Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 22:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 ইসরায়েলীরা গিলিয়দ প্রদেশ রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকদের কাছে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 পরে বনি-ইসরাইল রূবেণ-বংশের লোকদের, গাদ-বংশের লোকদের ও মানশার অর্ধেক বংশের কাছে গিলিয়দ দেশে ইলিয়াসর ইমামের পুত্র পীনহস্‌কে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 এই কারণে ইস্রায়েলীরা যাজক ইলিয়াসরের ছেলে পীনহসকে গিলিয়দে, রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর কাছে পাঠাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 পরে ইস্রায়েল-সন্তানগণ রূবেণ-সন্তানগণের, গাদ-সন্তানগণের ও মনঃশির অর্দ্ধ বংশের নিকটে গিলিয়দ দেশে ইলিয়াসর যাজকের পুত্র পীনহসকে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 সেই জন্য ইস্রায়েলের লোকরা কয়েক জনকে পাঠালো রূবেণ, গাদ এবং মনঃশির লোকদের সঙ্গে কথা বলতে। এইসব ইস্রায়েলীয়দের নেতা ছিল পীনহস। পীনহস হচ্ছে যাজক ইলিয়াসরের পুত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 পরে ইস্রায়েল-সন্তানেরা রূবেণ-সন্তানদের, গাদ-সন্তানদের ও মনঃশির অর্ধেক বংশের কাছে গিলিয়দ দেশে ইলীয়াসর যাজকের পুত্র পীনহসকে

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 22:13
15 ক্রস রেফারেন্স  

পুরোহিত হারোণের পৌত্র ও ইলিয়াসর পুত্র পিনহস এই ব্যাপার দেখে জনমণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে এসে একটা বর্শা হাতে নিলেন,


ইসরায়েলীরা আবার পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল, বলল, আমরা কি আমাদের জ্ঞাতি বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে আবার যুদ্ধ করতে যাব, না বিরত থাকব? প্রভু বললেন, যাও, আগামী কাল তোমাদের হাতে আমি ওদের সমর্পণ করব।


হারোণের পুত্র ইলিয়াসর পুটিয়েলের এক কন্যাকে বিবাহ করেছিলেন। এঁর গর্ভে পিনহসের জন্ম হয়। এঁরাই লেবিকুলের বিভিন্ন গোষ্ঠীর প্রধান।


তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোন দোষ করে তবে তার কাছে গিয়ে একান্তে তার দোষ দেখিয়ে দাও। সে যদি তোমার কথা শোনে তবে তুমি তোমার ভাইকে ফিরে পেলে।


সুপরামর্শের দ্বারাই পরিকল্পনা সার্থক হয় বিনা পরিকল্পনায় যুদ্ধে অগ্রসর হওয়া অনুচিত।


ইসরায়েলী গোষ্ঠীগুলি বিন্যামীন গোষ্ঠীর কলের কাছে লােক দিয়ে বলে পাঠাল, তোমাদের দেশে এসব কি চলছে?


তাহলে তোমরা ভাল করে সন্ধান নিয়ে জানবে। যদি একথা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে তোমাদের মধ্যে সত্যই এরকম ঘৃণ্য দুষ্কর্ম অনুষ্ঠিত হয়েছে তাহলে তোমরা তরবারির আঘাতে সেই নগরের অধিবাসীদের বধ করবে। সেই নগর এবং তার মধ্যে বসবাসকারী পশুপাল সমেত সকলকে নিঃশেষে ধ্বংস করবে।


মোশি এইভাবে প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার লোককে এবং সেই সঙ্গে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে যুদ্ধে পাঠিয়ে দিলেন। পবিত্র পীঠস্থানের পাত্র গুলি ও রণতূর্য পিনহসের সঙ্গে ছিল।


এর পরে হারোণের পুত্র ইলিয়াসরও ইহলোক ত্যাগ করলেন। ইসরায়েলীরা তাঁকে তাঁর পুত্র পীনহসের এলাকাভুক্ত নগর গিবিয়ায় কবর দিল। ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলের এই নগরটি পীনহসকে দেওয়া হয়েছিল।


রূবেণ ও গাদ এই দুই বংশের পশুপাল ছিল বিরাট। তারা যাসের ও গিলিয়দ অঞ্চল পর্যবেক্ষণ করে দেখল সেই স্থান পশুচারণের উপযুক্ত।


ইলিয়াসরের পুত্র পিনেহাস (অর্থ: প্রভু তাঁর সঙ্গে থাকুন) এককালে তাঁদের কাজকর্ম তদারক করতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন