Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 24:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 ইসরায়েলীরা উত্তর দিল, আমরা কখনও প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করে অন্য দেবতাদের সেবা ও আরাধনা করব না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 লোকেরা জবাবে বললো, আমরা যে মাবুদকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করবো, তা দূরে থাকুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তখন লোকেরা উত্তর দিল, “আমরা সদাপ্রভুকে পরিত্যাগ করে অন্যান্য দেবদেবীর সেবা করব, তা যেন কখনও না হয়!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 লোকেরা উত্তর করিল, আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা করিব, তাহা দূরে থাকুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তখন লোকরা উত্তর দিল, “আমরা প্রভুর সেবা থেকে কখনই বিরত হবো না। আমরা কখনই অন্য দেবতাদের পূজা করবো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 লোকেরা এর উত্তরে বলল, “আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করব, তা দূরে থাকুক।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 24:16
8 ক্রস রেফারেন্স  

প্রভু না করুন, আমি যেন কখনও তোমাদের জন্য বিনতি করতে ক্ষান্ত হয়ে প্রভুর কাছে অপরাধী না হই। আমি বরং তোমাদের সৎ ন্যায় পথে চলতে শিক্ষা দেব।


না, কখনও না, পাপের পক্ষে যখন আমরা মৃত, তখন কি করে আমরা আবার পাপে লিপ্ত হব?


না, কখনো না, তাহলে ঈশ্বর জগতের বিচার করবেন কিভাবে?


যদি প্রভুর সেবা ও আরাধনা করতে তোমাদের ভাল না লাগে, তাহলে আজই তোমরা স্থির করে নাও কার সেবা-আরাধনা তোমরা করবে—ইউফ্রেটিস নদীর ওপারে তোমাদের পূর্বপুরুষদের উপাস্য দেবতাদের, অথবা যাদের দেশে তোমরা বাস করছ, সেই ইমোরীদের উপাস্য দেবতাদের? তবে আমি ও আমার পরিবারের সকলে—আমরা প্রভু পরমেশ্বরেরই সেবা ও আরাধনা করব।


কারণ আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরই আমাদের ও আমাদের পূর্বপুরুষদের দাসত্বের আগার মিশর থেকে উদ্ধার করে এনেছেন, আমাদের সাক্ষাতে অলৌকিক কীর্তি সাধন করেছেন। আমাদের যাত্রাপথে যে সব জাতির মধ্যে দিয়ে আমরা এসেছি, তাদের কবল থেকে আমাদের রক্ষা করেছেন।


আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের শিবিরের সম্মুখে যে বেদী রয়েছে সেখানে ছাড়া অন্য কোন বেদী নির্মাণ করে সেখানে হোম, ভোগ বা বলি উৎসর্গ করে যে আমরা আজ প্রভু পরমেশ্বরের বিরোধিতা করব বা তাঁকে পরিত্যাগ করব তা কখনই আমাদের উদ্দেশ্য নয়।


আমি শপথ করেছি, সঙ্কল্পে হয়েছি স্থির, পালন করব তোমার ন্যায় নির্দেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন