Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:47 - পবিএ বাইবেল CL Bible (BSI)

47 দান গোষ্ঠীর লোকেরা এই অঞ্চল থেকে উৎখাত হয়ে যাওয়ার পর তারা গিয়ে লেশম নগর আক্রমণ করে দখল করল।তারা সেখানকার অধিবাসীদের হত্যা করে নগরটি অধিকার করে সেখানেই বসবাস করতে লাগল। তারা তাদের পিতৃপুরুষের নামে লেশমের নাম বদলে রাখল দান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

47 আর দান-বংশের লোকদের সীমা সেসব স্থান অতিক্রম করলো; কারণ দান-বংশের লোকেরা লেশম নগরের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করলো এবং তা অধিকার করে তলোয়ারের আঘাতে শেষ করে দিল, আর অধিকারপূর্বক সেখানে বাস করলো এবং তাদের পূর্বপুরুষ দানের নাম অনুসারে লেশমের নাম রাখল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

47 (দান গোষ্ঠীর এলাকা যখন দখল হয়ে গেল তখন তারা উঠে গিয়ে লেশম আক্রমণ করল। তা দখল করে সেখানকার অধিবাসীদের তারা তরোয়ালের আঘাতে হত্যা করল। তারা লেশমে বসতি স্থাপন করল এবং তাদের পূর্বপুরুষের নাম অনুযায়ী নগরটির নাম দান রাখল)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

47 আর দান-সন্তানগণের সীমা সেই সকল স্থান অতিক্রম করিল; কারণ দান-সন্তানগণ লেশম নগরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করিল, এবং তাহা হস্তগত করিয়া খড়গ-ধারে আঘাত করিল, আর অধিকারপূর্ব্বক তাহার মধ্যে বাস করিল, এবং আপনাদের পিতৃপুরুষ দানের নামানুসারে লেশমের নাম দান রাখিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

47 কিন্তু দানের লোকদের জায়গা পেতে ঝামেলায় পড়তে হয়েছিল। শত্রুরা ছিল শক্তিশালী। তাদের তারা সহজে হারাতে পারে নি। সেই জন্য দানের লোকরা লেশমের সঙ্গে যুদ্ধ করেছিল। লেশম জয় করে তারা সেখানকার লোকদের হত্যা করে। এইভাবে তারা লেশম শহরে বাস করেছিল। জায়গাটার নাম পাল্টে রাখলো দান। কারণ তাদের পরিবারগোষ্ঠীর পিতৃপুরুষের নাম ছিল দান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

47 আর দান (পূর্ব পুরুষ) সন্তানদের সীমা সেই সমস্ত স্থান অতিক্রম করল; কারণ দান-সন্তানেরা লেশম নগরের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করল এবং তা অধিকার করে তরোয়াল দিয়ে আক্রমণ করল এবং অধিকারের সঙ্গে তার মধ্যে বাস করল এবং নিজেদের পূর্বপুরুষ দানের নাম অনুসারে লেশমের নাম দান রাখল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:47
6 ক্রস রেফারেন্স  

পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ উক্ত নগরগুলি ছিল দান গোষ্ঠীর বিভিন্ন পরিবারের অংশভুক্ত এলাকা।


দান সম্পর্কে তিনি বললেনঃ দান সিংহশাবক তুল্য, উৎপত্তি তার বাশান থেকে।


গিলিয়দ ও হিত্তিয়দের এলাকায় কাদেশে। সেখানে কাজ সেরে দানে, দান থেকে গেলেন পশ্চিম সিদোনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন