Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 পশ্চিম দিকে তাদের সীমানা মারালা, দব্বেশাৎ ও যক্‌নিয়ামের পূর্বদিকে প্রবাহিত জলস্রোত পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তাদের সীমা পশ্চিম দিকে অর্থাৎ মারালা পর্যন্ত এবং দব্বেশৎ ও যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 পশ্চিমদিকে গিয়ে তা মারালায়, পরে দব্বেশৎকে ছুঁয়ে যক্নিয়ামের কাছে গিরিখাত পর্যন্ত বিস্তৃত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তাহাদের সীমা পশ্চিমদিকে অর্থাৎ মারালায় উঠিয়া গেল, এবং দব্বেশৎ পর্য্যন্ত গেল, যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্য্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তারপর সীমানাটি পশ্চিম মুখে মারালার দিকে গেছে এবং দব্বেশৎ‌ ছুঁয়েছে। তারপর সীমা চলে গেছে যক্লিয়ামের উপত্যকা বরাবর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তাদের সীমা পশ্চিম দিকে অর্থাৎ মারালায় উঠে গেল এবং দব্বেশৎ পর্যন্ত গেল, যক্নিয়ামের সামনে স্রোত পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:11
5 ক্রস রেফারেন্স  

কেদেশের রাজা, কারমেলের অন্তর্গত যোক্‌নিয়ামের রাজা,


যকমিয়াম, বেথহোরণ,


আলিহুদের পুত্র বানা: তানাক, মেগিদ্দো, যিষ্‌রিয়েল দক্ষিণে যারেথান শহরের পার্শ্ববর্তী সমগ্র বেথশেয়ান এলাকা এবং বেথশেয়ান থেকে আবেল মেহলাহ্‌ ও যকনিয়াম পর্যন্ত সমগ্র অঞ্চল।


এর পরে তৃতীয়বার পাশার দান ফেলে সবুলুন গোষ্ঠীর পরিবারগুলির জন্য এলাকা নির্দিষ্ট করা হল। তাদের সীমানা সারীদ পর্যন্ত বিস্তৃত হল।


সারীদ থেকে ঐ সীমারেখা পূর্বদিকে বেঁকে কিশলোৎ-তাবোরের প্রান্ত পর্যন্ত গেল। সেখান থেকে দাবরৎ হয়ে যাফিয়া পর্যন্ত গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন