Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:39 - পবিএ বাইবেল CL Bible (BSI)

39 এবং সংলগ্ন চারণভূমিসহ মহনয়িম, হিষ্‌বোণ, যাসের—এই চারটি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 এবং চারণ-ভূমির সঙ্গে মহনয়িম, চারণ-ভূমির সঙ্গে হিষ্‌বেণ ও চারণ-ভূমির সঙ্গে যাসের, সর্ব মোট এই চারটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 হিষ্‌বোন ও যাসের—মোট এই চারটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 এবং পরিসরের সহিত মহনয়িম, পরিসরের সহিত হিষ্‌বোণ ও পরিসরের সহিত যাসের, সাকল্যে এই চারিটী নগর দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 পশুপালনের মাঠগুলির সঙ্গে হিষ্‌বোণ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে যাসের, সব মিলিয়ে এই চারটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:39
14 ক্রস রেফারেন্স  

হে সিরমার দ্রাক্ষালতা, আমি যাসেরের চেয়ে তোমার জন্য বেশী হাহাকার করব। তোমার শাখা মরুসাগর পার হয়ে যাসেরের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। কিন্তু এবার তোমার গ্রীষ্মঋতুর ফল আর তোমার দ্রাক্ষাফলের উপর লুণ্ঠনকারীরা ঝাঁপিয়ে পড়েছে।


অর্থাৎ সমতল অঞ্চলের সমস্ত নগর হিষবোণ নিবাসী ইমোরী নৃপতি সিহোনের সমগ্র রাজ্য ছিল এদের অধিকারভুক্ত। সিহোন এবং ইবি, রেকেম, সুর, হুর ও রেবা নামে তাঁর মিদিয়নী অমাত্যবর্গ যাঁরা সেই দেশে বাস করতেন মোশি তাঁদের সকলকে বধ করেছিলেন।


মেদবার সমগ্র সমতলভূমি, হিষবোণ এবং সমতল অঞ্চলের অন্যান্য নগর, দিবোন,


রূবেণ বংশের লোকেরা পুনরায় নির্মাণ করল হিষরোণ, ইলিয়াসী,


অটরোৎ-শোফন, যাসের, যগনেহা,


অটারোৎ, দিবোন, যাসের, নিম্রা, হিষ্‌রোণ, ইলিয়ালী, সেবাম, নবো এবং বিয়োন-


রূবেণ ও গাদ এই দুই বংশের পশুপাল ছিল বিরাট। তারা যাসের ও গিলিয়দ অঞ্চল পর্যবেক্ষণ করে দেখল সেই স্থান পশুচারণের উপযুক্ত।


যাসের ও গিলিয়দ প্রদেশের সমস্ত নগর, রব্বার পূর্বদিকে অরোয়ের পর্যন্ত আম্মোনীদের দেশের অর্ধেক তাদের অধিকারে এল।


গাদ গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল গিলিয়দ প্রদেশের অভয়পুরী রামোৎ


লেবী বংশের অবশিষ্ট লোকজন অর্থাৎ মরারি গোষ্ঠীর লোকেরা পাশার দানে নির্ধারিত সর্বমোট এই বারোটি নগর পেল।


যিরিয় ছিলেন হিব্রোণের বংশধরদের প্রধান। রাজা দাউদের রাজত্বের চর্তুদশ বছরে হিব্রোণের বংশধরদের উপরে একটি সমীক্ষা করা হয়। সমীক্ষায় দেখা যায় যে গিলিয়দ প্রদেশের যাষিরে এই বংশের বেশ কিছু বীর সেনানী বাস করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন