Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 24:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তিনি বললেন, তাহলে এখন তোমাদের কাছে অন্যান্য যে সব দেবপ্রতিমা রয়েছে সেগুলি বর্জন কর এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আত্মনিবেদন কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 (তিনি বললেন,) তবে এখন তোমাদের মধ্যস্থিত বিজাতীয় দেবতাদেরকে দূর করে দাও ও স্ব স্ব অন্তর ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের দিকে রাখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 যিহোশূয় বললেন, “তবে এখন তোমাদের মধ্যে যেসব বিজাতীয় দেবদেবীর মূর্তি আছে সেগুলি ছুঁড়ে ফেলো এবং তোমাদের হৃদয়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে সমর্পণ করো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 [তিনি কহিলেন,] তবে এখন আপনাদের মধ্যস্থিত বিজাতীয় দেবগণকে দূর করিয়া দেও, ও আপন আপন হৃদয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 তখন যিহোশূয় বললেন, “সুতরাং তোমাদের মধ্যে যে মূর্ত্তিগুলো আছে তা তোমরা ছুঁড়ে ফেলে দাও। ইস্রায়েলের প্রভু ঈশ্বরকে তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে ভালোবাসো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 [তিনি বললেন,] “তবে এখন তোমাদের মধ্য অবস্থিত অন্য জাতীর দেবতাদের দূর করে দাও ও তোমাদের হৃদয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখ।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 24:23
16 ক্রস রেফারেন্স  

অতএব তোমরা এখন প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে তাঁর সেবা ও আরাধনা কর। তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে এবং মিশর দেশে যে দেবতাদের পূজা-অর্চনা করত তাদের বর্জন করে কেবলমাত্র প্রভু পরমেশ্বরের সেবা কর।


যদি প্রজ্ঞার বাণী শোনার আগ্রহ তোমার থাকে, যদি সে বাণীর মর্ম বোঝার চেষ্টা কর,


কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হতে দিও না, অধর্মাচারীদের সঙ্গে দুষ্কর্মে আমি লিপ্ত না হই যেন, যেন অংশ না নিই ওদের ভোজের উৎসবে।


ধনসম্পদ নয়, তোমার নির্দেশ পালনে উদ্বুদ্ধ কর আমার হৃদয়, আকৃষ্ট না হয় যেন ধনসম্পদের মিথ্যা মোহে।


তোমরা এখন দেখলে যে অন্তরীক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বললাম। তোমরা আমার প্রতিদ্বন্দ্বী ঈশ্বররূপে সোনা বা রূপোর কোন দেবমূর্তি তৈরী করবে না।


ইসরায়েল আর অলীক প্রতিমা নিয়ে মত্ত হবে না, আমি তাদের প্রার্থনার উত্তর দেব, গ্রহণ করব তাদের সমস্ত ভার। আমি সতেজ মহীরুহের মত তাদের আশ্রয় হব, তাদের সমস্ত আশীর্বাদের আকর হব।


তিনি আমাদের মনপ্রাণ তাঁর দিকে আকৃষ্ট করুন যেন আমরা তাঁর নির্দেশিত পথে চলতে পার এবং আমাদের পূর্বপুরুষদের তিনি যে বিধান ও নির্দেশ দিয়েছিলেন সবই যেন আমরা মেনে চলতে পারি।


আমাদের প্রভু পরমেশ্বর যেমন পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন তেমনি আমাদেরও সঙ্গে থাকুন। তিনি যেন কখনও আমাদের ছেড়ে না যান বা পরিত্যাগ না করেন।


আমিই প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশর থেকে এনেছি উদ্ধার করে। পক্ষীশাবকের মত বিস্তার কর তোমাদের মুখ আমি পূর্ণ করে দেব পক্ষীমাতার মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন