Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 সেই সীমারেখা সেখান থেকে ঘুরে রামাহ্ ও প্রাচীরঘেরা নগর টায়ার পর্যন্ত এবং সেখান থেকে আবার হোষা পর্যন্ত প্রসারিত হল। এর পশ্চিম প্রান্তে ছিল মহলাব, আক্‌ষিব, উন্মাহ্ আফেক ও রাহোব নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 পরে সে সীমা ঘুরে রামা ও প্রাচীর-বেষ্টিত টায়ার নগরে গেল, পরে সেই সীমা ঘুরে হোষাতে গেল এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 সেই সীমারেখা পরে রামার দিকে ফিরে গেল ও টায়ারের প্রাচীর-ঘেরা সুরক্ষিত নগরের দিকে গেল, পরে হোষার দিকে ঘুরে অক্‌ষীব

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 এরপর সীমানা রামার দক্ষিণদিকে ফিরে গেছে। সীমানাটি এগিয়ে গেছে শক্তিশালী সোর শহর পর্যন্ত। তারপর ঘুরে গেছে পশ্চিম দিকে হোষায়, শেষ হয়েছে অকষীবের কাছে সমুদ্রে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 পরে সে সীমা ঘুরে রামায় ও প্রাচীর বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরে হোষাতে গেল এবং অকষীয় প্রদেশের মহাসমুদ্রতীরে,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:29
12 ক্রস রেফারেন্স  

আশের গোষ্ঠীও আক্কো, সীদোন, অহলাব, আকষিব, হেল্‌বা অফিক ও রহোবের অধিবাসীদের বিতাড়িত করল না।


টায়ারের রাজা হীরাম দাউদের কাছে শুভেচ্ছা সফরে একদল লোক পাঠালেন। তাদের সঙ্গে পাঠালেন সিডার কাঠ ও সেই সাথে পাঠালেন ছুতোর মিস্ত্রী আর রাজমিস্ত্রীদের। তারা এসে দাউদের জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিল।


শোন যিহুদীয়াবাসী, মোরেশেৎ-গাৎকে এবার বিদায় দাও। আক্‌ষীবের দুর্গগুলির কাছ থেকে ইসরায়েলী নৃপতিরা পাবে না কোনও সাহায্য।


তার তৃতীয় পুত্র জন্মগ্রহণ করল, তার নাম সে রাখল শেলা। এই ছেলেটির জন্মের সময় যিহুদা ছিলেন কষীবে।


পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট বাইশটি নগর।


তারপর তাঁরা গেলেন দুর্গ শহর টায়ারে। সেখান থেকে হিব্বীয় এবং কনানীদের সমস্ত শহরে গণনার কাজ শেষ করে শেষকালে যিহুদীয়ার দক্ষিণাংশে বেরশেবায় গিয়ে কাজ শেষ করলেন।


টায়ার আত্মরক্ষার জন্য সুদৃঢ় দুর্গ নির্মাণ করেছে, সে রাশিরাশি রূপো এবং তাল তাল সোনা সঞ্চয় করেছে।


গিবিয়োন, রামাহ্, বেরোৎ,


এ ছাড়াও শলোমন পাহাড়ী অঞ্চলে পাথর কাটার জন্য আশি হাজার মজুর এবং সেগুলি বয়ে আনবার জন্য সত্তর হাজার মজুর নিযুক্ত করেছিলেন।


হে মর্ত্যমানব, সীদোন নগরের বিরুদ্ধে রায় ঘোষণা কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন