Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)

41-46 এদের অধিকারভুক্ত এলাকার মধ্যে ছিল সরা, ইষ্টায়োল, ইর-শেমেশ, শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিমনা, এক্রোন, এলতকী, গিব্বেথোন, বালাৎ, যেহুদ, বেনে-বারাক, গাৎ রিম্মোন, মেয়ার্কোন, রাক্কোন ও যাফোর সম্মুখবর্তী অঞ্চল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 তাদের উত্তরাধিকারে অন্তর্ভুক্ত ছিল এসব নগর: সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্‌-শেমশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 তাদের দেওয়া হয়েছিল এইসব জায়গা: সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:41
9 ক্রস রেফারেন্স  

কিরিয়াৎ-জিয়ারিমের নিম্নলিখিত উপজাতীয়দেরও পূর্ব পুরুষ ছিলেন তিনি: যিথ্রিয়, পুথিয়, সুমাথীয় ও মিসরাথীয়। সোরাহ্ ও ইশটাওল জনপদের অধিবাসীরা এইসব উপজাতীয়দের বংশধর।


দান গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে থেকে পাঁচজন শক্ত-সমর্থ লোককে বেছে নিয়ে তাদের ইষ্টায়োল থেকে বসবাসের উপযুক্ত জায়গা অনুসন্ধান করতে পাঠাল। বলল, তোমরা গিয়ে একটি উপযুক্ত এলাকার খোঁজ খবর নিয়ে এস। তারা ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে রাত কাটাল।


তাঁর ভাইয়েরা এবং আত্মীস্বজনেরা এসে তাঁর মৃতদেহ নিয়ে গেলেন এবং সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি যে জায়গায় তাঁর পিতা মানোহের কবর ছিল সেখানে তাঁকে কবর দিলেন। তিনি কুড়ি বছর ইসরায়েলীদের নেতা ছিলেন।


সরাহ্ ও ইষ্টায়োলের মাঝামাঝি দান নামক স্থানের শিবিরে পরমেশ্বরের মহাশক্তিতে দিন দিন বলীয়ান হয়ে উঠতে লাগল।


সেই সময় দান গোষ্ঠীর মধ্যে মানোহ নামে এক ব্যক্তি সরাহ জনপদে বাস করতেন। তাঁর স্ত্রী বন্ধ্যা হওয়ায় তিনি ছিলেন নিঃসন্তান।


নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্‌না,


সপ্তমবার পাশার দান ফেলে দান গোষ্ঠীর পরিবারসমূহের জন্য এলাকা নির্ধারণ করা হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন