Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 পশ্চিম দিকের সীমা আসনোৎ-তাবোর পর্যন্ত এবং সেখান থেকে ঘুরে হুক্কোক পর্যন্ত প্রসারিত হল। দক্ষিণে ছিল সবুলুন গোষ্ঠীর এলাকা আর পূর্বদিকে জর্ডনেরতীরে যিহুদা গোষ্ঠীর এলাকা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর ঐ সীমা পশ্চিম দিকে ফিরে অস্‌নোৎ-তাবোর পর্যন্ত গেল; এবং সেখান থেকে হূক্কোক পর্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন ও পশ্চিমে আশের পর্যন্ত ও সূর্যোদয় দিকে জর্ডান সমীপস্থ এহুদা পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 সেই সীমা অস্‌নোৎ-তাবোর হয়ে পশ্চিমদিকে হুক্কোক পর্যন্ত গেল। দক্ষিণে তা সবূলূনের সীমা, পশ্চিমে আশেরের সীমা ও পূর্বদিকে জর্ডন নদীর কাছে যিহূদার সীমা স্পর্শ করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর ঐ সীমা পশ্চিমদিকে ফিরিয়া অস্‌নোৎ-তাবোর পর্য্যন্ত গেল, এবং তথা হইতে হুক্কোক পর্য্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন পর্য্যন্ত, ও পশ্চিমে আশের পর্য্যন্ত, ও সূর্য্যোদয় দিকে যর্দ্দন সমীপস্থ যিহূদা পর্য্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 সীমাটি অসনোৎ‌-তাবোরে এসে আবার পশ্চিমদিকে ফেরৎ‌ গেছে। এটি হুক্কোকের কাছে উপত্যকা থেকে বেরিয়ে এসেছে। সবূলূন ছিল সীমাটির উত্তর দিকে, আশন ছিল পশ্চিমে। যিহূদাতে যর্দন নদী ছিল সীমাটির পূর্ব সীমা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 আর ঐ সীমা পশ্চিম দিকে ফিরে অস্‌নোৎ-তাবোর পর্যন্ত গেল এবং সেখান দিয়ে হুক্কোক পর্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন পর্যন্ত ও পশ্চিমে আশের পর্যন্ত ও সূর্য্য উদয়ের দিকে যর্দ্দনের কাছে যিহূদা পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:34
5 ক্রস রেফারেন্স  

নপ্তালি সম্পর্কে তিনি বললেনঃ নপ্তালি! অনুগ্রহে পুষ্ট তুমি, প্রভু পরমেশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ, সাগর ও দক্ষিণসীমা অধিকার কর তুমি।


তাদের সীমা তাবোর, শাহাৎসুমা ও বেথ-শেমেশ পর্যন্ত প্রসারিত হল। এই সীমানার প্রান্তে ছিল জর্ডন নদী। পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসমূহ এই ষোলটি নগর ছিল ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের অধিকারভুক্ত এলাকা।


সারীদ থেকে ঐ সীমারেখা পূর্বদিকে বেঁকে কিশলোৎ-তাবোরের প্রান্ত পর্যন্ত গেল। সেখান থেকে দাবরৎ হয়ে যাফিয়া পর্যন্ত গেল।


এদের সীমানা হেলেফ থেকে শুরু করে সানান্নীমের ওক গাছ পেরিয়ে আদামি-নেকেব, যাব্‌নিয়েল হয়ে লাক্কুম পর্যন্ত বিস্তৃত হল। এর প্রান্তসীমায় ছিল জর্ডন।


সিদ্দিম, সের, হমেমাৎ, রাক্কাৎ, কিন্নেরৎ, অদামা, রামাহ্, হাৎসোর, কেদেশ, ইদ্রিয়ী, এন্-হাৎসোর, যিরোণ, মিগ্‌দাল-এল, হোরেম, বেথ-আনাৎ ও বেথ-শেমেশ—প্রাচীরঘেরা এই উনিশটি নগর এবং এগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চলছিল এদের এলাকাভুক্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন