Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 18:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 প্রত্যেক গোষ্ঠী থেকে তোমরা তিনজন লোক ঠিক করে দাও, আমি তাদের সমগ্র দেশ পর্যবেক্ষণ করতে পাঠাব, তারা প্রত্যেক গোষ্ঠীর নির্ধারিত এলাকা সম্পর্কে একটি লিখিত বিবরণ এনে আমাকে দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তোমরা তোমাদের এক এক বংশের মধ্য থেকে তিন তিন জনকে দাও; আমি তাদের প্রেরণ করবো, তারা গিয়ে দেশের সর্বত্র ভ্রমণ করবে এবং প্রত্যেকের অধিকার অনুসারে তার বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে আসবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 প্রত্যেক বংশ থেকে তিনজন করে লোক নিযুক্ত করো। দেশটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার ও প্রত্যেকটি বংশের উত্তরাধিকার অনুসারে সেখানকার এক বর্ণনা লিখে আনার জন্য আমি তাদের সেখানে পাঠাব। পরে তারা আমার কাছে ফিরে আসবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমরা আপনাদের এক এক বংশের মধ্য হইতে তিন তিন জনকে দেও; আমি তাহাদিগকে প্রেরণ করিব, তাহারা উঠিয়া দেশের সর্ব্বত্র ভ্রমণ করিবে, এবং প্রত্যেকের অধিকারানুসারে তাহার বর্ণনা লিখিয়া লইয়া আমার নিকটে ফিরিয়া আসিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তাই বলছি প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে তিনজন করে লোক বেছে নাও। আমি তাদের জায়গাটা ভালো করে দেখার জন্য পাঠাব। তারা সেখানকার বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে আসবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তোমরা নিজেদের এক একটি বংশের মধ্যে থেকে তিনজন করে দাও; আমি তাদেরকে পাঠাব, তারা উঠে দেশের সমস্ত জায়গা ঘুরে দেখবে এবং প্রত্যেকের অধিকার অনুসারে তার বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে আসবে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 18:4
9 ক্রস রেফারেন্স  

লোকেরা গিয়ে সারা দেশ পর্যটন করল এবং নগর সংখ্যার ভিত্তিতে দেশটি সাত অংশে ভাগ করে তার বিবরণ লিখে একটি তালিকা প্রস্তুত করল। তারপর তারা শীলোর ছাউনিতে যিহোশূয়ের কাছে ফিরে এল।


তোমরা দেশটি সাত অংশে ভাগ করে তার একটি লিখিত বিবরণ আমার কাছে নিয়ে আসবে। আমি এখানে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে পাশার দান ফেলে তোমাদের অংশ নির্ধারণ করব।


যিহোশূয় ইসরায়েলীদের বললেন, তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিয়েছেন, সেই দেশ দখল করতে তোমরা আর কতকাল ইতস্ততঃ করবে?


তোমরা প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারো জন লোককে বেছে নাও।


তোমরা এখন ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে এক জন করে মোট বারো জনকে বেছে নাও।


আমি ইসরায়েলীদের যে কনান দেশ দেব সেই দেশ পর্যবেক্ষণ করার জন্য কয়েক জন লোককে পাঠাও। ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে নেতৃস্থানীয় একজনকে পাঠাও।


তারপর সেই এলাকা সাত অংশে ভাগ করা হবে। দক্ষিণে থাকবে যিহুদা গোষ্ঠীর সীমান্ত আর যোষেফের বংশধরদের সীমানা থাকবে উত্তরে।


তাই প্রভু পরমেশ্বরের প্রজাবৃন্দের হাতে এই বাসভূমি যেদিন ফিরিয়ে দেবার সময় হবে, সেদিন এই ভূমির ভাগ নেবার জন্য তোমরা কেউ আর থাকবে না সেখানে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন