যিহোশূয় 21:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9-10 যিহুদা ও শিমিয়োন গোষ্ঠীর এলাকা থেকে তারা নিম্নলিখিত নগরগুলি হারোণের বংশধরদের দিল। এরা ছিল কোহাৎ গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেবীয় এবং পাশার দানে এদের অংশই প্রথমে নির্দিষ্ট হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তারা এহুদা-বংশের লোকদের বংশ ও শিমিয়োন-বংশের অধিকার থেকে এই এই নামবিশিষ্ট নগর দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 যিহূদা ও শিমিয়োন গোষ্ঠী থেকে তারা এই নামবিশিষ্ট নগরগুলি বরাদ্দ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাহারা যিহূদা-সন্তানগণের বংশের ও শিমিয়োন-সন্তানগণের বংশের অধিকার হইতে এই এই নামবিশিষ্ট নগর দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 যিহূদা এবং শিমিয়োনের অঞ্চলে যে সব শহর ছিল এই হল সেগুলোর নাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তারা যিহূদা-সন্তানদের বংশের ও শিমিয়োন-সন্তানদের বংশের অধিকার থেকে এই এই নামের নগর দিল। অধ্যায় দেখুন |