যিহোশূয় 19:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)22-23 তাদের সীমা তাবোর, শাহাৎসুমা ও বেথ-শেমেশ পর্যন্ত প্রসারিত হল। এই সীমানার প্রান্তে ছিল জর্ডন নদী। পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসমূহ এই ষোলটি নগর ছিল ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের অধিকারভুক্ত এলাকা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর জর্ডান তাদের সীমার প্রান্ত হল; স্ব স্ব গামের সঙ্গে ষোলটি নগর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এর সীমারেখা তাবোর, শহৎসূমা ও বেত-শেমশ স্পর্শ করল এবং জর্ডন নদীতে গিয়ে শেষ হল। সেখানে ছিল মোট ষোলোটি নগর ও তাদের সন্নিহিত গ্রামগুলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর সে সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 জমির সীমানা হচ্ছে তাবর, শহৎসূমা এবং বৈৎ-শেমশ। শেষ হয়েছে যর্দন নদীতে। মোট 16টি শহর আর তাদের চারপাশের মাঠঘাট। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর যর্দ্দন তাদের সীমার প্রান্ত হল; তাদের গ্রামের সঙ্গে ষোলটি নগর। অধ্যায় দেখুন |