Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 18:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তোমাদের মধ্যে লেবীয়দের কোন উত্তরাধিকার নেই কারণ প্রভু পরমেশ্বরের পৌরোহিত্যই তাদের উত্তরাধিকার। গাদ ও রূবেণ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোক জর্ডনের পূর্বতীরে তাদের অধিকার লাভ করেছে। প্রভুর সেবক মোশিই তাদের এইসব অঞ্চল দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নেই, কেননা মাবুদের ইমাম-পদ তাদের অধিকার; আর গাদ ও রূবেণ এবং মানশার অর্ধেক বংশ জর্ডানের পূর্বপারে মাবুদের গোলাম মূসা দেওয়া নিজেদের অধিকার পেয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 লেবীয়েরা অবশ্য, তোমাদের মধ্যে কোনও অংশ পাবে না, কারণ সদাপ্রভুর যাজকীয় সেবাকাজই হল তাদের অধিকার। আর গাদ ও রূবেণ বংশ এবং মনঃশির অর্ধেক বংশ জর্ডন নদীর পূর্বপাড়ে ইতিমধ্যেই তাদের উত্তরাধিকার লাভ করেছে। সদাপ্রভুর দাস মোশি তাদের তা দান করেছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নাই, কেননা সদাপ্রভুর যাজকত্বপদ তাহাদের অধিকার; আর গাদ ও রূবেণ, এবং মনঃশির অর্দ্ধ বংশ যর্দ্দনের পূর্ব্বপারে সদাপ্রভুর দাস মোশির দত্ত আপনাদের অধিকার পাইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 লেবীয় যাজকরা জমির কোন অংশ পাবে না। যাজক হিসাবে তাদের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। এই তাদের অংশ। গাদ, রূবেণ এবং মনঃশির অর্ধেক পরিবারগোষ্ঠী ইতিমধ্যেই প্রতিশ্রুত জমিজায়গা পেয়ে গিয়েছে। তারা বাস করে যর্দন নদীর পূর্বদিকে। প্রভুর দাস মোশি ইতিমধ্যেই তাদের জমিজায়গা দিয়ে দিয়েছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নেই, কারণ সদাপ্রভুর যাজকত্বপদ তাদের অধিকার; আর গাদ ও রূবেণ এবং মনঃশির অর্ধেক বংশ যর্দ্দনের পূর্ব পারে যা সদাপ্রভুর দাস মোশির দেওয়া অধিকার তারা পেয়েছে।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 18:7
11 ক্রস রেফারেন্স  

লেবি গোষ্ঠীকে মোশি কোন ভূসম্পত্তির অংশ দেন নি। প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত নৈবেদ্যেই তাদের জীবিকা নির্বাহ হত।


প্রভু পরমেশ্বর হারোণকে আরও বললেন, ইসরায়েলীদের ভূসম্পত্তিতে তোমার কোন অধিকার থাকবে না, তাদের সম্পত্তির কোন অংশ তুমি পাবে না। ইসরায়েল কুলে আমিই তোমার অংশ ও উত্তরাধিকার।


এই কারণেই জ্ঞাতিভাইদের সম্পত্তিতে লেবিগোষ্ঠীর কোন অংশ বা স্বত্বাধিকার নেই। পরিবর্তে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী প্রভুর পৌরোহিত্যেই তাদের উত্তরাধিকার।)


লেবীয়রাই শুধু সম্মিলন শিবিরের কাজকর্ম করবে এবং তার ত্রুটি বিচ্যুতির জন্য তারাই দায়ী হবে। বংশপরম্পরায় চিরকাল তোমরা এই অনুশাসন মেনে চলবে। ইসরায়েলীদের সম্পত্তিতে তাদের কোন অধিকার থাকবে না।


কিন্তু বেদীমূলে ও পর্দার অভ্যন্তরে পুরোহিতরূপে তোমাদের করণীয় যা কিছু আছে, তা শুধু তুমি ও তোমার পুত্রেরাই করবে। এ দায়িত্ব তোমাদের। এই পৌরোহিত্যের অধিকার আমি তোমাদের উপহার স্বরূপ দিয়েছি। অনধিকারী কোন লোক এই কাজ করতে গেলে তার মৃত্যুদণ্ড হবে।


প্রভু পরমেশ্বরের সেবক মোশির নেতৃত্বে ইসরায়েলীরা তাঁদের পরাস্ত করেছিল এবং মোশি রূবেণ গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোককে সেই দেশ দখল করার অনুমতি দিয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন