাহক যাজকেরা নদী পার হয়ে জনতার পুরোভাগে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এভাবে সমস্ত লোক সম্পূর্ণরূপে পার হবার পর মাবুদের সিন্দুক ও ইমামেরা লোকদের সাক্ষাতে পার হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 যেই তারা সবাই নদী পার হয়ে গেল, সদাপ্রভুর সিন্দুক ও যাজকেরা লোকদের চক্ষুগোচরে নদীর অন্য পারে চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 এইরূপে সমস্ত লোক নিঃশেষে পার হইলে পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকগণ লোকদের সাক্ষাতে পার হইয়া গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তারা নদী পেরোনোর পালা শেষ করল। তারপর যাজকরা তাদের সামনে দিয়ে প্রভুর সিন্দুক বহন করে চললেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 এই ভাবে সমস্ত লোক বিনা বাধায় পেরনোর পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকরা লোকদের সামনে পার হল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 4:11
7 ক্রস রেফারেন্স  

তুমি চুক্তি সিন্দুকটির বাহক পুরোহিতদের আদেশ দাও, তারা যখন জর্ডনের জলের কাছে উপস্থিত হবে তখন যেন তারা নদীর মধ্যে দাঁড়িয়ে থাকে।


জর্ডন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বাহক যাজকেরা উঠে এলেন। তাঁরা শুকনো মাটিতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে জর্ডনের জল আগের জায়গায় ফিরে এল এবং আগের মতই দুইকূল প্লাবিত করল।


যতক্ষণ না সমস্ত লোক জর্ডন পার হয়ে গেল ততক্ষণ প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকবাহক পুরোহিতেরা জর্ডনের মাঝে শুকনো জায়গায় দাঁড়িয়ে রইল। সমগ্র ইসরায়েল জাতি শুকনো পথের উপর দিয়ে জর্ডন নদী পার হয়ে গেল।


মোশি যিহোশূয়কে যে সব নির্দেশ দিয়েছিলেন এবং প্রভু পরমেশ্বরও যিহোশূয়কে যে সব কথা ইসরায়েলীদের কাছে বলবার জন্য নির্দেশ দিয়েছিলেন তা পূর্ণ না হওয়া পর্যন্ত সিন্দুকবাহী যাজকেরা জর্ডনের মাঝখানে দাঁড়িয়ে রইল, আর লোকেরা খুব তাড়াতাড়ি নদী পার হয়ে গেল।


মোশির নির্দেশ অনুযায়ী রূবেণ ও গাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজন সশস্ত্র হয়ে বাকী ইসরায়েলীদের পুরোভাগে পার হয়ে গেল।


তারপর তোমরা জর্ডন পার হয়ে যিরিহোতে উপস্থিত হলে, যিরিহোর অধিবাসীরা তখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল। তাছাড়া পরিষী, কনানী, হিত্তীয়, গির্গাশী, হিব্বীয় ও যিবুষী জাতির লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু আমি তাদের তোমাদের হাতে সমর্পণ করলাম।


এবার তোমাদের আর পলাতকের মত ত্বরিত গতিতে করতে হবে না প্রস্থান, প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর স্বয়ং তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, সুরক্ষা করবেন তোমাদের সব দিক দিয়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন