Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34-35 লেবী বংশের অবশিষ্ট লোকেরা অর্থাৎ মরারি গোষ্ঠীর লোকেরা সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে সংলগ্ন চারণভূমিসহ যকনিয়াম, কর্তা, দিম্‌না, ও নহলোল, এই চারটি নগর পেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 পরে তারা মরারিয়দের গোষ্ঠীগুলোর অর্থাৎ অবশিষ্ট লেবীয়দেরকে সবূলূন-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে যক্মিয়াম, চারণ-ভূমির সঙ্গে কার্তা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 (অবশিষ্ট লেবীয় গোষ্ঠীর মধ্যে) মরারীয় গোষ্ঠীকে দেওয়া হল: সবূলূন গোষ্ঠী থেকে: চারণভূমিসহ যক্নিয়াম, কার্তা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 পরে তাহারা মরাবি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার হইতে পরিসরের সহিত যক্নিয়াম, পরিসরের সহিত কার্ত্তা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34-39 লেবীয় গোষ্ঠীর অন্য শাখা হচ্ছে মরারি পরিবার। তারা পেয়েছিল এইসব শহর: সবূলূন পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল যক্লিয়াম, কার্ত্তা, দিম্না এবং নহলোল। সবূলূন মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ দিয়েছিল। রূবেণ পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল বেৎ‌সর, যহস, কদেমোৎ, মেফাৎ। রূবেণ মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ দিয়েছিল। গাদ পরিবারগোষ্ঠীর কাছ থেকে পাওয়া গেল গিলিয়দের অন্তর্গত রামোৎ। (রামোৎ ছিল নিরাপত্তার শহর।) তাছাড়া মহনয়িম, হিষ্বোণ এবং যাসের। গাদ মোট চারটি শহর আর পশুদের জন্য শহরের লাগোয়া মাঠ দিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 পরে তারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে যক্লিয়াম, পশুপালনের মাঠগুলির সঙ্গে কার্ত্তা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:34
9 ক্রস রেফারেন্স  

মরারি গোষ্ঠীর অবশিষ্ট পরিবারগুলির জন্য চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল: সবুলুন গোষ্ঠীর এলাকায় রিম্মনো ও তাবোর।


মরারি গোষ্ঠীর পরিবারগুলির জন্য রূবেণ, গাদ ও সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে বারোটি নগর দেওয়া হল।


কট্টাৎ, নাহ্‌লাল, শিম্রোণ, যিদালা ও বেথলেহেম, পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ বারোটি নগর—


পশ্চিম দিকে তাদের সীমানা মারালা, দব্বেশাৎ ও যক্‌নিয়ামের পূর্বদিকে প্রবাহিত জলস্রোত পর্যন্ত গেল।


কেদেশের রাজা, কারমেলের অন্তর্গত যোক্‌নিয়ামের রাজা,


গের্শোনী গোষ্ঠীর লোকেরা সংলগ্ন চারণভূমিসহ সর্বমোট এই তেরটি নগর পেল।


একই ভাবে রূবেণ, গাদ ও সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে মরারি গোষ্ঠীর পরিবারগুলির জন্য বারোটি জনপদ দেওয়া হয়েছিল।


এঁদের জ্ঞাতিবর্গ মন্দিরের আরও অন্যান্য কাজে নিযুক্ত হয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন