Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18-19 যিষ্‌রিয়েল, কাসুল্লোৎ, শুনেম, হফারায়িম, শিয়োন

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তাদের সীমার মধ্যে পড়লো যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তাদের এলাকায় অন্তর্ভুক্ত ছিল: যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18-19 যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, হফারয়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 এদের দেওয়া হয়েছিল যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:18
17 ক্রস রেফারেন্স  

ফিলিস্তিনীরা একত্র হয়ে শুনেমে এসে শিবির স্থাপন করল। শৌলও সমস্ত ইসরায়েলীদের একত্র করে শিবির স্থাপন করলেন গিলবোয়াতে।


একদিল ইলিশায় শুনেমে গেলেন। সেখানে একজন ধনবতী মহিলা থাকতেন। তিনি ইলিশায়কে তাঁর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করলেন। সেই থেকে যখনই তিনি শুনেমে যেতেন, তখনই সে মহিলার বাড়িতে খাওয়াদাওয়া করতেন।


যেহু যিষ্‌রিয়েলে এসে পৌঁছালেন। সেই খবর শুনে ইষেবল চোখে কাজল দিয়ে পরিপাটি করে চুল বেঁধে রাজপ্রাসাদের জানালার কাছে দাঁড়িয়ে নীচে রাস্তার দিকে দেখতে লাগলেন।


যোরাম যুদ্ধে আহত হয়ে শুশ্রূষার জন্য যিষ্‌রিয়েল নগরে গেলেন। অহসিয় তাঁকে দেখতে সেখানে গেলেন।


তারপর তাঁর ভৃত্য গেহসিকে দিয়ে সেই মহিলাকে ডেকে পাঠালেন। মহিলাটি এলে


যিষ্‌রিয়েল রাজা আহাবের প্রাসাদের কাছে নাবোত নামে একটি লোকের একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল।


তিনি বললেন, তোমার দাদা আদোনিয়র সঙ্গে শূণেম কন্যা অবিশগকে বিবাহ দাও। তুমি অমত করো না।


সে বলল, দয়া করে রাজা শলোমনকে বলুন, শূণেম দেশের মেয়ে অবিশগকে আমি বিবাহ করতে চাই। আমি জানি তিনি আপনার কথায় অমত করবেন না।


কর্মচারীরা সারা ইসরায়েল দেশে একটি সুন্দরী যুবতী খুঁজতে লাগল এবং শূণেমে অবিশগ নামে একটি মনের মত মেয়েকে পেয়ে রাজার কাছে নিয়ে এল।


চতুর্থবার পাশার দান ফেলে ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের জন্য এলাকা নির্দিষ্ট করা হল।


যক্‌দিয়াম, সানোয়াহ্, কেয়িন, গিবিয়া ও তিম্‌না।


যোষেফের বংশধরেরা বলল, এই পার্বত্য এলাকা আমাদের পক্ষে যথেষ্ট নয়, তা ছাড়া যে সব কনানী ঐ উপত্যকায়, বিশেষ করে বেথ-শেয়ান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ও যিষ্‌রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।


সেখানে অবনের ইসবোশেথকে গিলিয়দ, আশের, যিষরিয়েল ও ইসরায়েল রাজ্যের রাজা করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন